বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (অফিস সহায়ক) - ২৭.০৪.২০২৪ (80 টি প্রশ্ন )
- Interrogative sentence এর গঠন: auxiliary verb + sub + verb + obj + question mark (?)।
- কেবল Does he read a book? বাক্যটি interrogative sentence.
- সাধারণ বাক্যকে negative এর রূপান্তর করতে সাহায্যকারী ক্রিয়ার সাথে not যুক্ত করতে হয় এবং adjective-টির বিপরীত শব্দ ব্যবহার করতে হয়। 
- সুতরাং সঠিক negative form: He is not a bad man.
- Simple sentence একটি মাত্র clause নিয়ে গঠিত হয়।
- অর্থাৎ simple sentence একটি মাত্র subject এবং একটি মাত্র finite verb থাকে। 
- যেমন: He declared his innocence.
- Do not দিয়ে শুরু হওয়া negative imperative sentence-কে passive করার নিয়ম: Let not + obj + be + v₃.
- সুতরাং সঠিক passive form হবে- Let not the door be shut.
The study of ancient societies - Archaeology (প্রত্নতত্ত্ব)
The study of humankind - Anthropology (নৃবিজ্ঞান)
The study of past events - History (ইতিহাস)
The study of the characteristics of different people - Ethnology(নৃতাত্ত্বিক) 
শুদ্ধ বানানঃ fulfil . 
Encourage (উৎসাহিত করা) এর synonym হচ্ছে support (সমর্থন করা)।

Dispirit- নিরুৎসাহিত করা;
oppose-বিরোধিতা করা।
In lieu of (পরিবর্তে) idiom-টির অর্থ: in exchange.
- Just, just now, already, yet, never, ever, lately ইত্যাদি adverb থাকলে বাক্যটি present perfect tense এর গঠন অনুসারে হয়।
- অর্থাৎ He has gone out just now- সে এইমাত্র বের হয়েছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- শুদ্ধ বাক্য: I've never been to Bangladesh.
- কারণ, কোনো স্থান পরিদর্শন করে ঘুরে আসা অর্থে been to ব্যবহৃত হয়।
- কোন স্থান পরিদর্শন করতে গিয়ে অবস্থান করা অর্থে went to ব্যবহৃত হয়।
Blue blood (উচ্চবংশজাত; অভিজাত) phrase পীর অর্থ Aristocratic birth (উচ্চ বংশগত)।
- Assertive sentence-এ থাকা past indifinite tense যুক্ত direct speech-কে indirect speech-এ রূপান্তর করার নিয়ম: sub+repoting verb+that+sub (person অনুযায়ী পরিবর্তন করে) + had +v3+obj.
- অর্থাৎ বাক্যটির সঠিক indirect form: He said that he had written a letter.
- Present indefinite tense এ থাকা assertive sentence কে active থেকে passive করার নিয়ম: obj কে sub+am/is/are+v3+by+subject-কে object.
- অর্থাৎ বাক্যটির সঠিক passive form: Rice is eaten by me.
- Affirmative বাক্যে only থাকলে negative করার সময় only এর পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে none but এবং বস্তুর ক্ষেত্রে nothing but বসে।
- সুতরাং সঠিক negative বাক্যটি হলো- None but Kamal can do this job.
- 'কারো দ্বারা কোনো কিছু করা' বোঝাতে passive sentence-এ object এর পূর্বে by বসে।
- The work is done by Abid- কাজটি আবিদের দ্বারা করা হয়েছে।
- "Compensate" শব্দটির অর্থ হলো ক্ষতিপূরণ বা পরিবর্ত হিসেবে কিছু প্রদান করা।
- যখন কেউ কোনো ক্ষতি বা অসমাপ্তির কারণে কাউকে কিছু দিয়ে সমতা আনার চেষ্টা করে, তখন তাকে "compensate" বলা হয়।
- উদাহরণস্বরূপ, কেউ কোনো কাজের বিনিময়ে ক্ষতিপূরণ দেয়ার প্রসঙ্গেও এই শব্দটি ব্যবহার করা হয়।
- কোনো noun-কে নির্দিষ্ট করে বুঝাতে article হিসেবে the বসে।
- The Headmaster is working in his office- প্রধান শিক্ষক মহোদয় তার অফিসে কাজ করছেন।
- যে দ্বারা word কোনো প্রকার কাজ করা/ হওয়া বুঝায় তাকে verb বলে।
- যেমন, go, eat, see, walk, run ইত্যাদি।
- সাধারণত word এর শেষে al, able, ary, ant, ent, ful, ish, ous, sive, less, ic, some ইত্যাদি থাকলে তা adjective হিসেবে গণ্য হয়।
- যেমন: special, legal, historical, miserable ইত্যাদি।

অন্যদিকে,
- Crime ও miser শব্দ দুটি noun হিসেবে এবং laugh শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- যে word দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে noun বলে।
- যেমন: Karim, Bangladesh, team, gold ইত্যাদি।

অন্যদিকে, 
- Beautiful, heavy এবং cute হচ্ছে adjective.
২৫% লাভে,
 বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
 বিক্রয়মূল্য ২৫ টাকা হলে ক্রয়মূল্য ( ১০০×২৫)/১২৫ = ২০ টাকা


√০.০৪ = ০.২

(22)x+3 = 256

⇒ 22x+6 = 28

⇒ 2x+6 = 8

⇒ 2x= 2

⇒ x = 1


মনে করি ,সংখ্যাটি x
প্রশ্নমতে,
x⨯37%-37=37
বা, x ⨯ (37/100)=37+37
বা, 37x/100=74
বা, 37x=74⨯100
বা, x=(74⨯100)/37
বা, x=200
    x=200
ধরি, x যোগ করতে হবে । 

∴ 3 + x/5 + x = 4/5 

=> 15 + 5x = 20 + 4x 

∴ x =5
- যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল এবং অপর দু'টি বাহু তীর্যক, তাকে সমলম্ব চতুর্ভুজ বা ট্র্যাপিজিয়াম বলা হয়।

- একে সমলম্ব চতুর্ভুজও বলা হয়।

- সমলম্ব চতুর্ভুজ হল এমন একটি চতুর্ভুজ যার অন্তত একজোড়া বাহু পরস্পর সমান্তরাল।

- ট্র্যাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল থাকে, এদেরকে ভিত্তি বলা হয়।

- অপর দুইটি বাহু সমান্তরাল নয়, এদেরকে পার্শ্ববাহু বা তীর্যক বাহু বলা হয়।

- সমান্তরাল বাহু দুটি সাধারণত সমান দৈর্ঘ্যের হয় না।
১ এর ১০%
= ১ এর ১০/১০০
= ১/১০
= ০.১
{(১/২)+(১/৪)+(৩/৪)} / ৩
= (৬/৪) / ৩
= (৩/২) / ৩
= ১/২ 
ধরি, সরলরেখার দৈর্ঘ্য ৩ একক।
তবে এর এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১ বর্গ একক।
সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩ × ৩) = ৯ বর্গ একক
∴ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-তৃতীয়াংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের (৯ / ১) = ৯ গুণ

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°

ধরি, ত্রিভুজের তিনটি কোণ ২, ৩ক এবং ৪ক

২ক+৩ক+৪ক = ১৮০°

বা, ৯ক = ১৮০°

ক = ২০°

বৃহত্তম কোণের পরিমাণ = ৪ক = ৪×২০° = ৮০°


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0