বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর কার্যালয় কোথায়?
Solution
Correct Answer: Option D
- দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকার ১৯৮৯ সালে গঠন করে 'বিনিয়োগ বোর্ড'।
- অন্যদিকে সরকারি লোকসানি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য ১৯৯৩ সালে গঠন করা হয় 'বেসরকারিকরণ বোড়'।
- সংস্থা দুইটির উদ্দেশ্য পালনে যথাযত ভূমিকা রাখতে না পারার প্রেক্ষিতে আরো বেগবান কার্য সাধনের লক্ষ্যে ১ সেপ্টেম্বর, ২০১৬ সালে গঠন করা হয় 'বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ণ বা 'Bangladesh Investment Development Authority'- BIDA
- এর কার্যালয় ঢাকায়।