বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এসিস্ট্যান্ট ম্যানেজার (ট্রেইনি জেনারেল) - ০৯.০১.২০২১ (101 টি প্রশ্ন )

তাপের একক ক্যালরি । 1 ক্যালরি = 4.2 জুল । ফারেনহাইট, কেলভিন, সেলসিয়াস তাপমাত্রা পরিমাণের বিভিন্ন স্কেল ।
CIRCLE শব্দটি বামদিক থেকে প্রথম ও তৃতীয় অক্ষরটির এবং চতুর্থ ও ষষ্ঠ অক্ষরটির স্থান পরিবর্তন করলে RICELC পাওয়া যায় । একই রকমভাবে SQUARE শব্দটিতে বামদিক থেকে প্রথম ও তৃতীয় অক্ষরটির এবং চতুর্থ ও ষষ্ঠ অক্ষরটির স্থান পরিবর্তন করলে UQSERA পাওয়া যায় ।
নিত্য প্র্যোজনীয় দ্রব্যে বিশেষ করে বেফ্রিজারেটর ব্যবহৃত ক্লোরো ফ্লোরো কার্বন বা CFC অবমুক্ত হয়ে বায়ুমণ্ডলের ওজোন স্তরের সাথে সরাসরি বিক্রিয়ার ফাটলের সৃষ্টি করে
যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবিত হয় তাদের পদার্থ বলে । যেমন: কাঁচা লৌহ, ইস্পাত, কোবাল্ট ইত্যাদি
নিউমোনিয়া রোগে মানবদেহের ফুসফুস আক্রান্ত হয় এবং ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রণা হয় । ফুসফুসের প্রদাহকে নিউমোনিয়া, যকৃতের প্রদাহকে হেপাটাইটিস, কিডনির প্রদাহকে নেফ্রাইটিস বলে ।
jpg ইমেজ ফাইল এক্সটেনশন ফরম্যাট; exe এক্সিকিউটেবল ফাইল এক্সটেনশন ফরম্যাট; mpg ভিডিও ফাইল এক্সটেনশন ফরম্যাট; bmp বিটম্যাপ ইমেজ ফাইল এক্সটেনশন ফরম্যাট ।
পরম তাপমাত্রায় যেকোনো গ্যাসের গাণিতিক আয়তন শূন্য হয় । এর মান কেলভিন , -২৭৩.১৫ সেলসিয়াস অথবা -৪৫৯.৬৭ ফারেনহাইট । 
যে স্থানে অস্ত্র বা গোলাবারুদ তৈরি, মেরামত বা জমা রাখা হয় সেই স্থানকে Arsenal বলে । বিমান উড্ডয়ন এবং অবতরণের জন্য যে সমতল রাস্তা ব্যবহার করে তাকে Runway বলে । Aerodrome এর অর্থ বিমানঘাঁটি । Hangar হলো একটি বদ্ধ বিল্ডিং কাঠামো যেখানে বিমান রাখা হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পানি হচ্ছে তরল অবস্থা, আর বরফ হচ্ছে কঠিন অবস্থা । পানি বরফে পরিণত হওয়া মানে তরল থেকে কঠিনে পরিণত হওয়া । পানির অণুর আন্তঃআণবিক আকর্ষণ বরফের তুলনায় কম । তাই পানি বরফে পরিণত হলে আয়তন বেড়ে যাবে ।
 O+ ve - কে সার্বজনীন দাতা বলা হয় । AB+ ve- কে সার্বজনীন গ্রহীতা বলা হয় । 
TCP-এর পূর্ণরূপ Transmission Control Protocol এবং IP-এর পূর্ণরূপ Internet Protocol । TCP/IP ইন্টারনেটের ক্ষেত্রে বহুল ব্যবহৃত প্রোটোকল ।
৮ বিট = ১ বাইট; ১০২৪ বাইট=১ কিলোবাইট; ১০২৪ কিলোবাইট=১ মেগাবাইট ।
এন্টিভাইরাস হল এক ধরণের প্রোগ্রাম যা ভাইরাস প্রোগ্রামকে চিহ্নিত করে, দূরীভূত করে এবং কম্পিউটার সিস্টেমকে ভাইরাস প্রতিরোধী করে তোলে । MCAEee, Norton, AVG, Avira প্রভৃতি এন্টিভাইরাস সফ্‌টওয়্যার ।
PDF stands for "portable document format". Essentially, the format is used when you need to save files that cannot be modified but still need to be easily shared and printed. Today almost everyone has a version of Adobe Reader or other programs on their computer that can read a PDF file
রঙিন মনিটরের পর্দার ভিতরের পিঠে লাল, সবুজ ও আসমানি এ তিনটি বর্ণের ফসসর দানার সমন্বয়ে গঠিত অসংখ্য ফসফর বিন্দুত্রয়ী দ্বারা আচ্ছাদিত থাকে ।
GPS -এর পূর্ণরূপ Global Positioning System । বিশ্বজনীন অবস্থান-নির্ণায়ক ব্যবস্থা, যাকে মূল ইংরেজিতে Global Positioning System (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ও সংক্ষেপে GPS (জিপিএস) নামে ডাকা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৯৭০-এর দশকের শুরুর দিকে উদ্ভাবিত একটি প্রযুক্তি।[১] প্রথম দিকে এর প্রয়োগ ছিল পুরোপুরি সামরিক। পরে জনসাধারণের নিমিত্তে এর ব্যবহার উন্মুক্ত করা হয়। এটি একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থা।
