- অলিম্পিক গেমসের প্রতীকে বৃত্ত ৫টি - ৫ টি বৃত্ততে আলাদা আলাদা রং ব্যবহার করা হয়েছে। - সেগুলো হচ্ছেঃ সাদা পটভূমির উপর নীল,হলুদ,কালো,সবুজ ও লাল রঙের পাঁচটি পরস্পর আলিঙ্গনাবদ্ধ চাকতি। - ২০২০ সালের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অলিম্পিকের এই আসর। তবে কোভিড-১৯-এর বৈশ্বিক মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে এই আসরটি স্থগিত করা হয়েছিল। ২০২১ সালের জন্য পুনর্নির্ধারণ করা সত্ত্বেও এই আসরটি বিপণন এবং ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যে ‘টোকিও ২০২০’ নামেই অনুষ্ঠিত হয়েছে।
- ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর ফ্রান্সের রাজধানী প্যারিস। আর এর পরের আয়োজন ২০২৬ সালে বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।
আরো কিছু গুরুত্তপুর্ণ তথ্যঃ » অলিম্পিক গেমসের সূচনা হয়— খ্রিস্টপূর্ব চতুর্দশ শতাব্দীতে, গ্রিসে। » আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা হয়— ২৩ জুন ১৮৯৪ সালে (প্যারিস, ফ্রান্স)। » IOC-এর সদর দপ্তর—লুজান, সুইজারল্যান্ড। » অলিম্পিক জাদুঘর অবস্থিত— লুজান, সুইজারল্যান্ড। » আধুনিক অলিম্পিকের জন্ম— ১৮৯৬ সালে । » প্রথম আধুনিক অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় – ১৮৯৬ সালে। » প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল— এথেন্স, গ্রিস। » আধুনিক অলিম্পিকের প্রবর্তক— ব্যারন পিয়ারে দ্য কুবার্তা (ফ্রান্স)। » অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী— ব্যারন পিয়ারে দ্য কুবার্তা । » আধুনিক অলিম্পিকের অপর নাম—গ্রীষ্মকালীন অলিম্পিক । » অলিম্পিক পতাকা প্রথম উত্তোলন করা হয়— এন্টওয়ার্প অলিম্পিকে (১৯২০ সালে)। » অলিম্পিক পতাকায় রং রয়েছে— লাল, নীল, সবুজ, হলুদ ও কালো । » অলিম্পিকের বৃত্তগুলোর যে রং দ্বারা যে মহাদেশ বোঝায়— হলুদ—এশিয়া; » নীল—ইউরোপ; কালো—আফ্রিকা; সবুজ-ওশেনিয়া ও লাল-আমেরিকা। » অলিম্পিক ম্যারাথনের দৈর্ঘ্য— ২৬ মাইল ৩৮৫ গজ । » মেয়েরা প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে— প্যারিস অলিম্পিকে, ১৯০০ সালে।
৮-১২ মার্চ ২০১৩ ও ১২ নভেম্বর ২০১৮ টেষ্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার এবং দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন বাংলাদেশের সাবেক টেষ্ট অধিনায়ক মুশফিকুর রহিম । মে ২০১৫ বাংলাদেশে অনুষ্ঠিত টেষ্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আমিম ইকবাল ডাবল সেঞ্চুরি করেন । এছাড়া জানুয়ারি ২০১৭ নিউজিল্যান্ডের সাথে সাকিব আল হাসান ডাবল সেঞ্চুরি করেন ।
শুক্র সৌরজগতের উষ্ণ গ্রহ। শুক্রগ্রহে কার্বন-ডাই অক্সাইডের ঘন বায়ুমন্ডল থাকায় তা তাপ ধরে রাখে।এজন্য সূর্য থেকে দূরবর্তী হওয়া সত্ত্বেও শুক্র গ্রহের তাপমাত্রা অধিক। পক্ষান্তরে বুধ গ্রহের কোনো বায়ুমণ্ডল নেই।
ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফুর্ত অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে। প্রকৃতপক্ষে যে সব মৌলের পারমাণবিক সংখ্যা ৮২-এর চেয়ে বেশি তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয়। উপরিউক্ত মৌলগুলোর মধ্যে লৌহের পারমাণবিক সংখ্যা ২৬, অন্যগুলোর ৮২ বা তার বেশি, যার ফলে শুধু লৌহই তেজস্ক্রিয় পদার্থ নয়।
