বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অপারেটর) - ২৩.০৩.২০২৪ (80 টি প্রশ্ন )
আমরা জানি, ৯০° থেকে বড় এবং ১৮০° থেকে ছোট কোণকে স্থুলকোণ বলে।
সুতরাং, ১৫০° একটি স্থূল কোণ।
log28
= log223
= 3log22
= 3 × 1
= 3
দেওয়া আছে, 
G + H = 10.........(i)
G - H = 4............(ii)

(i) - (ii) ⇒ 
G + H - G + H = 10 - 4
বা, 2H = 6
বা, H = 6/2
 ∴ H = 3
(৭ + ক) × ৩ = ৩০
বা, ৭ + ক = ৩০/৩
বা, ৭ + ক = ১০
বা, ক = ১০ - ৭
∴ ক = ৩
x2 - 13x - 48
= x2 - 16x + 3x - 48
= x(x - 16) + 3(x - 16)
= (x - 16)(x + 3)
দেওয়া আছে, 
     x = - 3 এবং y = 2

এখানে, 
xy2 = (- 3) × 22
      = - 3 × 4
      = - 12
= x + y + y - z
= x + 2y - z
- সমুদ্রে পানির গভীরতা মাপার একক- ফ্যাদম
- ১ ফ্যাদম = ৬ ফুট বা ১.৮৩ মিটার।
- একজন পূর্ণবয়স্ক মানুষের দুই হাত প্রসারিত করলে এক হাতের মধ্যাঙ্গুলির প্রান্ত থেকে অন্য হাতের মধ্যাঙ্গুলির প্রান্ত পর্যন্ত এক ফ্যাদম ধরা হয়।
- সমুদ্রের গভীরতা নির্ণয় করার যন্ত্র হচ্ছে ফ্যাদোমিটার।

• ক্যালরিমিটার – তাপ পরিমাপক যন্ত্র।
• ক্রনোমিটার – সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র।
• রেইনগেজ – বৃষ্টি পরিমাপক যন্ত্র।
• অ্যানিমোমিটার – বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র।
• ফ্যাদোমিটার – সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র।
• সেক্সট্যান্ট – গ্রহ-নক্ষত্রের উন্নতি পরিমাপক যন্ত্র।
• হাইগ্রোমিটার – বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্র।
• হাইড্রোমিটার – তরলের আপেক্ষিক গুরুত্ব/ঘনত্ব মাপক যন্ত্র।
• অলটিমিটার – বিমানের উচ্চতা মাপক যন্ত্র।
• স্পিডোমিটার – দ্রুতি পরিমাপক যন্ত্র।
• টেনসিওমিটার – তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র।
• রিক্টার স্কেল – ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র।
• অ্যামিটার – বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র।
• ফনোগ্রাফ – শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র।
• স্টেথোস্কোপ – হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপণ যন্ত্র।
১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো= ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯

∴ ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় = (১ + ৩ + ৫ + ৭ + ৯ + ১১ + ১৩ + ১৫ + ১৭ + ১৯)/ ১০
= ১০০/১০
= ১০

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৯, ০, ৭, ৮ এর সমষ্টি = ৯ + ০ + ৭ + ৮ = ২৪
৯, ০, ৭, ৮ এর গড় = ২৪/৪ = ৬
৩টি করে বর্ণ নিয়ে বিন্যাস করা যায় = ৩!
= ৩.২.১ = ৬ উপায়ে
কোন ঘটনার সম্ভাবনা কখনোই ১ এর বেশি হতে পারে না।

অসম্ভব ঘটনার সম্ভাবনা = ০
নিশ্চিত ঘটনার সম্ভাবনা = ১

উদাহরণ:
১) একই সময়ে দিন ও রাত হওয়া (অসম্ভব ঘটনা)
২) একটি ছেলে একই সময়ে দুটি জায়গায় থাকা (অসম্ভব ঘটনা)
৩) শূন্য দিয়ে ভাগ করা (অসম্ভব ঘটনা)
৪) একটি বৃত্তের চারকোণা হওয়া (অসম্ভব ঘটনা)

সুতরাং, অসম্ভব ঘটনার সম্ভাবনা সবসময় ০ হবে।

যেহেতু অসম্ভব ঘটনা কখনোই ঘটতে পারে না
তাই এর সম্ভাবনা ০
অন্য কোন মান (১, ৫০ বা ১০০) হতে পারে না
কারণ সম্ভাবনার মান ০ থেকে ১ এর মধ্যে হয়
১ ডজন = ১২টি

১২ টি কলার দাম = ৪ টাকা
১টি কলার দাম = ৪/১২ টাকা
৭২টি কলার দাম = (৪ × ৭২)/১২ টাকা
                     = ২৪ টাকা
ক্রয়মূল্য = C টাকা ও বিক্রয়মূল্য = P টাকা
লাভ/মুনাফা = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
                = P - C
৩ : ৫ এর দ্বিগুণানুপাত- 
⇒ ৩ : ৫২ = ৯ : ২৫
মুনাফার হার, r = ১০% = ১০/১০০ = ০.১
আসল, P = ১০০০০ টাকা
সময়, n = ৪ বছর

মুনাফা, I = Pnr
            = ১০০০০ × ৪ × ০.১০
            = ৪০০০ টাকা
পচা কমলার সংখ্যা = ২০এর ২০%
                        = ২০ এর ২০/১০০
                        = ৪টি

