বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সশস্ত্র নিরাপত্তা প্রহরী) - ০৯.০৩.২০২৪ (79 টি প্রশ্ন )
x - {a + (y - b)}
= x - {a + y - b}
= x - a - y + b
= x - y - a + b
7 + 2[ - 8 - {-3 - (-2 - 3)} - 4]
= 7 + 2[ - 8 - {-3 - (-5)} - 4]
= 7 + 2[ - 8 - {-3 + 5} - 4]
= 7 + 2 [- 8 - 2 - 4]
= 7 + 2 [ - 14]
= 7 - 28
= -21
a⁵ × (-a³) × a⁴
= -a⁵ × a³ × a⁴
= -a⁵⁺³⁺⁴
= -a¹²
দেওয়া আছে, a = 3, b = 2
∴ প্রদত্ত রাশি = (8a - 2b) - (-7a + 4b)
= 8a - 2b - 7a + 4b
= a + 2b
= 3 + 2.2
= 3 + 4
= 7
১ মিটার কাপড়ের ক্রয়মূল্য = ২০০ টাকা
১০ মিটার কাপড়ের ক্রয়মূল্য = (২০০ × ৫) = ১০০০ টাকা 

১ মিটার কাপড়ের বিক্রয়মূল্য = ২২৫ টাকা 
১০ মিটার কাপড়ের বিক্রয়মূল্য = (২২৫ × ৫) = ১১২৫ টাকা 

∴ লাভ = (১১২৫ - ১০০০) টাকা
= ১২৫ টাকা 
আমরা জানি, 
১ মাস = ৩০ দিন। 
এখন,
৩০ দিনে  তৈরি হয় ২০০০ মেট্রিক টন
১ দিনে  তৈরি হয় ২০০০/৩০ মেট্রিক টন
                    = ২০০/৩
                    = ৬৬(২/৩) মেট্রিক টন
দেওয়া আছে, 
দৈর্ঘ্য = ১০০ মিটার
প্রস্থ = ৫০ মিটার
প্রতি মিটারে খরচ = ১০০ টাকা

আয়তাকার পার্কের পরিধি = ২(দৈর্ঘ্য + প্রস্থ ) 
                                = ২(১০০ + ৫০)
                                = ৩০০ মিটার

মোট খরচ = পরিধি × প্রতি মিটারের খরচ
             = ৩০০ × ১০০
             = ৩০,০০০ টাকা
মোট কাপড় ৩০ মিটার
অনুপাতের রাশি গুলোর যোগফল = (৫ + ৩ + ২) = ১০ মিটার
∴ তানিয়ার অংশ = ( ৩০ এর ২/১০) = ৬ মিটার
∴ মারিয়ার অংশ = (৩০ এর ৩/১০) = ৯ মিটার
∴ মাইশা অংশ = (৩০ এর ৫/১০) = ১৫ মিটার 


১১ : ২৫ :: ২২ : ৫০
এখানে, ২৫×২ = ৫০
তাহলে, ১১×২ = ২২

∴ শূন্যস্থানে ২২ হবে। 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
জনসংখ্যা ১০% বৃদ্ধিতে
পূর্বের জনসংখ্যা ১০০ জন হলে বর্তমান জনসংখ্যা = (১০০ + ১০) জন = ১১০ জন

বর্তমান জনসংখ্যা ১১০ জন হলে পূর্বের জনসংখ্যা ১০০ জন
বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বের জনসংখ্যা ১০০/১১০ জন
বর্তমান জনসংখ্যা ১,১০০ জন হলে পূর্বের জনসংখ্যা  ১০০ × ১,১০০/১১০ জন
= ১০০০ জন
ঘূর্ণিঝড়ের পর লোকসংখ্যা = ৬৫০৬৫০ × (৮০ /১০০)
                                 = ৫২০৫২০
x7 / x-2 
= x7 . x2 
= x9 
(-25x3y)/(-5xy3
= (25/5) . (x3/x) . (y/y3)
= 5 . x2 . (1/y2
= 5x2/y2
3ab × 4a3 
= (3×4) . (ab×a3)
= 12 a4b
৪০৩৯০ সে.মি.
= ৪০৩৯০/১০০ মি.
= ৪০৩.৯০ মি.
= ৪০৩.৯০/১০০০ কি.মি.
= ০.৪০৩৯০ কি.মি. 
৮০ কি.মি. যেতে ডিজেল লাগে ১০ লি.
১ কি.মি. যেতে ডিজেল লাগে ১০/৮০ লি.
                                  = ১/৮ লি.
                                  = (১/৮) × ১০০০ মি.লি.
                                  = ১২৫ মি.লি. 
আমরা জানি, 
১ গজ = ০.৯১৪৪ মিটার
১ মাইল = ১৬০৯ মিটার

