বেদের ভাষাকে কি ভাষা বলা হয়?

A দেশি ভাষা

B বিদেশি ভাষা

C বৈদিক ভাষা

D ইংরেজি ভাষা

Solution

Correct Answer: Option C

- বৈদিক ভাষা ভারতে আগত আর্য জাতির আদি ভাষা।
- বৈদিক সংস্কৃত ছিল ভারতীয়-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর ভারতীয়-আর্য উপগোষ্ঠীর প্রাচীন ভাষা।
- এটি বেদ ও বেদের সংশ্লিষ্ট সাহিত্যে প্রত্যয়িত হয়েছে যা খ্রিষ্টপূর্ব ২য় থেকে মধ্য খ্রিষ্টপূর্ব ১ম সহস্রাব্দের মধ্যে সংকলিত হয়েছে।
- লেখার প্রচলনের পূর্বে কয়েক শতাব্দী ধরে এটি মৌখিকভাবে সংরক্ষিত ছিল।
- খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দের দিকে আর্যরা ভারতবর্ষে আসা শুরু করেছিল।
- উত্তর-পশ্চিম ভারত দিয়ে এই আগত এই জনগোষ্ঠী খ্রিষ্টপূর্ব ১১০০ অব্দের দিকে বঙ্গদেশ পর্যন্ত পৌঁছেছিল।
- খ্রিষ্টপূর্ব ১০০০ বৎসরের ভিতরে ভারতীয় ইন্দো-ইরানিয়ান ভাষার পরিবর্তন ঘটে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions