বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম কর্মকর্তা)[IBA] - ২৪.০৯.২০২১ (77 টি প্রশ্ন )
১৮ বছরের বেশি বয়সী সকল অস্ট্রেলিয়ান নাগরিককে বাধ্যতামূলক ভোটার নিবন্ধন ও নির্বাচনে ভোটদান করতে হয় । ১৯১৫ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যন্ড রাজ্যে বাধ্যতামূলক ভোটদান আইন চালু হয় এবং পরবর্তীতে ১৯২৪ সালে সারা দেশব্যাপী এ আইনটি চালু হয় ।
১৮ জুন, ১১৫ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট ও ইংরেজ সেনাপতি লর্ড ওয়েলিংটন এবং পার্শিয়ান সেনাঅরধান গাবার্ড ডন বুনারের মধ্যে বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে এ যুদ্ধে নোপোলিয়ন মিত্রবাহিনীর নিকট পরাজিত হয়ে আত্নসমর্পণ করে । পরবর্তীতে মিত্রবাহিনী তাঁকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয় এবং সেখানে ১৮২১ সালে তিনি মারা যান ।
রোসাটম রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা । এটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় । এর স্পদপ্র দপ্তর রাশিয়ার মস্কোতে অবস্থিত ।
Subscriber Identity Module (SIM) একটি Integrated Circuit যা মোবাইল ফোনের জন্য প্রয়োজনীয় Service Subscriber Key এর সাথে সংযুক্ত থাকে । এটি ১৯৯১ সালে জার্মান কোম্পানি Giesecke and Devrient তৈরি করে ।
প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুলকে syntax error বলে ।

এক ওয়াট ক্ষমতাসম্পন্ন কোনাে তড়িৎ যন্ত্রে মধ্যে দিয়ে এক ঘণ্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেটি হচ্ছে এক ওয়াট-ঘণ্টা।
১ ওয়াট-ঘণ্টা = ১ ওয়াট x ১ ঘণ্টা

এক কিলােওয়াট ঘণ্টা কতটুকু শক্তি সেটাও বের করা যায়।
১ কিলােওয়াট-ঘণ্টা = ১০০০ ওয়াট x ৩৬০০ সেকেন্ড
= ৩,৬০,০০০০ ওয়াট-সেকেন্ড
= ৩,৬০,০০০০ জুল
অর্থাৎ শক্তির এককে এটি ৩.৬ মেগা জুল।

 


শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ । এর ব্যাস ১২০০০ কি.মি. । এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক । ৯ম-১০ম শ্রেণির ভূগোল ও পরিবেশ বইয়ের তথ্যানুযায়ী শনি গ্রহের উপগ্রহ সংখ্যা ৬২ টি । তবে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কানেজি ইন্সটিটিউট ফর সায়েন্সের বিজ্ঞানী স্কট শেফার্ড নতুন করে শনি গ্রহের ২০টি উপগ্রহ আবিস্কার করেন । ফলে বর্তমানে শনি গ্রহের মোট উপগ্রহ ৮২টি ।

সংবিধানের ৪১ এ-
(১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে
  - (ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে;
  - (খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রহিয়াছে।

 


