বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ - নিরাপত্তা অপারেটর - ০১.১০.২০২১ (80 টি প্রশ্ন )
২০২১ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকায় গোল্ডেন বুট জিতেছিলেন লিওনেল মেসি।
- তিনি কোপা আমেরিকায় ৪ টি গোল এবং ৫ টি এসিস্ট করে গোল্ডেন বুট জিতেছিলেন
- ২০২১ সালে কোপা আমেরিকার ৪৭তম আসরের আয়োজক দেশ ব্রাজিল।
- এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপা খড়া কেটেছে ।                                                       
২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে গ্লেন ম্যাকগ্রা ২৬টি উইকেট লাভ করে, যা এক বিশ্বকাপে কোনো বোলারের সর্বোচ্চ উইকেট প্রাপ্তির রেকর্ড।
ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে এসকরবিক এসিড। বিশুদ্ধ এসকরবিক এসিড সাদা, দানাদার, সহজেই পানিতে দ্রবীভূত হয়। এ ভিটামিন তাপ, আলো, বাতাস, ক্ষার ও ধাতবে সংস্পর্শে তাড়াতাড়ি নষ্ট হয়।
-বিভিন্ন পচনশীল জৈব পদার্থ বা বর্জ্যপদার্থ যেমন গোবর, হাঁস- মুরগীর মলমূত্র, গৃহস্থালীর বর্জ্য ইত্যাদি বাতাসের অনুপস্থিতিতে পচনের ফলে যে গ্যাস তৈরী হয় তাকে বায়োগ্যাস বলে।

-গোবর,মলমূত্র, পাতা, খড়কুটো প্রভৃতি পদার্থ পানিতে মিশিয়ে বাতাসের অনুপস্থিতিতে রাখলে এক ধরণের ব্যাকটেরিয়ার সাহায্যে গাজন প্রক্রিয়ার মাধ্যমে বর্ণহীন দাহ্য গ্যাস উৎপন্ন হয় । এর শতকরা ৬০-৭০ ভাগই হচ্ছে মিথেন গ্যাস । এটাই মূলত বায়োগ্যাস নামে পরিচিত।
- আর্সেনিক (Arsenic)  ধূসর আভাযুক্ত সাদা রং বিশিষ্ট ভঙ্গুর প্রকৃতির একটি অর্ধধাতু বা উপধাতু।
- পানিতে অনুমোদনকৃৎ পরিমাণের চেয়ে বেশি পরিমাণের আর্সেনিক থাকলে তা মানবদেহের জন্য ক্ষতিকারক ভূমিকা রাখে।ফলে নানাবিধ অসুখে মানুষ আক্রান্ত হয়।
- বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী নলকূপের পানিতে পানযোগ্য আর্সেনিকের পরিমাণ ০.০৫ মি. গ্রাম/লিটার
- তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে, ০.০১ মি. গ্রা/লিটার।
-১৯৭৩ সালের ৬ ডিসেম্বর জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
-এটি কার্যক্রম শুরু করে ১৯৭৬ সালে।
-কোস্টারিকায় জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় (১৯৮০) অবস্থিত।
- জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ দেওয়ার লক্ষ্যে ১৯৪৫ সালে International Court of Justice (ICJ) গঠিত হয়।
- এটি ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।
- নেদারল্যান্ডের হেগ শহরে ICJ এর সদর দপ্তর অবস্থিত।
- এর সভাপতির মেয়াদ ৩ বছর।
- এর বিচারক ১৫ জন।
- বিচারক নিয়োগ পদ্ধতি Permanent Court of Justice এর তালিকার আলোকে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সম্মতিতে ৪ জন -জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ টি দেশ হতে, ৪ জন এশিয়া, ৩ জন ইউরোপ, ২ জন ল্যাটিন আমেরিকা, ২ জন আফ্রিকা হতে।
- বিচারকদের পদের মেয়াদ ৯ বছর।
- এর কার্যাবলি বিভিন্ন সন্ধি ও চুক্তির ব্যাখ্যা দেয়।
- জাতিসংঘ সনদের ৯৩ অনুচ্ছেদ বলে গঠন এবং ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের সকল সদস্য আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য ।
আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান এবং মুক্তি ঘোষণা (Emancipation Proclamation) এর মাধ্যমে দাসদের মুক্ত করে দেন। দাস প্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় তিনি উত্তরাঞ্চলীয় ইউনিয়ন বাহিনীর নেতৃত্ব দেন, এবং দক্ষিণের কনফেডারেট জোটকে পরাজিত করেন।
ইউরোপীয় পার্লামেন্ট ইউরোপের জনগণএর সরাসরি ভোটে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত সাংসদীয় ইউরোপীয় প্রতিষ্ঠান। ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন পরিষদের সাথে একত্রে এটি ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণ্যঙ্কারীর ভূমিকা পালন করে। সংসদটি ৭৫১ জন সদস্য নিয়ে গঠীত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পরশুরামের রাজপ্রসাদ মহাস্থানগড় অবস্থিত।
-এটি মহাস্থানগড় দুর্গনগরের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান।
-পুণ্ড্রবর্ধন বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। আনুমানিক খ্রিষ্টপূর্ব চার শতকে পুঞ্জ নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। এটি পুণ্ড্র রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) প্রাদেশিক রাজধানী ছিল। পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড়।
-এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
-বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া - ভাঙ্গা এক্সপ্রেসওয়ে।
-এর নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালে এবং শেষ হয় ২০২০ সালে।
-এর দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার।


