বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম ফায়ার লীডার) - ১১.০৯.২০২১ (75 টি প্রশ্ন )
• সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়।
• ১৮৫৭ সালের ২৯শে মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মঙ্গলপাণ্ডে নামে এক সিপাহী কর্তৃক গুলি বর্ষণের মাধ্যমে এই বিদ্রোহের সূত্রপাত ঘটে।
• পরবর্তীতে তা ভারতবর্ষের উত্তর ও পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়।
•  ইংরেজ সরকার বিদ্রোহের পর ১৮৫৮ সালে মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ইয়াঙ্গুনে নির্বাসন দেয় । তিনি নির্বাসন থাকা অবস্থায় মারা গেলে তাকে সেখানেই সমাহিত করা হয় ।
•  এ বিদ্রোহের ফলে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারতের শাসনভার ব্রিটিশ সরকার সরাসরি তার হাতে নিয়ে নেয়।
জাতিসংঘ প্রতিষ্ঠার পর এর কার্যকর ভাষা ছিল ২টি- ইংরেজি ও ফরাসি । পরবর্তীতে এ সংখ্যা বেড়ে ৬টিতে উন্নীত হয়েছে, যার সবগুলোই দাপ্তরিক ভাষা হিসেবে কার্যকর রয়েছে । ভাষাগুলো হলো আরবি , চীন , ইংরেজি , ফরাসি , রুশ এবং স্প্যানিশ ।
বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতার পর ১৯৬৪ সালে কঙ্গোর নামকরণ করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো। এরপর ১৯৭১ সালে দেশটির নামকরণ করা হয় জায়ার। পুনরায় ১৭ মে, ১৯৯৭ সালে নামকরণ করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো বা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। এর রাজধানী কিনসাসা।
আঠারো শতকের শেষ দিকে (১৭৬০-১৮৪০) এসে শিল্পোৎপাদনের ক্ষেত্রে ইংল্যান্ডে (ইউরোপ) যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় সাধারণভাবে তা শিল্পবিপ্লব নামে পরিচিত। ফরাসি লেখক জেরোমি ব্লাংকি ‘শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন।
জাতীয় সংসদ আইন বিভাগের একটি প্রতিষ্ঠান। সংবিধানের ৬৫(১) অনুসারে, ‘জাতীয় সংসদ' নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এই ধারা বলে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যাস্ত থাকবে। এছাড়া আইন বিভাগের (সংসদ) কাজ হলো- সংবিধান সংশোধন, রাষ্ট্রপতি নির্বাচন, সরকার গঠন বিষয়ক ক্ষমতা ও অর্থ সংক্রান্ত কাজ করা ।
মেঘনাদবধ কাব্য ১৯-শতকীয় বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য।
- এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়।
- কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত। মেঘনাদবধ কাব্য হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত, যদিও এর মধ্যে নানা বিদেশী মহাকাব্যের ছাপও সুস্পষ্ট।
- এই কাব্য তিনি পয়ার ছন্দকে প্রচলিত আকৃতি থেকে মুক্তি দিয়ে করে তোলেন প্রবহমান যাকে বলে 'অমিত্রাক্ষল ছন্দ' 
ফ্যাদোম হলো গভীরতা পরিমাপের একটি একক। ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। ১ ফ্যাদোম = ৬ ফুট।
জার্মানিতে প্রায় সাত কোটি মানুষ জার্মান ভাষায় কথা বলে। জার্মানি ছাড়াও জার্মান ভাষায় অস্ট্রিয়ার অধিকাংশ মানুষ কথা বলে।
যে সব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য সম্পদ (Renewable resources) বলে। যেমন: পরমাণু শক্তি, সূর্যের আলো, বায়ু ও পানি।
অন্যদিকে, যেসব প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হলে আর পাওয়া যায় না সেগুলোকে অনবায়নযোগ্য সম্পদ (Non-renewable resources) বলে। যেমন: প্রাকৃতিক গ্যাস ও কয়লা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
রবিশস্য - কার্তিক-ফাল্গুন - মধ্য সেপ্টেম্বর-মধ্য মার্চ
খরিপশস্য (১) - চৈত্র-জ্যৈষ্ঠ - মধ্য মার্চ-মধ্য জুলাই
খরিপ শস্য (২) - আষাঢ়- ভাদ্র - মধ্য জুন- মধ্য সেপ্টেম্বর

