বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ইন্সপেক্টর/সিনিয়র অফিসার) - ২৪.০২.২০২৪ (80 টি প্রশ্ন )
- ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন।
- এরপর রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী।
- ২০২৩ সালে 'পদ্মশ্রী' ভূষিত হন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
- এর আগে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সনজীদা খাতুন, লেফটেন্যান্ট কর্ণেল অব. সাজ্জাদ আলী জহির, প্রত্নতত্ত্ববিদ এনামুল হক ও সমাজকর্মী ঝর্নাধারা চৌধুরী এ পদকে ভূষিত হয়েছেন। 
- ৫০ বছর পর ২২ ফেব্রুয়ারি, ২০২৪ সালে চাঁদে মহাকাশযান প্রেরণ করে যুক্তরাষ্ট্র।
- চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী রোবটটির নাম ওডিসিয়াস।
- এটি ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে চাঁদে পাঠানো যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশযান।
- টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান 'ইটুইটিভ মেশিন' এই মহাকাশযানটি তৈরি করে।
উল্লেখ্য, সর্বশেষ নাসা ১৯৭২ সালে সফলভাবে চাঁদে অ্যাপোলো-১৭ মিশন পরিচালনা করে।

- সৌরবর্ণালীর সাতটি বর্ণের মধ্যে লাল, সবুজ ও আসমানী এই তিনটি বর্ণ পরিমাণমতো মিশিয়ে অপর যে কোন বর্ণ তৈরি করা যায়।
- এগুলো প্রত্যেকটি মৌলিক বর্ণ।
- আর যে সকল বর্ণ অন্য বর্ণের সমন্বয়ে তৈরি করা যায়, তাদেরকে যৌগিক বর্ণ বলে।
- লাল ও আকাশী মিলে বেগুনি বর্ণ তৈরি হয়।
- বেগুনি হলো যৌগিক বর্ণ।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন।
- তিনি যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট।
- ১৯৬৫ সালে তিনি যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বন্ধ করেন।
- একই বছরে ওয়াশিংটনের এক নাট্যশালায় নাটক দেখার সময় আততায়ীর গুলিতে নিহত হন।
- পারকি সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর মোহনার পূর্ব-দক্ষিণ তীরে অবস্থিত।
- এটির আয়তন প্রায় ১৫ কিলোমিটার।
- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর হয়েছে রবি আজিয়াটা লিমিটেড।
- সাড়ে তিন বছরের জন্য রবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি করেছে।
- চুক্তির মেয়াদ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে জুলাই, ২০২৭ পর্যন্ত।

