বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম সহকারী / সহকারী প্রকৌশলী) - ১৭.১১.২০২৩ (80 টি প্রশ্ন )
- সাধারণত পাশাপাশি দুটি verb ব্যবহৃত হলে দ্বিতীয়টির সাথে ing যুক্ত হয়।
- সে নিয়মানুযায়ী সঠিক উত্তর play।
- কেননা, give up একট phrasal verb এবং এরপর ' play' verb - এর সাথে ing যুক্ত হয়েছে।
- 'কোনো কারণে বা কোনো বিষয়ে রাগান্বিত' অর্থে angry এর পরে preposition হিসেবে about বসে।
- What are you so angry about?- তুমি কোন কারণে এত রাগান্বিত?

- Angry with- কোনো ব্যক্তির উপর রাগান্বিত;
- angry at- কারও আচরণ/কর্মের উপর রাগান্বিত।
- শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for being.
- Complete sentence: There is no reason for being absent.

- 'কারণ' অর্থে- reason এর পরে preposition হিসেবে for বসে এবং preposition এর পরে মূল verb এর সাথে ing বসে।
- অতীতের দুটি কাজ যদি as/when/while দ্বারা যুক্ত হয়, তাহলে তাদের একটি অংশে past continuous হলে অন্য অংশে past indefinite tense বসে।
- As the sun was shining, I decided to go out- যেহেতু সূর্য উঠেছিল, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
- শূন্যস্থানে provide (সরবরাহ করা) বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে।
- The proper function of the press is surely to provide the man in the street with facts- সংবাদপত্রের প্রধান কাজ হলো মানুষকে সত্য ঘটনা সরবরাহ করা।

Equip- সজ্জিত করা;
deliver- কোনো পণ্য পৌঁছে দেওয়া; 
proffer- উপস্থাপন করা।
- 'খুলে ফেল' অর্থ প্রকাশ করতে phrasal verb হিসেবে put off বসে।
- Put off your shoes before entering the mosque- মসজিদে প্রবেশ করার পূর্বে তোমার জুতা খুলে রাখ।

Put out- নিভিয়ে ফেলা;
put away- ত্যাগ করা;
put on- পরিধান করা/ভান করা।



- Today সাধারণত বর্তমান সময় বোঝায়, এবং এর সাথে প্রায়শই Present Continuous tense ব্যবহৃত হয় (verb + ing)।
- যেমন: "You are coming late today."

- তবে, যদি কাজটি সম্পন্ন হয় কিন্তু তার প্রভাব এখনও বর্তমান থাকে, তখন Present Perfect Tense ব্যবহার করা হয়।

- প্রশ্ন প্রদত্ত বাক্যটি দ্বারা কেউ এসেছে এবং বিষয় টি এখনো বিদ্যমান আছে এমন ভাব প্রকাশ পাচ্ছে বিধায় Present Perfect Tense হবে।

Present Perfect Tense এর নিয়ম:
Subject + have/has + verb-এর past participle form + Extension. 
সঠিক উত্তর: "You have come late today." 
- কোনো বাক্যে Last night, last week, previous day, ago, before, long ago, yesterday ইত্যাদি অতীত নির্দেশক শব্দ থাকলে বাক্যটি past indefinite tense-এ হয়।
- অর্থাৎ subject এর পরে verb এর past form বসে।
- সঠিক বাক্যটি হবে:  It rained last night.
Phone এর আগে preposition হিসেবে by, over নাকি on বসবে এটা নিয়ে অনেকের মাঝেই বিভ্রান্তিটা বা বিতর্ক রয়েছে।

Phone বা telephone-এর সঙ্গে prepositions on, over কিংবা by বসতে পারে।

- ফোনে কারো সঙ্গে কথা বলা বুঝাতে এর আগে on বসে। যেমনঃ-
- Mahabub is on the phone right now.


- ফোনের মাধ্যমে কাউকে কোনোকিছু জানালে বা তথ্য প্রদান করলে এর আগে over বসে। যেমনঃ-
- He invited me over the phone. 


