বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. (ট্রাফিক/কার্গো হেলপার) - ২৫.০৩.২০২২ (40 টি প্রশ্ন )

 ৬ + ৯ +১২+........

এখানে, a = ৬

d = ৯ - ৬ = ৩

মনেকরি, n তম পদ = ৯৩

⇒a + (n-১)d = ৯৩

⇒৬+ (n-১)৩ = ৯৩

⇒(n-১)৩ = ৮৭

⇒n-১ = ২৯

⇒n = ৩০

 

 মনেকরি, প্রস্থ = x

∴দৈর্ঘ্য = x + ৪

প্রশ্নমতে, ২ (x +৪+x) = ৪৮

⇒ ২ (২x+8) = ৪৮

⇒২x+৪ = ২৪

⇒ ২x = ২০

⇒ x = ১০

∴ গ্রন্থ = ১০ মি.

 


 মনেকরি, গাছটির উচ্চতা = 3

এবং ছায়ার দৈর্ঘ্য = √3

tanθ= লম্ভ/ভূমি

⇒tanθ= 3/√3

⇒tanθ= √3

⇒tanθ = tan60°

⇒θ = tan60°

 

 এখানে x2 + 25y2 এর সাথে 10xy যোগ করে পাই,

= x2 + 10xy + 25y2

= (x)2 + 2.x.5y + (5y)2

= (x + 5y)2 যা পূর্ণবর্গ

∴10xy যোগ করতে হবে।

 

Die of   :  রোগে মারা যাওয়া।

Die by   :  দুর্ঘটনা/ আত্মহত্যা/ সহিংসতায় মারা যাওয়া।

Die from : ক্ষত / আঘাত / অতিরিক্ত কোনো কিছুর পরিণতিতে মারা যাওয়া।

Die for    :  দেশের জন্য আত্মত্যাগ করা।


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সায়েরা খাতুন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কতিপয় বিপথগামী সেনা সদস্যে হাতে তিনি সপরিবারে শহিদ হন।
দেশ স্বাধীনের পর বাংলাদেশ এয়ারফোর্সের উপহার দেওয়া ডগলাস ডিসি-৩ ডাকোটা বিমান নিয়ে ৪ জানুয়ারি, ১৯৭২ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। তবে ৪ মার্চ, ১৯৭২ সালে ব্রিটিশ কালোডোনিয়ানের থেকে পাওয়া একটি বোয়িং ৭০৭ চার্টার্ড প্লেন দিয়ে ঢাকা- লন্ডন রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হয়।
গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে বাংলা বর্ষপঞ্জির তারিখগুলোর সমন্বয় করার উদ্দেশ্যে ২০১৫ সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক শামসুজ্জামান খানকে সভাপতি করে 'বর্ষপঞ্জি সংস্কার কমিটি গঠন করা হয়। এ কমিটির সুপারিশ অনুযায়ী, ২০১৯ সালে বাংলাদেশ সরকার নতুন বর্ষপঞ্জি চালু করে। এ বর্ষপঞ্জি অনুযায়ী বাংলা বছরের প্রথম ছয় মাস ৩১ দিনে হবে। আর ফাল্গুন মাস ছাড়া অন্য পাঁচ মাস ৩০ দিনে পালন করা হবে। ফাল্গুন মাস হবে ২৯ দিনের, কেবল অধিবর্ষের (Leap year) বছর ফাল্গুন ৩০ দিনে মাস হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত। তিনি ১৮৫৪ সালে সংঘটিত ক্রিমিয়া যুদ্ধে আহতদের ক্লান্তিহীনভাবে সেবা দিয়ে নার্সিং পেশাকে মহিমান্বিত করেছেন। যেখানেই ছিল অসহায়ত্ব, যন্ত্রণার আঁধার, সেখানেই আলো হাতে এসে দাড়িয়েছেন তিনি। এজন্যই তাকে 'লেডি উইথ দ্য ল্যাম্প' বলা হয়।
১৯১৯ সালে ভার্সাই চুক্তির মাধ্যমে International Labour Organization (ILO) প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে অন্তর্ভূক্ত হয়।