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ইরাক প্রথম আরব তথা মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে ৮ জুলাই, ১৯৭২ সালে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
- ১৮৬১ সালে ভারতীয় পুলিশ আইন পাসের মাধ্যমে লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন ।
- ১৭৯৩ সালে ‘ চিরস্থায়ী বন্দোবস্ত' ব্যবস্থার প্রবর্তক হলেন লর্ড কর্নওয়ালিস ।
- দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক হিসেবে পরিচিত লর্ড ক্লাইভ ।
- ১৮২৯ সালে সতীদাহ প্রথা রহিত ঘােষণা করার জন্য লর্ড বেন্টিঙ্ক নামটি সংস্কার আন্দোলনকারীদের প্রশংসিত ।
জোট নিরপেক্ষ আন্দোলন হল একটি আন্তর্জাতিক সংগঠন । 'ঠাণ্ডা লড়াই 'এর প্রভাব থেকে অর্থাৎ মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট ও সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের পারস্পারিক দ্বন্দ্ব থেকে নিজেদের দূরে রাখতে ১৮-২৪ এপ্রিল ,১৯৫৫ সালের বান্দুং সম্মেলনের প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর ,১৯৬১ সালে বেলগ্রেড NAM প্রতিষ্ঠিত হয় .১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুজিব নগর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘জয় বাংলা' পত্রিকাটি ছিল প্রবাসী মুজিবনগর সরকারের একটি প্রচার মাধ্যম। এ পত্রিকাটি প্রকাশের অন্যতম লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের অগ্রগতি ও মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করা। পত্রিকাটি প্রবাসী বাংলাদেশ সরকারের প্রকাশনা, তথ্য, বেতার ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় প্রকাশিত হয়।
২/৫ এর ২৫% =২/৫ × ২৫/১০০=১/১০ =০.১
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা ৯০⁰
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি ২ সমকোণ বা ১৮০⁰।চিত্রে ,ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ ।
     ∠A+∠C=১৮০⁰
এবং ∠B+∠D=১৮০⁰

একটি বৃত্তের ব্যাসই হল বৃহত্তম জ্যা।
∴ বৃহত্তম জ্যা টি ব্যাসার্ধের দ্বিগুণ

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
x²-7x+12
=x²-4x-3x+12
=x(x-4)-3(x-4)
=(x-4)(x-3)


মনে করি,
           পুত্রের বয়স =x বছর
        ∴ পিতার বয়স =৩x বছর
প্রশ্নমতে,
        ৩x+x =৮০
     বা,৪x =৮০
      বা,x=২০
   ∴ পিতার বয়স =৩×২০=৬০ বছর
মনে করি,
      সংখ্যাটি =x
আমরা জানি ,
        গ.সা.গু×ল.সা.গু = সংখ্যাদ্বয়ের গুণফল
            বা, ২×৩৬০ = ৩৬ × x
            বা, ২০ = x
            বা, x = ২০
আমরা জানি,
           ১ মিনিট =৬০ সেকেন্ড
∴ চাকাটি ৬০ সেকেন্ডে ঘুরে ৯০ বার
        "      ১       "          "     ৯০/৬০ "
                                          =৩/২ "

আবার,
     চাকাটি ১ বার ঘুরে যায় ৩৬০⁰
 ∴         "  ৩/২ "   "    " (৩৬০⁰×৩)/২
                                 =৫৪০⁰
মনে করি,সংখ্যাটি =x
প্রশ্নমতে, ৩x+২x=৯০
            বা,৫x=৯০
            বা,x=১৮
এখানে, ২১=৩×৭ অতেব,অপশনগুলোর মধ্যে ২১ মৌলিক সংখ্যা নয় ।
মনে করি,
        সুদাসল =৫x টাকা
    ∴   সুদ      =x টাকা
তাহলে,
      আসল =৫x-x =৪x টাকা
এখন,
    ৪x টাকায় ৫ বছরের সুদ x টাকা
     ৪x    "      ১     "        " x/৫ টাকা
∴  ১       "     ১      "      " x/(৫×৪x)টাকা
∴ ১০০   "      ১     "      " (x×১০০)/(৫×৪x) টাকা
                                       =৫ টাকা
a²-b²=(a+b)(a-b)
আমরা জানি,
      ১ লিটার বিশুদ্ধ পানির ওজন =১ কেজি
আবার,
     ১ লিটার =১০০০ মিলিলিটার

১০০০ মিলিলিটার বিশুদ্ধ পানির ওজন =১ কেজি
১            "            "  "        "      = ১/১০০০ "
২৫      "          "       "          "    = (১×২৫)/১০০০
                                               = o.০২৫


দেওয়া আছে,
       বৃত্তের পরিধি =২৩
প্রশ্নমতে ,
      2πr=২৩
 বা,r=২৩/২π
      =২৩/২×(২২/৭)
      =(২৩×৭)/(২×২২)
      =৩.৬৬


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১ম রাশি =x³+x²y
             =x²(x+y)
২য় রাশি=x²y+xy²
             =xy(x+y)

  ∴ ল.সা.গু =x²y (x+y)
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0