বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (মেডিকেল অফিসার/এরোড্রাম সহকারী) - ১১.০৯.২০২১ (80 টি প্রশ্ন )

(SDGs) হল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals এর স্থলে প্রতিস্থাপন করা হয় .২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে Transforming our world: The 2030 Agenda for Sustainable Development শিরোনামের একটি কর্মসূচী গৃহীত হয়,যা SDGs নামে পরিচিত ।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ।
- এতে মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ও ১৬৯ টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্ত্রভুক্ত রয়েছে .
এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

অ্যান্টনি জন ব্লিংকেন একজন আমেরিকান রাজনীতিবিদ। তিনি ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-সচিব এবং রাষ্ট্রপতি বারাক ওবামার নেতৃত্বে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত উপ-জাতীয় সুরক্ষা উপদেষ্টা ছিলেন। ২০২০ সালের নভেম্বর মাসে রাষ্ট্রপতি জো বাইডেন ব্লিংকেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রসচিব হিসাবে বেছে নিয়েছিলেন।
CTBT= Comprehensive Nuclear-Test-Ban Treaty। চু্ক্তিটি ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ২২ জানুয়ারি ২০২১ থেকে।
- বর্তমানে এর সসদ্য সংখ্যা ১৭০টি, সর্বশেষ যোগ দেয় 'কমোরস'। 
দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে সংঘটিত সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। এ যুদ্ধের শুরুতে বৃটেনের প্রধানমন্ত্রী ছিলেন চেম্বারলেন।
নেভিল চেম্বারলেন : ১৯৩৭-১৯৪০
উইনস্টন চার্চিল : ১৯৪০-১৯৪৫
ক্লেমেন্ট এটলি : ১৯৪৫-১৯৫১
তালেবানের ক্ষমতা দখল ও আশরাফ গানির পতন:
→ তালেবানরা আফগানিস্তানের রাজধানী ‘কাবুল’ দখল করে— ১৫ আগস্ট, ২০২১।
→ সদ্য সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি পদত্যাগ করেন- ১৫ আগস্ট, ২০২১।
→ আশরাফ গানি আফগানিস্তান থেকে প্রথমে তাজিকিস্তান ও পরে তাজিকিস্তান থেকে আশ্রয় নেন- সংযুক্ত আরব আমিরাতে।

তালেবানের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা:
→ প্রধান নেতা (সুপ্রিম লিডার): হাইবাতুল্লাহ আখুন্দজাদা (তিনি আফগানিস্তানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তার অধ
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দেশ চালাবেন।)।
→ প্রধানমন্ত্রী: মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ ।
→ উপপ্রধানমন্ত্রী: আব্দুল গানি বারাদার।
বাংলাদেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (Liquified Natural Gas- LNG) কক্সবাজার জেলার মহেশখালীতে অবস্থিত। ২০১৬ সালে LNG টার্মিনাল স্থাপনে পেট্রোবাংলা ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ভাসমান এ LNG টার্মিনালের ধারণ ক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার।
২০১৭ সালে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে ১০০তম টেস্ট ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। এ ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটে জয় লাভ করে। বাংলাদেশের ১০০তম টেস্ট ম্যাচে সাকিব আল হাসান শতরান (১১৬) করেন।
- বাংলাদেশের প্রথম বোলার হিসেবে শাহাদত হোসেন রাজীব ২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাট্রিক করার গৌরব অর্জন করে।
- উল্লেখ্য, টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেন অলক কাপালী।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২০১৫ সালে সার্কের প্রথম সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয় আফগানিস্তানের বামিয়ান নগরীকে। ২০১৬ সালে ২য় রাজধানী হিসেবে বাংলাদেশের প্রাচীন নগরী মহাস্থানগড়কে ঘোষণা করা হয় এবং ২১ জানুয়ারি, ২০১৭ সালে এটি কার্যকর হয়।
রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধান। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত এবং সংবিধান ও আইনবলে তাঁর উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পন্ন করেন। সংবিধানের ৬১ নং ধারা অনুসারে বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত হবে এবং আইনের দ্বারা তার প্রয়োগ নিয়ন্ত্রিত হবে। তবে প্রতিরক্ষা বাহিনীর সকল নির্বাহী ক্ষমতা ও দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত ।
-১০ মে, ২০১১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ঘোষণা করে। 
-এর ফলে ৩০ জুন, ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যম সংবিধানের ২(ক) পরিচ্ছেদে উল্লিখিত ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ‘অনুচ্ছেদ ১৪৭ ও ১৫২' সংশোধন করা হয়। 
 
-উল্লেখ্য, ২৭ মার্চ, ১৯৯৬ সালে সংবিধানের ১৩তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল।