- ফোনে কোনো কাজ করা বুঝালে এর আগে by/over উভয়ই বসতে পারে। তবে মনে রাখতে হবে, by ব্যবহার করলে phone বা telephone-এর article the আগে বসবে না। যেমনঃ-
- Much of his work is done by phone.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- 'কাউকে কোনো কিছু দিয়ে সাহায্য করা' অর্থে assist এর পরে preposition হিসেবে in বসে।

- সঠিক বাক্যটি হবে: He assisted me in answering the question.
- 'কোনো কিছুতে লজ্জিত হওয়া' অর্থে ashamed এর পরে preposition হিসেবে of বসে।
- সঠিক বাক্যটি হবে: One should be ashamed of telling a lie. 
- Neither .... nor, either .... or, not only .... but also দ্বারা একাধিক subject যুক্ত হলে nor, or, but also এর পরের subject অনুযায়ী verb বসে।
- অর্থাৎ subject-টি singular হলে singular verb এবং subject-টি plural হলে verb-টি plural হয়।

- সঠিক বাক্যটি হবে: Neither Rini nor Simi is qualified for the job.
The people who carry a coffin at funeral are called pallbearers অর্থাৎ যে ব্যক্তিগণ  অন্ত্যেষটিক্রিয়ার কফিন বহন করে তাকে pallbearers বলে।

Undertakers- মৃতদেহ সৎকারের ব্যবস্থাকারী ব্যক্তি,
supporters =সমর্থনকারী ,
mourners=বিলাপকারী।
Leisure (noun) এর অর্থ অবকাশ, অবসর।
Take into account (বিবেচনা করা) idiom-টির অর্থ- consider.
- যখন কোনো বাক্যে ধারাবাহিক কোনো তথ্য দেওয়া হয়, তখন প্রত্যেক তথ্য গঠনের জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়।
- অর্থাৎ প্রথম অংশে riding a bicycle থাকায় পরবর্তী অংশে driving a car বসবে।
- In many ways, riding a bicycle is similar to driving a car- সাইকেল চালানো অনেক ক্ষেত্রেই গাড়ি চালানোর অনুরূপ।
Masculine (পুংলিঙ্গ) - Feminine (স্ত্রীলিঙ্গ)
Stallion (ঘোড়া) - Mare (ঘোটকী)
Boar (শূকর) - Sow (শূকরী)
Dog (কুকুর) - Bitch (কুকুরী)
Merman (মৎস্যনর) - Mermaid (মৎস্যনারী)

'Man is political animal' quotation টি Aristotle -এর 'Politics' নামক গ্রন্থ থেকে নেয়া হয়েছে । 

Aristotle (আরিস্তোতল) ছিলেন প্রাচীন গ্রিসের একজন মহান দার্শনিক ও বিজ্ঞানী। তিনি Plato-র শিষ্য এবং Alexander the Great-এর শিক্ষক ছিলেন। তিনি বিভিন্ন বিষয়ে, যেমন রাজনীতি, নীতিশাস্ত্র, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কবিতা, নাটক, লজিক ইত্যাদিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।


Aristotle কেন ‘Man is a political animal’ বলেছিলেন?
Aristotle বিশ্বাস করতেন যে মানুষ স্বভাবতই সামাজিক প্রাণী। তিনি মনে করতেন, মানুষ একাকী বসবাস করতে পারে না এবং সুখী ও সফল জীবনযাপনের জন্য তাদের সমাজের অংশ হতে হবে। তিনি রাষ্ট্রকে সর্বোচ্চ উত্তম জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মনে করতেন। তার মতে, রাষ্ট্র মানুষের স্বাভাবিক চাহিদা পূরণ করে এবং তাদের নৈতিক ও বুদ্ধিগত বিকাশ ঘটায়।
Initiative (উদ্যোগ/প্রথম পদক্ষেপ) এর antonym হিসেবে- apathy (অনীহা/ অনাগ্রহ) এবং Indolence (অলসতা) উভয়ই ব্যবহৃত হয়।

