- বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলা হয়। - যদি কোন জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাকে ব্যাস বলা হয়। ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা। - বৃত্তচাপ হলো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা তৈরি হয়। - বৃত্তের পরিধি হলো পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্য।
- ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ট। - সংখ্যা গুলো হলোঃ (২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭)। - ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা ৪টি।
- ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি। - ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার। - ১ মিটার = ১০০ সেন্টিমিটার। - ১ গজ = ০.৯১৪৪ মিটার - ১ মাইল = ১৬০৯ মিটার - ১ মাইল = ১.৬০৯ কিলোমিটার - ১ কিলোমিটার = ০.৬২১ মাইল - ১ কাঠা = ৭২০ বর্গফুট - ১ লিটার =১০০০ মিলিলিটার
- বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর । - এটি অবস্থিত রাজশাহী জেলায় । - বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১০ সালে।
- বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে ।
- মুক্তিযুদ্ধ জাদুঘর ১৯৯৬ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়। - এটি বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর। - এটি ঢাকার এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত। - বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। - এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে। - ২৯ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২০২৫ মেয়াদে চূড়ান্ত অনুমোদন দেয়। - তবে এটির কার্যকাল ধরা হয়েছে জুন, ২০২০- জুলাই, ২০২৫ পর্যন্ত।
- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র অবস্থিত। - ২০২৩ সালের ২ সেপ্টেম্বর এ কেন্দ্রটি উদ্বোধন করা হয়। - এটি অনলাইনে চা নিলাম পরিচালনা করে।
Palestine Liberation Organization (PLO) গঠনের উদ্দেশ্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা। এর সদর দপ্তর পশ্চিম তীরের রামাল্লায়। এটি ১৯৬৪ সালে গড়ে ওঠে।
- পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্হায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখন্ডে আসেন ১ জুলাই, ১৯৯৪ সালে।
- ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত অসলো চুক্তির মাধ্যমে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) পরস্পরকে স্বীকৃতি প্রদান করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্নিনটন চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন।
- একক দেশ হিসেবে গত বছরও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। - ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে ৭০০ কোটি ডলার কম মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে তৃতীয় স্থানে রয়েছে।
- আর বরাবরের মতোই শীর্ষ অবস্থানে রয়েছে চীন। - বর্তমানে তাদের বাজার হিস্যা ৩১.৬৪ শতাংশ।
- লিওনেল মেসি ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন। - তাঁর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।
- আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে মেসির পথচলা শুরু হয় ২০০৫ সালে। - ১৭ অগস্ট হাঙ্গেরির বিরুদ্ধে প্রীতি ম্যাচে সিনিয়র দলে সুযোগ পান মেসি। - বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই এক মিনিটের মধ্যে লাল-কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
- তবে এর আগে ২০০৫ সালের ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাইজেরিয়ার বিরুদ্ধে দুটি গোল করে আর্জেন্টিনাকে ট্রফি জিতিয়েছিলেন মেসি। - ১৮ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হয়েছিল তাঁর।
- মেসির ক্যারিয়ারে ৪৪টি শিরোপা রয়েছে, যা ফুটবল ইতিহাসে এক অসাধারণ কীর্তি।
- ১৬ তম BRICS সম্মেলন -২০২৪ সালের ২২-২৪ অক্টোম্বর রাশিয়া তে অনুষ্ঠিত হবে। - BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট ।
- এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS . - BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং - ২১ জুলাই, ২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয়। - ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে। - এটি BRICS এর ১৬তম সম্মেলন। - ১ জানুয়ারি ২০২৪ এ নতুন ৫টি (মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) এ সংস্থায় যোগদান করে। - উল্লেখ্য, ৬টি(আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) দেশকে যোগদানের আমন্ত্রন জানানো হলেও BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা। - BRICS এর বর্তমান সদস্য ১০ টি।
- বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ। - রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৪ সেপ্টেম্বর, ২০২৪ এ শনিবার সন্ধ্যায় তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। - আইন মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করে তাঁকে নিয়োগ করা হয়। - তিনি ২৬ সেপ্টেম্বর, ২০২৪ এ প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- বাংলাদেশের অর্থবছর শুরু হয় জুলাইতে এবং শেষ হয় পরের বছর জুনে। - ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল এবং স্বাধীনতার পরও এ অঞ্চলে অর্থবছর জুলাই মাস থেকে শুরু করার রীতি চলে আসছে। - দেশের শস্য উৎপাদন, রাজনৈতিক প্রক্রিয়া ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে এই সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণ করা হয়।
- জুলাই মাস বর্ষাকাল হওয়ায় কৃষকদের ফসল মাঠে থাকে, কিছু ফসল এরই মধ্যে ঘরে ওঠে। - কৃষিপ্রধান দেশ হিসেবে এই সময়টিকে বাজেট পরিকল্পনার জন্য উপযুক্ত বিবেচনা করে অর্থবছর চালু হয়।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।