বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. (এডমিন অ্যাসিস্ট্যান্ট) - ০৪.০৩.২০২৩ (80 টি প্রশ্ন )

 2, 4, 5, 7, 12, 4, 15 কে সাজিয়ে পাই,

2, 4, 4, 5, 7, 8, 12, 15

∴মধ্যক = 5+7/2 
=12/2
=6

আমরা জানি , সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে , ক্ষেত্রফল = ১/২ × ভূমি ×  উচ্চতা
⇒ ১৪৪ = ১/২ × ১২ × উচ্চতা
⇒ ১৪৪ = ১/২ × ১২ × উচ্চতা 
⇒ ১৪৪/৬ = উচ্চতা 
⇒ ২৪ = উচ্চতা
∴ উচ্চতা = ২৪ একক 
দেওয়া আছে, sin 45º = √ 2A
⇒1/√ 2 = √ 2A
⇒1/(√ 2 × √ 2) = A
⇒1/2 = A
∴ A = 1/2

আমরা জানি,

(a + b) = (a - b) 2 + 4ab

দেওয়া আছে, a + b = 3

ab = 2

∴ a 3 + b 3 = (a+b) 3 - 3ab(a+b)
                = 3 3 - 3. 2. 3
                =27-18 = 9

দেওয়া আছে, 
a+(1/a) = 2 
∴ a 2 +( 1/ a 2 )= {a  +( 1/ a  )} 2  - 2.a.1/a
= 2 2 - 2 
= 4 - 2 
 = 2 


 ক্রয়মূল্য = ২০ টাকা

বিক্রয়মূল্য = ৩০ টাকা
∴ লাভ = ৩০ - ২০ = ১০ টাকা 

তাহলে শতকরা লাভ = ১০/২০ × ১০০% = ৫০ %

 

 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৩ বছরের সুদ = (৪৭৬ - ৪২৫) টাকা = ৫১ টাকা 
আমরা জানি , I = Pnr/ ১০০ 
⇒ r = I × ১০০ / P × n 
= ৫১ ×  ১০০ / ৪২৫ ×  ৩ 
= ৪

ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম হল ফিল্ড > রেকর্ড > টেবিল > ডেটাবেজ।

- ফিল্ড হল ডেটা ফাইলের ক্ষুদ্রতম একক। এটি একটি নির্দিষ্ট ধরণের তথ্য সংরক্ষণ করে, যেমন একটি সংখ্যা, একটি তারিখ বা একটি পাঠ্য স্ট্রিং।

রেকর্ড হল ডেটা ফাইলের একটি একক সারির সমন্বয়ে গঠিত। এটি একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে তথ্য সংরক্ষণ করে।

টেবিল হল ডেটা ফাইলের একটি একক পৃষ্ঠা। এটি একই ধরনের তথ্যের রেকর্ডগুলির একটি সংকলন।

ডেটাবেজ হল ডেটা ফাইলগুলির একটি সংগ্রহ। এটি একটি নির্দিষ্ট বিষয়ে তথ্য সংরক্ষণ করে।



ডেটাবেজ এট্রিবিউট এবং ফিল্ড একই অর্থে ব্যবহৃত হয়। এটি একটি ডেটাবেজের একটি একক কলাম বা বৈশিষ্ট্য। এটি একটি নির্দিষ্ট ধরণের তথ্য সংরক্ষণ করে, যেমন একটি সংখ্যা, একটি তারিখ বা একটি পাঠ্য স্ট্রিং।

উদাহরণস্বরূপ, একটি শিক্ষার্থীর ডেটাবেজে, "নাম" একটি ফিল্ড বা এট্রিবিউট হতে পারে। এটি একটি শিক্ষার্থীর নাম সংরক্ষণ করে।


Compiler, Interpreter ও Assembler হলো অনুবাদক Program. কম্পাইলার High level ভাষার Source Code-কে Object Code-এ রূপান্তর করে। অন্যদিকে, Interpreter ও Assembler একই কাজ করে। তবে পার্থক্য হলো Compiler সমস্ত প্রোগ্রামটি একবারে অনুবাদ করে কিন্তু Interpreter ও Assembler, program এর একেকটি নির্দেশকে অনুবাদ করে পরবর্তী নির্দেশকে গ্রহণ করে।
 

The correct answer is (C) alt.

The alt attribute in HTML is used to provide alternative text for an image, in case the image cannot be displayed. This text is displayed to users who are using screen readers, or to users whose browsers have images disabled. It is also used by search engines to index images.

The other attributes are used for different purposes:

src - Specifies the source URL of the image.
title - Specifies a tooltip that is displayed when the user hovers over the image with the cursor.
align - Specifies the alignment of the image (left, right, centre, or justified).