১৯৭২ সালের ১১ জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারির পর ২৩ জুন রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন। ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে খসড়া সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। এ কমিটি গণপরিষদে খসড়া সংবিধান পেশ করে ১৯৭২ সালের ১২ অক্টোবর যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
১৯৭২ সকলের ১১ এপ্রিল গণপরিষদের অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য ৩৪ সদস্যের কমিটি গঠন করা হয়। এদের মধ্যে ৩৩ জন ছিলেন আওয়ামীলীগ দলীয় গণপরিষদের সদস্য আর একজন ন্যাপ সদস্য। সংবিধান রচনার কমিটিতে একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। কমিটির প্রধান হচ্ছেন আইন ও সংসদ বিষ্যক মন্ত্রী ডা. কামাল হোসেন। এইদিন সংবিধান প্রণয়ন কমিটি ছাড়াও আরও চারটি কমিটি গঠিত হয়।
মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাস পরবর্তীতে মানচিত্র থেকে পতাকা সরিয়ে নতুন করে ডিজাইন করেন কামরুল হাসান । বর্তমান ডিজাইন করা পতাকাটি কামরুল হাসানের।
তার প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান । চিত্রকলায় লৌকিক ও আধুনিক রীতির মিশ্রণ ঘটিয়ে তিনি 'পটুয়া কামরুল হাসান' নামেও পরিচিতি লাভ করেন । তাঁর বিখ্যাত চিত্রকর্ম- তিন কন্যা, রায়বেঁশে নৃত্য, নাইওর ইত্যাদি।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুজিব নগর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘জয় বাংলা' পত্রিকাটি ছিল প্রবাসী মুজিবনগর সরকারের একটি প্রচার মাধ্যম। এ পত্রিকাটি প্রকাশের অন্যতম লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের অগ্রগতি ও মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করা। পত্রিকাটি প্রবাসী বাংলাদেশ সরকারের প্রকাশনা, তথ্য, বেতার ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় প্রকাশিত হয়।
September on the Jessore Road মুক্তিযুদ্ধের সময় আমেরিকান কবি Allen Ginsberg এর রচিত একটি গীতিকবিতা। এটি ১৫২ লাইনের একটি গীতি কবিতা।
১৯৮৩ থেকে ১৯৯৪ সালের মধ্যে লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ১০টি নির্বাচিত প্রবন্ধের সংকলন গ্রন্থ ‘শেখ মুজিব আমার পিতা'। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত স্মৃতিকথামূলক আত্মজৈবনিক গ্রন্থ। এটি ১৯৯৯ সালে কলকাতার বইমেলায় প্রথম প্রকাশিত হয় এবং ২০১৫ সালে বাংলাদেশে প্রকাশিত হয়।
‘সব ক’টা জানালা খুলে দাও না’ ১৯৮২ সালে প্রকাশিত বাংলা ভাষায় রচিত একটি দেশাত্মবোধক সঙ্গীত। স্বাধীনতা দিবসের জন্য বাংলাদেশ টেলিভিশনের নির্মিত বিশেষ অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত এই সঙ্গীত বা গানের গীতিকার নজরুল ইসলাম বাবু। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সঙ্গীত পরিচালনায় এই গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ওরা ১১ জন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, স্বাধীনতাত্তোর প্রথম চলচ্চিত্র। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দেন, এই ছবির গল্পে সেই ঐতিহাসিক ভাষনের কিছু অংশ দেখানো হয়েছে।
মনে করি,সংখ্যাদ্বয় x ও x+১
প্রশ্নমতে,
 (x+১)²-x²=৯
বা,x²+২x+১-x²=৯
বা,২x=৮
বা,x=৪
অতএব,সংখ্যাদ্বয় ৪ ও (৪+১) =৪ ও ৫
মনে করি, নির্ণেয় সংখ্যা =x
প্রশ্নমতে,x এর ৭৫% =৯০
         বা, x এর ৭৫/১০০=৯০
         বা,x=(৯০×১০০)/৭৫
         বা,x=১২০
সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯৬⁰ হলে অপর দুটি কোণের পরিমাণ
=১৮০⁰-৯৬⁰=৮৪⁰

অতএব ,একটি কোণের পরিমাণ =৮৪⁰/২ =৪২⁰


১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
১ মিটার = ১০০ সেন্টিমিটার।
১ গজ = ০.৯১৪৪ মিটার
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
১ কিলোমিটার = ০.৬২১ মাইল
35-2x-x²
=35-7x+5x-x²
=7(5-x)+x(5-x)
=(5-x)(7+x)


অতএব ,পরবর্তী পদ ৩১+১৫=৪৬
আমরা জানি,
 চক্রবৃদ্ধি মূলধন C=P(১+r/১০০)ⁿ
                             =২০০০(১+১০/১০০)²
                             =২০০০(১+১/১০)²
                             =২০০০×(১১/১০)²
                              =২০০০×১২১/১০০
                              =২৪২০ টাকা
.০৪×.০০৫×.০০০৫
=.০০০০০০১০০
=.০০০০০০১
∴ ল.সা.গু =২×২×৩×৫=৬০
অতএব ,নির্ণেয় সংখ্যা =৬০+৩=৬৩

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১৪৪<১৮৯             ∴ ৪/২৭ ছোট
১৮০<২৯৭            ∴৪/২৭ ছোট
৩৬<৫৪                ∴৪/২৭ ছোট

∴ সকল ক্ষেত্রে ৪/২৭ ক্ষুদ্রতম
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0