Wi-Fi-এর পূর্ণরূপ Wireless Fidelity ।
-কম্পিউটারের যে সকল যন্ত্রাংশকে স্পর্শে করা যায় সেই সকল যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে । যেমন- মাউস, মনিটর, সিপিইউ হার্ডওয়্যার । 
-অপরদিকে পাওয়ার পয়েন্ট একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা প্রেজেন্টেশন তৈরিতে ব্যবহার করা হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
BCC- এর পূর্ণরূপ - Blind Carbon Copy ।
অনূর্ধ্ব- ১৯ ক্রিকেট বিশ্বকাপ- ২০২০ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় । চ্যাম্পিয়ন হন বাংলাদেশ এবং রানার-আপ ভারত । অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ- ২০২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আকবর আলী ।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউরোপ মহাদেশের।
- আন্তোনিও গুতেরেস পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের নবম মহাসচিব।
- তিনি ১ জানুয়ারী, ২০১৭ সালে তার দায়িত্ব গ্রহণ করেন।
- গুতেরেস জাতিসংঘের প্রথম ইউরোপীয় মহাসচিব যিনি পূর্ব ইউরোপ থেকে আসেন।

জাতিসংঘের মহাসচিবঃ
১. ট্রিগভেলী - নরওয়ে- ১৯৪৬-৫২
২. দ্যাগ হেমার শোল্ড -সুইডেন -১৯৫৩-৬১
৩. উ. থান্ট - মায়ানমার - ১৯৬২-৭১
৪. কূট ওয়ার্লডহেইম - অস্ট্রিয়া - ১৯৭২-৮১
৫. পেরেজ দি কুয়েলার - পেরু - ১৯৮২-৯১
৬. ড. ব্রুটোস ঘালি - মিশর -১৯৯২-৯৬
৭. কফি আনান - ঘানা - ১৯৯৭ - ২০০৬
৮. বান কি মুন - দ.কোরিয়া - ২০০৭-২০১৬
৯. আন্তোনিও গুতেরেস - পর্তুগাল- ২০১৭-বর্তমান 
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত । এর প্রতিষ্ঠাকাল ১৮৭০ সাল ।
মুক্তিযুদ্ধ চলাকালীন ১০ এপ্রিল ১৯৭১ গঠিত করা হয় মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার । রাষ্ট্রপতি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে । তার অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন । প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহ্মদ, অর্থমন্ত্রী এম মন্সুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এ.এইচ.এম. কামারুজ্জামান, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ ।
SPARRSO- এর পূর্ণরূপ হলো Space Research and Remote Sensing Organization । সংস্থাটির সদর দপ্তর ঢাকার আগারগাঁও এ ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক ২৩ মে ১৯৭৩ 'জুলিও কুরি' শান্তি পদকে ভূষিত করা হয় । বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে ফ্যাসিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে, মানবতার কল্যাণে, শান্তির স্বপক্ষে অবদানের জন্য 'জুলিও কুরি শান্তি' পদকে ভূষিত করে আসছে ।
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১৮.১০ মিটার । ১০ ডিসেম্বর ২০২০ সেতুর সর্বশেষ তথা ৪১তম স্প্যান বসানো সম্পন্ন হয়েছে।
১৮৮২ সাল থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত টেস্ট সিরিজ বিজয়ী দলকে Ashes Trophy প্রদান করা হয় । সর্বশেষ ২০১৯ মৌসুমে ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজ ড্র হয় ।
সাধারণত বাংলাদেশ ব্যাংক বছরে দুবার তাদের মুদ্রানীতি ঘোষণা করে । তবে ২০১৯-২০ অর্থবছর থেকে একবার করে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে । বর্তমান ২০২০-২১ অর্থবছরে ব্যাংক রেট ৫% থেকে কমিয়ে ৪% করা হয়েছে ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
জর্জ হ্যারিসন ভারতের সঙ্গীত গুরু পণ্ডিত রবিশংকরের আমন্ত্রণে ১ আগস্ট ১৯৭১ নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে গান পরিবেশন করেন । তার ব্যান্ড দলের নাম 'দি বিটলস'
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0