২০১৩ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুস্বাক্ষরিত চুক্তির আলোকে ৩০ সেপ্টেম্বর, ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি অনুযায়ী উভয় দেশ যেকোনো সংখ্যক বিমান সংস্থাকে তাদের মনোনীত উড়োজাহাজ সংস্থা হিসেবে দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনার জন্য মনোনীত করতে পারবে।
-PTA মানে হচ্ছে Preferential Trade Agreement .
-বিশ্বের কোন দেশের সাথে প্রথমবারের মতো অগ্রাধিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ।
-২০২০ সালের ৬ ডিসেম্বর ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ।
-এ চুক্তির মাধ্যমে ভুটান ১০০ টি বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা প্রদান করতে সম্মত হয়।
-অন্যদিকে ভুটানের ৩৪ টি পণ্য বাংলাদেশে একই সুবিধা পাবে।
-দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকার আওতায় বাংলাদেশ ও ভুটান কিছু বাণিজ্য সুবিধা ভোগ করে আসছে। ।PTA'র ফলে এর আওতা আরও বাড়বে ।
বৈশ্বিক শান্তি সূচক-২০২২ তে সবার নিচে অবস্থান করছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান (১৬৩তম)।
- দক্ষিণ এশিয়ায় শান্তিপর্ণ দেশের তালিকায় সবার ওপরে ভূটান এবং বিশ্বে ১৯তম।
- দ্বিতীয় স্থানে থাকে নেপালের বৈশ্বিক অবস্থান ৭৩তম।
- বাংলাদেশের অবস্থান বিশ্বে ৯৬তম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আমি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে ১৯৬৮ সালে দায়ের করা হয় আগরতলা ধ্যন্ত্র মামলা। গণআন্দোলনের মুখে পাকিস্তান সরকার ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ এ মানা প্রত্যাহার করে।
১৫ থেকে ২৪ বছর বয়সী নারীদের ওপর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত 'মাল্টি ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে - ২০২০' জরিপ অনুযায়ী নারী সাক্ষরতার হার সবচেয়ে বেশি কুষ্টিয়া জেলায় (৯৬.৬%)। আর সর্বনিম্ন বান্দরবান জেলায় (৬৭%)।
অর্থ বিভাগের সূত্র থেকে জানা যায়, ২০১৮-২০১৯ অর্থবছরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ ৩ হাজার ৩০৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল।তখন তাঁরা মাসিক সম্মানী ভাতা পেতেন ১০ হাজার টাকা করে।
২০১৯-২০ অর্থবছরের মাসিক সম্মানী ভাতা ১২ হাজার টাকা করা হয় এবং বর্তমানে তা বেড়ে ২০ হাজার টাকা হয়েছে।


-জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর হিসাব মতে, ধান উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ চীন।
-দেশটি বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৩০% ধান উৎপাদন করে, যার পরিমাণ ১৪.৮৫ কোটি টন।
-তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। দেশটি মোট ১১.৬৪ কোটি টন ধান উৎপাদন করে।
১৯৭১ সালের ২৬ জুলাই মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় বাংলাদেশের প্রথম ডাকটিকেট প্রকাশিত হয়।বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালের ২৬ জুলাই লন্ডনের হাউস অব কমনসে বিমান মল্লিকের নকশা করা আটটি ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম প্রদর্শন করেন।