- বিটিকয়েন একধরণের ক্রিপ্টো-কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। ইন্টারনেটের মাধ্যমেই এই মুদ্রার লেনদেন হয়ে থাকে। - ২০০৮ সালের শেষের দিকে জাপানের একজন নাগরিক সাতোশি নাকামোতো নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই 'ক্রিপ্টোকারেন্সির' উদ্ভাবন করেন। যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনো জানা যায়নি। - বিটকয়েন ব্লকচেইন নামক একটি বিকেন্দ্রীভূত সিস্টেমে কাজ করে, যা সমস্ত লেনদেন রেকর্ড করে এবং মধ্যস্থতাকারী ছাড়াই নিরাপদে তহবিল স্থানান্তরের অনুমতি দেয়। - বিটকয়েন তৈরি করা হয় মাইনিং নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে, যা ব্লকচেইন নেটওয়ার্কে লেনদেন বৈধ করার জন্য জটিল গাণিতিক সমস্যার সমাধান করে।
- অ্যান্ড্রয়েড ইনকর্পোরেট প্রতিষ্ঠা হয়েছিল ২০০৩ সালের অক্টোবরে পালো আল্টো, ক্যালিফোর্নিয়ায়, প্রতিষ্ঠাতা অ্যান্ডি রুবিন। - গুগল অ্যান্ড্রয়েড ইনকর্পোরেটেড ১৭ আগস্ট ২০০৫ সালে কিনে নেয়। - ২০০৮ সালে ২৩ সেপ্টেম্বর প্রথম বাজারে আসে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। - এটি হচ্ছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। - এটি ওপেন সোর্স সফটওয়্যার এবং স্মার্টফোনের জগতের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার ।
বাইজেন্টাইন সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য । ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য 'রুম' নামে পরিচিত ছিল । রোমান সম্রাট প্রথম কন্সট্যান্টাইন (রাজত্বকালঃ ৩০৬-৩৩৭ খ্রি.) ছিলেন প্রথম বাইজেন্টাইন সম্রাট । তিনিই ৩৩০ খ্রিষ্টাব্দে রোম থেকে তার রাজধানী বাইজেন্টিয়ামে সরিয়ে আনেন এবং এ শহরকে কনষ্টান্টিনোপল নামে পুনগর্ঠিত করেন ।
প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকার জানাতেই দিবসটি উদযাপিত হয়। আমেরিকার সোশ্যালিস্ট পার্টি ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতীয় নারীদিবসের আয়োজন করে। এর প্রস্তাব দিয়েছিলেন শ্রমকর্মী থেরেসা মালকিয়েল। শহরের গার্মেন্টস শ্রমিকদের এক প্রতিবাদ স্বরূপ শুরু হয়েছিল এই দিনটির যাত্রা। ১৯১০-এ আমেরিকান সমাজতন্ত্রীদের থেকে অনুপ্রেরণা নিয়ে জার্মান প্রতিনিধিরা নারীদিবস পালন করেন। জাতিসংঘ ১৯৭৫ সালে নারীদিবস উদযাপন শুরু করে এবং ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকেই দিনটি উদযাপন হচ্ছে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
ইউনেস্কোর প্রধান কার্যালয় অবস্থিত প্যারিসে। - ১৬ নভেম্বর ১৯৪৫ UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সনদ স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬। - UNESCO এর প্রধানের পদবি মহাপরিচালক। - বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
-বাংলাদেশের জাতীয় সংসদের মোট সংসদের আসন সংখ্যা ৩৫০ টি, এর মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩০০ টি। - জাতীয় সংসদের ৩০০ নং আসন হল বান্দরবান । - ১ নং আসন হল পঞ্চগড়-১, এটি সর্ব উত্তরের জেলা।
• বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিনটি সংসদীয় আসনের মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে। জেলাগুলো হল- - রাঙামাটি - বান্দরবান - খাগড়াছড়ি
- বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর জেলা বেনাপোল ভারতীয় পেট্রাপোল স্থলবন্দরের সাথে সংযুক্ত। - এটি চালু হওয়ার ঘোষণা করা হয় ১২ জানুয়ারি ২০০২ ভারতের বাংলা প্রদেশের কৃষ্ণনগর স্থলবন্দরের সাথে সংলগ্ন বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর। - পেট্রাপোল হল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার অন্তর্গত ইন্দো-বাংলাদেশ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপয়েন্টের একটি। এটি দক্ষিণবঙ্গের একমাত্র স্থলবন্দর এবং এশিয়ার বৃহত্তম স্থল শুল্ক-স্টেশন।