তাহলে,
০.৯১৪৪ মিটার = ১ গজ
∴ ১ মিটার = ১/০.৯১৪৪ গজ

এখন, 
১ মাইল = ১৬০৯ × ১ মিটার
          = ১৬০৯ × (১/০.৯১৪৪) গজ
          = ১৭৫৯.৬২৪ গজ
          ≈ ১৭৬০ গজ 




- ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
- ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
- ১ মিটার = ১০০ সেন্টিমিটার।
- ১ গজ = ০.৯১৪৪ মিটার
- ১ মাইল = ১৬০৯ মিটার
- ১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
- ১ কিলোমিটার = ০.৬২১ মাইল
- ১ কাঠা = ৭২০ বর্গফুট
- ১ লিটার =১০০০ মিলিলিটার
৩৬০০ সেকেন্ডে যায় ৪৮০০০ মিটার
∴ ৩০ সেকেন্ডে যায় (৪৮০০০ × ৩০)/৩৬০০ মিটার
= ৪০০ মিটার

প্রশ্নমতে,
ট্রেন + সেতুর দৈর্ঘ্য = ৪০০
বা, ১০০ + সেতুর দৈর্ঘ্য = ৪০০
∴ সেতুর দৈর্ঘ্য = ৪০০ - ১০০ = ৩০০ মিটার

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ক্রয়মূল্য = ( ২৭৫০ + ৪৫০ ) = ৩২০০ টাকা 

∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য 

         = ৩৬০০ - ৩২০০ 

         = ৪০০ টাকা 
Hate = ঘৃণা করা
Admire = প্রশংসা করা
Abhor = ঘৃণা করা
Concern = উদ্বিগ্ন
Loathe = বিরাগ পোষণ করা
- এটি একটি universal truth বা সার্বজনীন সত্য।
- সার্বজনীন সত্য প্রকাশ করতে আমরা Simple Present Tense ব্যবহার করি।
- "The pen is mightier than the sword" একটি বিখ্যাত প্রবাদ বাক্য যা বোঝায় - কলমের শক্তি তরবারির চেয়েও বেশি।
- "This is the school" এর পরে যখন আমরা একটি relative clause ব্যবহার করি, তখন preposition "to" ব্যবহার করা আবশ্যক।
- "used to" ব্যবহার করা হয় অতীতে নিয়মিত করা কোনো কাজ বোঝাতে। এখানে স্কুলে যাওয়া অতীতের একটি নিয়মিত কাজ।
- পূর্ণ বাক্যটি হবে: "This is the school which I used to go to"
Second conditional এর নিয়মানুযায়ী if যুক্ত অংশে past indefinite থাকলে পরবর্তী অংশে sub + would/ could/ might + verb এর base form বসে। তবে if যুক্ত clause-এ be verb থাকলে সবসময় were বসে।
If I were rich, I would travel around the world- যদি আমি ধনী হতাম, তাহলে পুরো বিশ্ব ভ্রমণ করতাম।
Modal auxiliary verb এর সর্বদা verb এর base fom বসে।Everyone should speak the truth-সবার উচিত সত্য বলা।
One of এর পরে plural noun এবং singular verb বসে।One of the boys was present-ছাত্রছাত্রীদের মধ্যে একজন ছাত্র উপস্থিত ছিল।
প্রদত্ত বাক্যের শূন্যস্থানে talking to you বসালে বাক্যটি শুদ্ধ হবে।কারণ, like এর পরে gerund (v1+ing) এবং 'কারো সাথে কথা বলা' বুঝাতে preposition হিসেবে to বসে।
And দ্বারা যুক্ত একাধিক noun যদি একক ব্যক্তি/ভাব/ধারণা/বস্তুকে নির্দেশ করে তাহলে পরবর্তী verb-টি singular হয়।Slow and steady wins the race-ধীর এবং স্থির সম্পন্ন ব্যক্তিই জয়লাভ করে।
কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে বুঝাতে verb এর present perfect continuous tense হয়।এক্ষেত্রে বাক্যে since/for থাকে।They have been living here since 2008-তারা ২০০৮ সাল থেকে এখানে বসবাস করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
'কোনো কিছু হওয়া সত্ত্বেও ' অর্থ প্রকাশ করতে conjunction হিসেবে despite/inspite of বসে।We went out despite the cold weather - ঠাণ্ডা আবহাওয়া সত্ত্বেও আমরা বাহিরে গিয়েছিলাম।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0