প্রথম আটটি ডাকটিকিটের মূল্য

১. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, মূল্য: ১০ পয়সা।

২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যাকান্ড, মূল্য: ২০ পয়সা।

৩. সাড়ে সাত কোটি মানুষ, মূল্য: ৫০ পয়সা।

৪. ১৯৭০ সালের নির্বাচনের ফল, মূল্য: ১ টাকা।

৫. ভোটের ব্যালট বাক্স, মূল্য: ২ টাকা।

৬. ১০ এপ্রিল ১৯৭১ এ স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষণা, মূল্য: ৩ টাকা।

৭. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, মূল্য: ৫ টাকা।

৮. বাংলাদেশকে সমর্থন করুন, মূল্য: ১০ টাকা।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
-১৭ ডিসেম্বর, ১৯৭০ সালে অবিভক্ত পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
-পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ৩০০ + ১০টি আসনের মধ্যে আওয়ামী লীগ সংরক্ষিত ১০টি আসনসহ মোট ২৯৮টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
-আর ৭ ডিসেম্বর ১৯৭০ সালে জাতীয় পরিষদে সাধারণ নির্বাচনে ৩০০ + ১৩টি আসনের মধ্যে আওয়ামী লীগ সংরক্ষিত ৭টি আসনসহ মোট ১৬৭টি আসন লাভ করে।

১৫ টাকা মুনাফা দিতে হয় ১০০ টাকার জন্য

১ টাকা মুনাফা দিতে হয় (১০০/১৫) টাকার জন্য

১৬৮০ টাকা মুনাফা দিতে হয় (১০০ × ১৬৮০) / ১৫ টাকা = ১১,২০০ টাকা


৩ ভাইয়ের গড় বয়স ১৭ বছর
৩      "      মোট  " ৩× ১৭ "
                             =৫১ বছর

আবার,
বাবাসহ ৩ ভাইয়ের গড় বয়স =২৬ বছর
   "       (৩+১)=৪ জনের মোট=৪×২৬ বছর
                                       =১০৪ বছর

অতএব , বাবার বয়স =১০৪-৫১
                          =৫৩ বছর ।


ঘরটির প্রস্থ 2x মিটার হলে দৈর্ঘ্য হবে
=(2x× 3/2) =3x মিটার

ক্ষেত্রফল =(2x× 3x)=6x² বর্গমিটার
পরিসীমা =২(দৈর্ঘ্য+প্রস্থ)
               =২(৩x+২x) মিটার
               =১০x মিটার

শর্তমতে,
 ৬²=২১৬
বা,x²=৩৬
অতএব,x=৬

পরিসীমা (১০×৬) মিটার =৬০ মিটার
অনুপাতটির রাশিগুলোর যোগফল ৩+৪+৫=১২

ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি =১৮০⁰

ক্ষুদ্রতম কোণের পরিমাণ (১৮০×৩/১২)⁰
                                       =৪৫⁰
৫৫° কোণের পূরক কোণের পরিমাণ (৯০-৫৫)°
                                              =৩৫°
৭০ হতে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা ৩ টি (৭১,৭৩,৭৯)
a²=7
বা, a=√7
বা, a=2.65
 
আবার ,
    b²=`16
বা, (b)²=`(4)²
বা, b=4

অতএব,
a+b = 4+2.65
       = 6.65
মনে করি ,
সম্পূর্ণ সম্পত্তির মূল্য x টাকা

পুত্রকে দেয় ২x/৩ অংশ
কন্যাকে দেয় x/৩ অংশ

শর্তমতে ,
(২x/৩)-(x-৩) =১৫০০
বা, x/৩ =১৫০০ টাকা
অতএব, x =৪৫০০ টাকা
লব + হর = ১৬ 

হর - লব = ২; যেহেতু লব না হর বড় বলা নেই, তাই আমরা ধরে নিব এটি একটি সাধারণ ভগ্নাংশ। 

তাহলে হর = ৯ এবং লব = ৭


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
250×1/2%+100
250×(1/2)/100+100
=250×1/(100×2)+100
=1.25+100
=101.25 টাকা ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0