ইসলাম খান বাংলায় নিযুক্ত প্রথম মুঘল সুবেদার। ইসলাম খান ১৬১০ সালে সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানীর মর্যাদা প্রদান করেন। ঢাকার ধোলাই খাল খনন ও নৌকা বাইচের প্রচলন করেন ইসলাম খান। ধোলাই খাল পুরানো ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি বাণিজ্যিক-আবাসিক এলাকা।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের অনুমতিক্রমে সম্রাট আকবরের শাসনামলে ২১৮ জন ইংরেজ বণিক ভারতে আসেন ১৬০০ সালে প্রতিষ্ঠা করেন 'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী'। ১৬০৮ সালে ক্যাপ্টেন হকিন্স বাণিজ্য কুঠি স্থাপনের উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। সম্রাটের অনুমতিক্রমে সর্বপ্রথম ১৬১২ সালে কোম্পানি কুঠি স্থাপন করে ‘সুরাটে'। সম্রাট শাহজাহানের সময় বাংলার হরিহরপুরে প্রথম কুঠি স্থাপিত হয় ১৬৩৩ সালে। ঢাকায় প্রথম স্থাপিত হয় ১৬৬৮ সালে। বাংলায় ইংরেজদের সবচেয়ে সুরক্ষিত কুঠি ছিল ফোর্ট উইলিয়াম।
সুন্দরবনে কয়েকটি পদ্ধতিতে এ পর্যন্ত বাঘ গণনা করা হয়েছে । তবে সর্বশেষ পদ্ধতিটি ছিল ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতি । ২৬ জুলাই ২০১৫ প্রকাশিত বাঘ গণনার ঐ জরিপের ফলাফলে বলা হয় সুন্দরবনের বাংলাদেশ অংশে ১০৬টি বাঘ রয়েছে । এর পূর্বে ২০০৪ - ০৫ সালে পাগ- মার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে সুন্দরবনের বাঘ জরিপে বলা হয় সুন্দরবনের বাংলাদেশ অংশে ৪৩০টি বাঘ আছে।
রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান হলো সরকার। সরকার রাষ্ট্রের চালিকা শক্তি। সরকারের তিনটি বিভাগ রয়েছে। যথা- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।

১৯৪৭ সালে দেশ ভাগের পর বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে যেসকল জেলা বিদ্যমান ছিল সেগুলো বৃহত্তর জেলা হিসেবে পরিচিত। 
- দেশ ভাগের পূর্বে পূর্ববঙ্গে ১৫ টি জেলা ছিল। ১৯৪৭ সালে দেশভাগের সময় নদীয়া জেলা থেকে বৃহত্তর কুষ্টিয়াকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। ফলে জেলার সংখ্যা হয় ১৬ টি। পরবর্তীতে গণভোটের মাধ্যমে বৃহত্তর সিলেট পাকিস্তানে যোগদান করলে জেলা হয় ১৭ টি।
- স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সময়ে জেলা ছিল ১৯ টি; পাকিস্তান শাসনামলে ১৯৬৯ সালে টাঙ্গাইল ও পটুয়াখালী জেলার সৃষ্টি হয়।


সংসদ ভবনের স্থপতি লুই আইকান যুক্তরাষ্ট্রের নাগরিক । ১৯০১ সালে এস্তোনিয়ার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী লুই আই কান তার পিতামাতার সাথে আমেরিকায় অভিবাসিত হন । তার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হলয় বাংলাদেশের জাতীয় সংসদ ভবন । জাতীয় সংসদ ভবনের নকশায় তিনি সূর্যের আলো এবং বৃষ্টির প্রতিরোধকে বিবেচনা করেন অত্যন্ত গুরুত্বের সাথে ।

-মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী।
-প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল।
- প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল।



কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৩২ সালে এটি কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা। পরবর্তীতে এটি কলকাতা থেকে প্রকাশিত হয়। 


'দুর্জয়' ভাস্কর্যটির হল শিল্পী মৃণাল হকের, এট রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত।
তার আরো কয়েকটি উল্লেখযোগ্য ভাস্কর্য:
মতিঝিলের - ‘বলাকা’
এয়ারপোর্ট গোল চত্বরের - ভাস্কর্য,
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে - ‘রত্নদ্বীপ’,
হোটেল শেরাটনের সামনে - ‘রাজসিক’,
পরীবাগ মোড়ে - ‘জননী ও গর্বিত বর্ণমালা’,
সাতরাস্তায় - ‘ময়ূর’,
নৌ সদর দপ্তরের সামনে - ‘অতলান্তিকে বসতি’ ইত্যাদি।


১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন । পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে করে । ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ-কর্মকর্তা মিলে ১০নং সেক্টর গঠন করেন । এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না । এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনা পরিচালিত হত ।
-পাকিস্তান শাসনামলে পূর্বে বাংলায় ১১ মার্চ, ১৯৫৪ সালে প্রথম প্রাদেশিক নির্বাচম অনুষ্ঠিত হয় ।
-এ নির্বাচনে মুসলিম লীগের পরাজয় নিশ্চিত করতে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক দল, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল একত্রিত হয়ে ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠন করেন এবং ১৯৫৪ সালের এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে ।
-এতে যুক্তফ্রন্ট ২৩৬টি আসন লাভ করে এ. কে. ফজলুল হক এর নেতৃত্বে 'যুক্তফ্রন্ট' মন্ত্রীসভা গঠন করে ।
-এ মন্ত্রীসভায় শেখ মুজিবুর রহমানকে (৩৪) কৃষি, ঋণ, সমবায় ও প্ললী উন্নয়ন মন্তণালয়ের দায়িত্ব দেওয়া হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