ভালো কমলার সংখ্যা = (২০ - ৪)টি
                          = ১৬টি
৩ = ৩ × ১
৪ = ২ × ২
৫ = ৫ × ১

৩, ৪ ও ৫ এর গ.সা.গু. = ১
০.০০৯ = ৯/১০০০ 
০.০০০২ = ২/১০০০০ 
০.০০০৮ = ৮/১০০০০ 
০.০০৪ = ৪/১০০০ 

সুতরাং অপশনগুলোর মধ্যে ০.০০৯ সবচেয়ে বড়। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
এক অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯
এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১
- লিওনেল মেসি আর্জেন্টিনার ফুটবলার। 
- তিনি মোট সর্বোচ্চ ৮টি ব্যালন ডি’অর জিতেছেন।
- মেসি (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ ও ২০২৩) সহ সর্বাধিক ব্যালন ডি'অরের রেকর্ডের অধিকারী। 
- ১৯৫৬ সাল থেকে প্রতি বছর ব্যালন ডি’অর দেওয়া হচ্ছে। 
- World Population Review 2024 এর তথ্যমতে,
- বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ১০টি শহর। 

শহরের নাম ও দেশঃ 
১) ম্যানিলা, ফিলিপাইন
২) প্যাটেরোস, ফিলিপাইন
৩) মান্দালুয়ং, ফিলিপাইন
৪) বাগদাদ, ইরাক
৫) মুম্বাই, ভারত
৬) ঢাকা, বাংলাদেশ
৭) ক্যালুকান, ফিলিপাইন
৮) পোর্ট-অ-প্রিন্স, হাইতি
৯) Bnei Brak, ইসরায়েল
১০) লেভালোইস-পেরেট,ফ্রান্স।
বৈশ্বিক ভাষাচিত্র ২০২৫

- সংস্করণ: ২৮তম
- প্রকাশক: Ethnologue
- বিশ্বে মোট ভাষার সংখ্যা: ৭,১৫৯টি।

মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ৫ ভাষা:
১. মান্দারিন,
২. স্প্যানিশ,
৩. ইংরেজি,
৪. হিন্দি ও
৫. বাংলা।

ব্যবহৃত শীর্ষ ১০ ভাষা:
১. ইংরেজি
২. মান্দারিন
৩. হিন্দি
৪. স্প্যানিশ
৫. আরবি
৬. ফরাসি 
৭. বাংলা 
৮. পর্তুগিজ
৯. রুশ  
১০. ইন্দোনেশীয়।


- দেশের প্রথম সমুদ্রবক্ষের ওপর নির্মিতব্য এই রানওয়ের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা, যার পুরোটাই অর্থায়ন করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
- ২০২১ সালের ২৮ আগস্ট ‘কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সমুদ্রে সম্প্রসারণ প্রকল্পে’র উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সমুদ্রগর্ভে ৪৩ হেক্টর ভূমি পুনরুদ্ধার করে (ভরাটের মাধ্যমে) রানওয়ে বর্ধিত করা হচ্ছে।
- এতে এই রানওয়ের দৈর্ঘ্য দাঁড়ায় ১০ হাজার ৭০০ ফুট, যা হবে দেশের সর্ববৃহৎ রানওয়ে।

তথ্যসূত্র: প্রথম আলো। 
০৫ নভেম্বর, ২০২৪
১৯ কার্তিক, ১৪৩১
০২ জমাদিউল আউয়াল, ১৪৪৬ 
- বায়ুদূষণে ২০২৩ সালে দেশ হিসেবে শীর্ষে ছিল বাংলাদেশ। আর নগর হিসেবে বিশ্বের দ্বিতীয় শীর্ষ নগর ছিল ঢাকা
- নগর হিসেবে একেবারে শীর্ষ অবস্থান ছিল ভারতের রাজধানী দিল্লির।

- সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ‘বৈশ্বিক বায়ু মান প্রতিবেদন ২০২৩’–এ এসব তথ্য তুলে ধরা হয়েছে।
- প্রতিষ্ঠানটি বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক আইকিউএয়ারের সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

তথ্যসূত্র: প্রথম আলো। 

- বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এর মাধ্যমে সিঙ্গাপুর স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস এর ১২ বারের বিজয়ী চাঙ্গি বিমানবন্দরকে হারিয়ে বিশ্বসেরার মুকুট অর্জন করলো এই বিমানবন্দর।

- ব্রিটেনের এভিয়েশন শিল্প সমালোচক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স সম্প্রতি ২০২৪ সালের বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে।
- বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের ভোটে স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস-২০২৪ শীর্ষক সেরা বিমানবন্দরের তালিকা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।


- রাশিয়া হলো একটি আধা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা।
- প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে ৬ বছরের জন্য নির্বাচিত হন।
- ২০২০ সালে রাশিয়ার সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ ৪ থেকে ৬ বছর পর্যন্ত বাড়ানো হয়।
- তাছাড়া একই ব্যক্তির টানা ২ বছর প্রেসিডেন্ট থাকার মেয়াদের নীতি বদল করা হয়।

-  রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ।
- বর্তমান প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন।
- রাশিয়ার মুদ্রার নাম রুবল।
- রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে ১৯১৭ সালে।
- সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় ১৯২২ সালে।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪ এর তালিকায় বিশ্বের সুখীতম দেশ ফিনল্যান্ড এবং সর্বনিম্ন দেশ আফগানিস্তান।
- প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১২৯তম।
- এ তালিকায় টানা ৭ বছর শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0