ডোমেই নেম হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট আলফানিউমেরিক নাম। এটি এক বা একাধিক IP Address কে শনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় ঠিকানা ।
Hyper Text Markup Language ( HTML ) প্রকৃত অর্থে কোন প্রোগ্রামিং ভাষা নয় বরং একটি Mark up ভাষা যা Mark up Tag এর সমন্বয়। ওয়েব পেজকে বর্ণনা করার জন্য এসব Markup Tag গুলো ব্যবহার করা হয়ে থাকে।
দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে Binary Coded Decimal (BCD) কোড বলে। IBM এর পুরনো সুপার কম্পিউটারে, কম্পিউটার বায়োস ও ইলেকট্রিক ডিসপ্লে বোর্ডের তারিখ সংরক্ষণে এ কোড ব্যবহৃত হয়। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে দশমিক সংখ্যা ০ থেকে ৯ এ দশটি অংকের প্রতিটিকে নির্দেশের জন্য ৪টি বাইনারি অংক প্রয়োজন। ৪টি বিট দ্বারা ২n অর্থাৎ ১৬টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই ১৬টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার বিসিডি কোড সম্ভব।
নেটওয়ার্কে কম্পিউটারগুলো ক্যাবল দিয়ে যুক্ত করতে একটি বিশেষ ধরনের ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করতে হয়। এই ইলেকট্রনিক সার্কিটকে বলা হয় Network Interface Card (NIC)। এর অপর নাম Local Area Network (LAN) ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কম্পিউটার নেটওয়ার্কে একটি কম্পিউটারের সাে অপর কম্পিউটারের সংযোগ ব্যবস্থাকেই টপোলজি বলে। রিং টপোলজিতে কম্পিউটারগুলোকে এমনভাবে সংযোগ দেওয়া হয় যেন রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে। আর মেশ টপোলজিতে প্রতিটি কম্পিউটার সরাসরি যে কোন কম্পিউটারে ডেটা আদান-প্রদান করতে পারে।
হাউজ ওয়্যারিং এর ক্ষেত্রে ব্যবহৃত কালো রংয়ের তারটি নিরপেক্ষ। নিরপেক্ষ তারটি হল একটি তার যা একটি বৈদ্যুতিক সার্কিটের ভূমি বা নিরপেক্ষ বিন্দুতে সংযুক্ত থাকে। এটি একটি রিটার্ন তার হিসাবেও কাজ করে, যা বিদ্যুৎকে বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে প্রবাহিত করতে সাহায্য করে।

হাউজ ওয়্যারিং এর ক্ষেত্রে ব্যবহৃত তারের রঙের কোড হল:

কালো রং: নিরপেক্ষ
সাদা রং: লাইভ (পজিটিভ)
সবুজ রং: গ্রাউন্ড (নেগেটিভ)
- কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয় তৈলাক্ত পদার্থ (অসম্পৃক্ত এলকোহল)।
- মানব দেহের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে।
- এটি লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়।
- এটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে। রক্তে তিন ধরনের লিপোপ্রোটিন দেখা যায়।
যেমন:
- নিম্ন ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন (LDL),
- উচ্চ ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন (HDL) ও
- ট্রাইগ্লিসারাইড (Try glyceride)।

- একজন মানুষের দৈনিক গড়ে ১০০০ মিলিগ্রাম কোলেস্টেরল দরকার।
ঠাণ্ডা অবস্থায় ও উচ্চ চাপে পানিতে কার্বন ডাই- অক্সাইড গ্যাস দ্রবীভূত করে কোমল পানীয় তৈরি করা হয়। কোমল পানীয়তে কার্বন ডাই-অক্সাইড এবং পানি বিক্রিয়া করে কার্বনিক এসিড (H2CO3) উৎপন্ন করে। কোমল পানীয়সমূহে কার্বনিক এসিড দ্রবীভূত থাকে। খাদ্য হজম বা পরিপাক হবার জন্য মানুষ কোমল পানীয় পান করে থাকে।
• কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে তার ক্ষমতা বলে।
• এক মিটার ফোকাস দূরত্ববিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকে  ডায়াপ্টার (Dioptre) বলে।
• চক্ষু বিশেষজ্ঞরা চশমার কাচের যে ক্ষমতা লিখে থাকেন তা ডায়াপ্টার এককে লিখেন ।
একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যথা করলে তার উত্তল চশমা ব্যবহার করা উচিত। উত্তল চশমাগুলি দূরের বস্তুগুলিকে কাছের বস্তুগুলির মতো করে তোলে। এটি একজন ব্যক্তিকে বই পড়ার সময় চোখের পেশীগুলিকে কম কাজ করতে সাহায্য করে, যা মাথা ব্যথা কমাতে পারে।
একই ধরনের অনেকগুলো ছোট অণু পরপর যুক্ত হয়ে পলিমার তৈরি করে। যে ছোট ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাদেরকে বলে মনোমার। ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে পলিভিনাইল ক্লোরাইড (PTC) পাইপ তৈরি হয় ।
কেক ফোলানোর জন্য যে বেকিং পাউডার ব্যবহার করা হয় তার উপাদান হলো সোডিয়াম বাই কার্বনেট। কেকের ময়দার সাথে সোডিয়াম বাই কার্বনেট মিশিয়ে উত্তপ্ত করলে বেকিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এ ক্ষেত্রে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড কেককে ফুলিয়ে উড়ে যায়।
ইথানয়িক এসিডের ৬% থেকে ১০% জলীয় দ্রবণকে ভিনেগার (এসিটিক এসিড) বলা হয়। এসিটিক এসিড এর সংকেত (CH2,COOH) এটি একটি জৈব এসিড। তাই জৈব এসিডের ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা থাকায় একে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়।
অপুষ্টি, ভিটামিন বা খনিজ, বিশেষ করে ক্যালসিয়াম ও ভিটামিন-ডির অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয়। এছাড়া কম ওজন নিয়ে জন্ম নেওয়া ও কিছু জেনেটিক সমস্যার কারণে দেরিতে দাত উঠে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কৃষিতে pH এর গুরুত্ব অপরিসীম। উদ্ভিদ তার শরীরের পুষ্টির জন্য মাটি থেকে বিভিন্ন আয়ন, পানি শোষণ করে। এর জন্য মাটির pH এর মান 6.0 থেকে 8.0 মধ্যে হলে সবচেয়ে ভালো। মাটির pH এর মান 3.0 কম বা 10 এর বেশি বলে মাটির উপকারী অণুজীব মারা যায়। মাটির pH এর মান কমে গেলে পরিমাণমতো ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়। আবার মাটির pH এর মান বেড়ে গেলে পরিমাণমতো অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ফসফেট সার ব্যবহার করতে হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0