- যে যান্ত্রিক চুল্লির মাধ্যমে পারমাণবিক বিক্রিয়ায় নিউট্রনকে নিয়ন্ত্রণের মাধ্যমে প্রচুর পরিমাণে পারমাণবিক শক্তি উৎপন্ন করা যায় তাকে পারমাণবিক চুল্লি বলে।
- পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম-২৩৫ ব্যবহৃত হয়।
- বর্তমানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পারমাণবিক চলি রয়েছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বায়ু বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ চীন।
- ২য় ও ৩য় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও জার্মানি।
- দেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক আনোয়ারা বেগম।
- তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বেসরকারী) উপাচার্যের দায়িত্ব পালন করেন।
- অন্যদিকে, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য ড. ফারজানা ইসলাম।
- তিনি ২০১৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পান।
- অর্থনীতিতে দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের বার্ষিক প্রবাহের মোট আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে।
- বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে বৃহৎ তিনটি খাতে (কৃষি, শিল্প ও সেবা) ভাগ করা হয়েছে।
- এ ৩টি বৃহৎ খাত সার্বিকভাবে ১৯টি খাতে বিভক্ত।
- সুন্দরবন (বাদাবন) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ।
- বাংলাদেশ ও ভারতে বিস্তৃত সুন্দরবনের মোট আয়তন ১০০০০ বর্গ কি. মি.।
- সুন্দরবনের মোট আয়তনের ৬২% বাংলাদেশে অবস্থিত।
- এটি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলায় অবস্থিত।
- সুন্দরী, গেওয়া, কেওড়া, গরান, আমুর, বাইন, গোলপাতা, পাইন ও পশুর প্রভৃতি বৃক্ষের জন্য সুন্দরবন বিখ্যাত।
- ICAO এর পূর্ণরূপ হচ্ছে International Civil Aviation Organization অর্থাৎ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।
- এটির সদরদপ্তর কানাডার মন্ট্রিয়াল শহরে অবস্থিত ।
- ১৯৪৭ সালের ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শিকাগো কনভেনশন কার্যকরের মাধ্যমে ICAO গঠিত হয় ।
- ১৩ মে ১৯৪৭ এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ICAO এর বর্তমান মহাসচিব হুয়ান কার্লোস সালাজার ।তিনি ১ আগস্ট, ২০২১ তারিখে দায়িত্ব গ্রহণ করেন।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি ।
- কাউন্সিল সদস্য ৩৬ টি
- ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় ৫ নভেম্বর।
- নতুন ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
- ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে তিনি এ জয় ছিনিয়ে নেন।
- ১৩২ বছরের একটি রেকর্ড ভেঙে আবারও হোয়াইট হাউসের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
- ক্লিভল্যান্ড যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট, যিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। প্রথমে গ্রোভার ক্লিভল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ১৮৮৫ থেকে ১৮৮৯ সাল পর্যন্ত। কিন্তু দ্বিতীয় মেয়াদে পুনঃনির্বাচনে দাঁড়িয়েও তিনি ১৮৮৮ সালে পরাজিত হন। এরপর তিনি ১৮৯২ সালে আবারও নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন। গ্রোভার ক্লিভল্যান্ড যুক্তরাষ্ট্রের ২২তম ও ২৪তম প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।

