Solution
Correct Answer: Option A
পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারায় শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এত প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এভং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। যে,ন: অঙ্ক - টঙ্ক; আম - টাম, কেক - টেক; ঘর - টর; গরু - টরু; ছাগল - টাগল; আড়াআড়ি, খোঁজাখুজি ইত্যাদি।