'At the eleventh hour ( শেষ মুহূর্তে ) idiom- টির অর্থ at the last moment.
সময়, দূরত্ব এবং পরিমাপের সমষ্টিগুলোকে দেখতে plural এর মতো মনে হলেও এরা singular verb গ্রহণ করে।
‘দক্ষ/ পারদর্শী অর্থে good এর পরে preposition হিসেবে at বসে। He is good at Mathematics সে গণিতে দক্ষ।
কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান/বাহিনীর নিয়ন্ত্রণে" বোঝাতে preposition হিসেবে under বসে। The mission is under United Nations control- মিশনটি জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন।
Neither ... nor either or, not only.. but also দ্বারা একাধিক subject যুক্ত হলে nor, or, but also এর পরের subject অনুযায়ী verb বসে। অর্থাৎ subject-টি singular হলে singular verb এবং subject-টি plural হলে verb-টি plural হয়।
সাধারণত consonant দিয়ে শুরু হওয়া শব্দের পূর্বে article হিসেবে a বসে। তবে শব্দের শুরুতে । অনুচ্চারিত থাকলে তার পূর্বে an বসে।
Yesterday, last, ago ইত্যাদি অতীত নির্দেশক শব্দ থাকলে বাক্যটি past indefinite tense এ হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
প্রদত্ত বাক্যে hard শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। Verb কে modify কারী শব্দটি adverb হিসেবে গণ্য হয়। Adverb সাধারণত বাক্যের শেষে থাকে।
নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর; যা চিরস্থায়ী নয়- নশ্বর; ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী ক্ষণস্থায়ী; যা স্থায়ী নয়- অস্থায়ী; যা বহুকাল হতে চলে আসছে- চিরন্তন।
'Null and void' phrase টির অর্থ আইনত নির্বল ও বাতিল; অকেজো/ কোনো কার্যকারিতা নেই / বাতিল।
Example:
- The contract was null and void because it was signed under duress.
- The election was declared null and void due to widespread voter fraud.

সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দিশু সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। যেমন:
- চৌ (চার) রাস্তার সমাহার = চৌরাস্তা;
- তিন কালের সমাহার = ত্রিকাল।
যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলে। উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। যেমন:
পরি (উপসর্গ) + চালক = পরিচালক;
অ+জানা = অজানা।

বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা: বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ ও বিদেশি উপসর্গ।
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, ই-কার কিংবা ঈ- কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বায (J) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন: অতি+অধিক (ই+অ = য+অ)= অত্যধিক, অতি+অন্ত = অত্যন্ত প্রতি+অহ = প্রত্যহ
সন্ধি শব্দের অর্থ মিলন। সন্নিহিত দুইটি ধ্বনির মিলনের নাম সন্ধি। সন্ধির প্রধান উদ্দেশ্য হলো উচ্চারণে সহজপ্রবণতা ও ধ্বনিগত মাধুর্য সম্পাদন এবং সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের ক্ষেত্রে। যেমন: আশা+অতীত = আশাতীত। প্রদত্ত উদাহরণে 'আশা' ও 'অতীত' উচ্চারণে যে আয়াস প্রয়োজন, 'আশাতীত' তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়।
‘পূর্ণ’ এবং ‘পুন’ (পুনঃ/পুন+রেফ/পুনরায়) ব্যবহার ‘পূর্ণ’ (ইংরেজিতে Full/Complete অর্থে) শব্দটিতে ঊ-কার এবং র্ণ যোগে ব্যবহার হবে।
যেমন— পূর্ণরূপ, পূর্ণমান, সম্পূর্ণ, পরিপূর্ণ ইত্যাদি।

যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণসমষ্টিকে সে ভাষার বর্ণমালা বলে। বাংলা ভাষার বর্ণ সম্পর্কিত চিহ্ন বা প্রতীককে বাংলা বর্ণমালা বলে। ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালা দুই প্রকার। যথা: স্বরবর্ণ (১১টি) ও ব্যঞ্জনবর্ণ (৩৯টি)।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
গলনালি, মুখবিবর, কন্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0