Enthusiasm- উদ্দীপনা, উৎসাহ, বা অন্তরিক আগ্রহ।
Enterprise- উদ্যোগ;
activity- সক্রিয়তা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- The study of the formation of sentences and the relationship of their component part (clauses and phrases) is called syntax.
- অর্থাৎ Syntax আলোচনা করে বাক্যের গঠন নিয়ে।

Morphology- শব্দতত্ত্ব;
Semantics- অর্থতত্ত্ব;
Etymology- শব্দের উৎপত্তি ও ইতিহাস সংক্রান্ত বিজ্ঞান।

সমবাহু ত্রিভুজের পরিসীমা = 9 সে.মি. 
ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য = 9/3 সে.মি.
                                 = 3 সে.মি. 

ত্রিভুজটির ক্ষেত্রফল, 
= (√3/4) × (3)2 বর্গ সেমি
=(√3/4) × 9 বর্গ সে.মি. 
= 9√3/4 বর্গ সে.মি.

আবার, 
9√3/4 = (1/2) × 3 × উচ্চতা
বা, (3/2) × উচ্চতা =9√3/4
বা, উচ্চতা = (9√3)/4  × (2/3)
              = 3√3/2 সে.মি.


AB = 2 × AD
     = 2 × 3
     = 6 cm
১ টি লেবুর ক্রয়মূল্য = ১/৬ টাকা।
১ টি লেবুর বিক্রয় মূল্য = ১/৫ টাকা।

∴ লাভ = (১/৫) - (১/৬)
         = (৬ - ৫)/৩০
         = ১/৩০

এখন,
১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা।
১ টাকায় লাভ হয় (১/৩০)(৬/১) টাকা।
১০০ টাকায় লাভ হয় (৬ × ১০০)/৩০ টাকা।
                       = ২০ টাকা।
৩৫ ও ৬৩ এর গ.সা.গুই হবে দ্বিতীয় সংখ্যা

৩৫ = ৫ × ৭
৬৩ = ৭ × ৯
৩৫ ও ৬৩ এর গ.সা.গু = ৭

২য় সংখ্যাটি = ৭
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি।
ত্রিভুজটি সমকোণী এবং দ্বিতীয় কোণের মানের 60 ডিগ্রি হওয়ায়
অপর কোণের মান (180 - 90 - 60) = 30 ডিগ্রি
মনে করি ,বৃত্তের ব্যাসার্ধ =r
এবং          ''    ব্যাস    =2r

অতএব, বৃত্তের ক্ষেত্রফল = πr²

বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে নতুন ব্যাস
=৩×২r
=৬r

নতুন বৃত্তের ব্যাসার্ধ =৬r/২=৩r

নতুন বৃত্তের ক্ষেত্রফল
= π(৩r)²
= ৯πr²
= ৯× প্রথম বৃত্তের ক্ষেত্রফল
                              

বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি পাবে।
মনে করি,
দুধ ও পানির পরিমাণ যথাক্রমে ৫ক এবং ক

শর্তমতে,
৫ক - ক = ৮
বা, ৪ক = ৮
বা, ক = ২

পানির পরিমাণ = ২ × ১ = ২ লিটার
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০ বার
১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০/৬০ বার
১.৫ সেকেন্ডে চাকাটি ঘুরে (৯০ × ১.৫)/৬০ বার = ৯/৪ বার

গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে =৩৬০ ডিগ্রি
গাড়ির চাকা ৯/৪ বার ঘুরে অতিক্রম করে = (৩৬০× ৯)/৪ ডিগ্রি = ৮১০ ডিগ্রি
log2
= log223
=3log22
= 3 × 1
= 3

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেওয়া আছে,
ab/x = √b
∴ x = a√b

এখন,
x/√a
= a√b / √a
= √a√b
= √(ab)
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0