বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড়ের চুড়ার নাম কি?
Solution
Correct Answer: Option D
-তাজিং ডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বত।
-স্থানীয় উপজাতীয়দের ভাষায় ‘তাজিং’ শব্দের অর্থ বড় আর ‘ডং’ শব্দের অর্থ পাহাড় যা একত্রিত করলে হয় তাজিংডং।
-এ পর্বতের উচ্চতা প্রায় ৪ হাজার ৩ শত ফুট। এটি বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নে অবস্থিত।
-রুমা উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্বতের অবস্থান। দুর্গম এ পাহাড়ী এলাকার দৃশ্য খুবই মনোরম।
-উল্লেখ্য, জরিপ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের অনুসারে তাজিং ডং দেশের সর্বোচ্চ পর্বত, কিন্তু পাহাড়ে যাঁরা ভ্রমণ করেন, তারা দাবি করতেছেন সাকা হাফং বা মদক তং দেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ।
-এই জন্য বর্তমানে জরিপ কার্যক্রম চলতেছে।