- গ্রোভার ক্লিভল্যান্ডের এই নজির অনুসরণ করে এবার ডোনাল্ড ট্রাম্পও দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন, যা তাকে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করবে।
- স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১২ বার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এছাড়া তিনটি গণভোট ও তিনটি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- সর্বশেষ ৭ জানুয়ারি, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে।
- বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন ২২৪ জন।
- জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন ১১ জন।
- অন্যান্য দল থেকে নির্বাচিত হয়েছেন ৩ জন।
- এ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১৯৭০ জন।
- ২১ ফেব্রুয়ারি, ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নতুন বাংলা ফন্ট 'পূর্ণ' এবং ৩টি সফটওয়‍্যার উচ্চারণ, কথা ও বর্ণ উন্মোচন করে।
- পূর্ণ ফন্টটি মূলত ইউনিকোডভিত্তিক ফন্ট।
- স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বিরামচিহ্ন, ইংরেজি বর্ণ, গাণিতিক চিহ্নসহ প্রয়োজনীয় সব সুবিধা ফন্টটিতে রয়েছে।
- বর্ণ হলো বাংলা ওসিআর সফটওয়্যার।
- 'কথা' সফটওয়‍্যারটি মুখের কথাকে লেখায় রূপাপন্তর করতে পারে।
- আর 'উচ্চারণ' নামের ট্রেক্সট টু স্পিচ সফটওয়্যারটি ওয়েবসাইটে থাকা সব তথ্য পড়ে শোনাতে পারে।
- বাংলাদেশে শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ তথ্যমতে, বর্তমানে উচ্চ শিক্ষায় নারী শিক্ষার্থীর হার ৪৮ শতাংশ।
- প্রাথমিক স্তর ও মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার্থীর হার যথাক্রমে ৫০ ও ৫৩ শতাংশ।
- আর বর্তমান সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ মাত্র ২৯ শতাংশ।
- অন্যদিকে বিজ্ঞান ও গবেষণায় নারীর অংশগ্রহণ ২৮ শতাংশ।
- ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ।
- পূর্বনাম বর্ধমান হাউজ (তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন । (স্থাপিত ১৯০৬) ।
- উদ্ভোধন করে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী আবু হোসেন সরকার ।
- ১৯৫৬ সালের প্রথম পরিচালক নিযুক্ত হন অধ্যাপক মুহম্মদ এনামুল হক ।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম বই আহমদ শরীফ সম্পাদিত দৌলত উজির বাহরাম খানের 'লাইলী মজনু' ।
- ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় ।
- ১৯৭২ সালের প্রথম মহাপরিচালক হিসেবে যোগদান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মযহারুল ইসলাম । 
- বাংলা একাডেমি ১৯৮৩ সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে বই মেলা আয়োজন করে আসছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করে।
- মিছিলে পুলিশের গুলিতে আত্মহুতি দেয় বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ।
- রক্তাক্ত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত হয় 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'।
- ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
- ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে।
- ইউনেস্কোর পর জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।
That যুক্ত বাক্যের পূর্বের অংশে past indefinite থাকলে এবং পরবর্তী অংশে next day/month ইত্যাদি থাকে তাহলে sub + would + v₁ বসে।
- Neither ....... nor দ্বারা দুই বা ততোধিক subject যুক্ত হলে শেষের subject অনুযায়ী verb নির্ধারিত হয়।
- সুতরাং শূন্যস্থানে have বসবে।
- প্রদত্ত বাক্যের শূন্যস্থানে are বসবে।
- Sweet শব্দটি এই বাক্যে adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
- বাক্যটির subject হচ্ছে the uses.
- এটি একটি inversion of verb এর উদাহরণ।
- স্বাভাবিকভাবে বাক্যটিকে The uses of adversity are sweet লেখা যায়।
- 'লিখে নেয়া/রেকর্ড করা' অর্থে- 'set down' phrasal verb- টি ব্যবহৃত হয়।
- The judge set down my objection- বিচারক আমার আপত্তি রেকর্ড করলেন।
- 'Man of letter' phrase টির অর্থ- বিদ্বান লোক।
- অর্থাৎ শূন্যস্থানে of বসবে।
- প্রদত্ত বাক্যের শূন্যস্থানে sensible বসবে।
- কারণ Linking verb এর পরে adverb + adjective বসবে।
- বাক্যে verb এর পরে adjective হিসেবে sensible বসবে।
Religion বা ধর্ম বিষয়ক গবেষণাকে Theology (ধর্মতত্ত্ব) বলে।

Pedagogy- শিক্ষা সম্পর্কিত বিজ্ঞান;
psephology- নির্বাচন তত্ত্ব;
political science- রাষ্ট্রবিজ্ঞান।
• Come to light (প্রকাশিত হওয়া/জানাজানি হওয়া) idiom-টির অর্থ- to publish.

গুরত্বপূর্ণ কিছু Idiom-
• By and by ( খুব শীঘ্রই ) Idiom-টির অর্থ- soon.
• In lieu of (পরিবর্তে) idiom-টির অর্থ: in exchange.
• Blue blood (অভিজাত) idiom-টির অর্থ- Noble birth.
• Get rid of (কোন কিছু থেকে মুক্তি পাওয়া) idiom টির অর্থ-To be free from.
• Take somebody to task (তিরস্কার করা) idiom -টির অর্থ - criticize.
• Take to heart ( মর্মাহত হওয়া) idiom- টির অর্থ- be affected deeply.
• To see eye to eye (একমত হওয়া) idiom-টির অর্থ- agreeing with someone.
Alien (বিদেশি) এর antonym হলো- native (স্বদেশি)।

Inborn- সহজাত;
congenial- উপযোগী;
local - স্থানীয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
শুদ্ধ বানান: amateur (অপেশাদার)।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0