স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। সর্বশেষ ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ২০২২ সালে ও বিভিন্ন আদমশুমারিতে বাংলাদেশর জনসংখ্যা: - প্রথম আদমশুমারি ১৯৭৪ সালে : ৭.৬৪ কোটি - দ্বিতীয় আদমশুমারি ১৯৮১ সালে : ৮.৭১ কোটি - তৃতীয় আদমশুমারি ১৯৯১ সালে : ১০.৬৩ কোটি - চতুর্থ আদমশুমারি ২০০১ সালে : ১২.৪৩ কোটি - পঞ্চম আদমশুমারি ২০১১ সালে : ১৪.৯৭ কোটি
- ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ সালে : ১৬,৫১,৫৮,৬১৬ জন।
- বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হল বঙ্গবন্ধু জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' বা এনএসইজেড । - এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা জুড়ে নির্মিত হচ্ছে। - এটির আয়তন প্রায় ৩০ হাজার একর। - এখানের প্রায় ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে এবং এই শিল্প নগর থেকে ২৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাস পরবর্তীতে মানচিত্র থেকে পতাকা সরিয়ে নতুন করে ডিজাইন করেন কামরুল হাসান । বর্তমান ডিজাইন করা পতাকাটি কামরুল হাসানের।
তার প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান । চিত্রকলায় লৌকিক ও আধুনিক রীতির মিশ্রণ ঘটিয়ে তিনি 'পটুয়া কামরুল হাসান' নামেও পরিচিতি লাভ করেন । তাঁর বিখ্যাত চিত্রকর্ম- তিন কন্যা, রায়বেঁশে নৃত্য, নাইওর ইত্যাদি।
১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন । পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে করে । ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ-কর্মকর্তা মিলে ১০নং সেক্টর গঠন করেন । এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না । এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনা পরিচালিত হত । l
- পুণ্ড্রবর্ধন (পুণ্ড্রনগর) বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে পুণ্ড্র নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। এটি পুণ্ড্র রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) রাজধানী ছিল। পুণ্ড্র নগরের বর্তমান নাম মহাস্থানগড়। এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন জনপদটি আবিষ্কার করেন।
আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় ১৮ জানুয়ারি ,১৯৬৮ সালে এবং ২২ ফেব্রুয়ারি ,১৯৬৯ সালে আগরতলা মামলা প্রত্যাহার করা হলে তাকে মুক্তি দেওয়া হয় .২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদেড় এক গণসংবর্ধনা দেওয়া হয় এবং তোফায়েল আহমেদ শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
ঐতিহাসিক ছয় দফায় বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না ।পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন ।পরবর্তীতে ২৩ মার্চ ,১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে 'ছয় দফা ' ঘোষণা করেন । জাতির জনক একে ' পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি 'বলে অভিহিত করেন । ছয় দফার দাবিসমুহ হল - ১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ ২. কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা ৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার প্রচলন ৪. বৈদেশিক বাণিজ্য ৫. রাজস্ব ,কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা ৬. আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠনে ক্ষমতা ।
যে সকল সংখ্যা কেবল মাত্র ১ এবং সেই সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য হয় অন্য কোন সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য হয় না, সেগুলিকেই মৌলিক সংখ্যা বলে। ঋণাত্বক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না। এখানে শুধু ৯৭ মৌলিক সংখ্যা।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।