১, ৭, ১৩, ১৯ - এখানে প্রত্যেকটি সংখ্যা তার পূর্বের সংখ্যা থেকে ৬ বেশি।
সুতরাং, পরবর্তী সংখ্যা হবে = ১৯ + ৬ = ২৫


পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
∴ অন্তর = (১০০০০ - ৯৯৯৯) = ১


এখানে, ABCD রম্বসের একটি বাহু AD = 13 cm এবং

এর একটি কর্ণ, BD = 24 cm

যেহেতু, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই আমরা পাই

CO = 1/2 (AC) = 1/2 × 24 = 12 cm

এখানে, ∠COD = 90°
∴ CD2 = CO2 + OD2
⇒ OD = √(CD2 - CO2)
⇒ OD = √(132 - 122)
⇒ OD = √(25)
∴ OD = 5 cm
অপর কর্ণটি BD = 2 × OD = 2 × 5 = 10 cm


১ থেকে ১১ পর্যন্ত সংখ্যা গুলোর গড় = (১ + ১১) / ২ = ৬
অথবা,
গড় = সংখ্যাগুলোর যোগফল/মোট সংখ্যা = ৬৬/১১ = ৬


এখানে, 8, 10, 12 এর ল.সা.গু
= 2 × 2 × 2 × 5 × 3 = 120

এতে করে সৈন্যদের 8, 10, 12 সারিতে সাজানো যাবে।
এখন, তাদেরকে বর্গাকারে সাজাতে হলে ল.সা.গু কে 2 × 5 × 3 দ্বারা গুণ করতে হবে।
সুতরাং সৈন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে যদি সৈন্য সংখ্যা = (2 × 2) × (2 × 2) × (5 × 5) × (3 × 3) = 3600 জন হয়।
এবং এখানের অপশনগুলোর মধ্যে একমাত্র ৩৬০০ কে ১২০ এর গুণিতক এবং পূর্ণবর্গ সংখ্যা আকারে করা যাবে।


কর্মী ৬০% কমে হয় ২০ - (২০×৬০%) = ৮ জন
ধরি,
২০ জন কাজটি করতে পারে x দিনে
১ জন কাজটি করতে পারে ২০x দিনে
৮ জন করতে পারবে ২০x/৮ = ২.৫x দিনে

সময় বেশি লাগবে ২.৫x/x = ২.৫ গুণ



বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি,
= ∠ACD + ∠BAE + ∠CBF
= 180° - γ + 180° - α + 180° - β
= 540° - (α + β + γ)
= 540° - 180°
= 360°


যোগফল = ১/২ + ৩/৪ + ৫/৬ + ৫/১২
= (৬+৯+১০+৫)/১২
= ৩০/১২
= ৫/২

∴ নির্ণেয় গড় = (৫/২)/৪ = ৫/৮


3x+ x - 10
= 3x+ 6x - 5x - 10
= 3x(x+2) - 5(x+2)
= (x+2)(3x - 5)


x3 + x2y = x2(x + y)
x2y + xy2 = xy(x + y)

∴ রাশিদ্বয়ের লসাগু = x2y(x + y)


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

যেহেতু, ১২ বছর আগে জন ও পিয়ার বয়সের অনুপাত ছিল ৪ : ৫।
তাহলে, ১২ বছর আগে জনের বয়স = ৪x বছর
১২ বছর আগে পিয়ার বয়স = ৫x বছর
প্রশ্নমতে,
৪x+১২+১২ : ৫x+১২+১২ = ৮ : ৯
∴ x = ৬
সুতরাং জন ও পিয়ার বর্তমান বয়সের অনুপাত
= ৪×৬ + ১২ : ৫×৬ + ১২
= ৩৬ : ৪২
= ৬ : ৭


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0