বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিনিয়র অফিসার) - ২২.১০.২০২১ (80 টি প্রশ্ন )




- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য ।
- ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে ।
- এগুলো হচ্ছে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি বিসাউ ।
- বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে । 
- দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে পার্লামেন্টে নারী সদস্যের হার বেশি নেপালে। নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে ৩২ দশমিক ৭ শতাংশ এবং উচ্চকক্ষে ৩৭ দশমিক ৯ শতাংশ নারী সদস্য রয়েছে।
- এটি দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের পার্লামেন্টের চেয়ে বেশি। নেপালে নারীদের জন্য পার্লামেন্টে সংরক্ষিত আসন রয়েছে। নিম্নকক্ষে ১৬টি এবং উচ্চকক্ষে ১০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এছাড়াও, নেপালে নারীদের জন্য ৫০% কোটা ব্যবস্থা রয়েছে। অর্থাৎ, যেকোনো নির্বাচনে প্রার্থীদের মধ্যে নারীদের সংখ্যা ন্যূনতম ৫০% হতে হবে।
- তবে, দক্ষিণ এশিয়ায় নারীর ক্ষমতায়নে শীর্ষদেশ বাংলাদেশ। বর্তমান বিশ্বে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পার্লামেন্টে নারী সদস্যের হার সর্বাধিক (৬১.২৫%)।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



-মহামুনি বিহার চট্রগ্রাম জেলার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের একটি অনুচ্চ টিলার উপর অবস্থিত।
-ধারণা করা হয়, ১৮৩১ সালে পুন্যাত্মা ভিক্ষু চাইংগা ঠাকুর গ্রামবাসীর সামগ্রিক সহায়তায় এ বিহারটি প্রতিষ্ঠা করেন।

- বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের সুপারিশক্রমে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে প্রধান করে ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- এই সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু।
- উক্ত কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন ১২ অক্টোবর ১৯৭২।
- ৪ নভেম্বর ১৯৭২ তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ এই সংবিধান কার্যকর হয়।
- কমিউনিজম তথা ওয়ারশ জোট রোধকল্পে ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি।
- NATO র বর্তমান সদস্য ৩২ টি।
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন (যোগদান করে ০৭ মার্চ, ২০২৪)।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল যুক্তরাজ্যের লন্ডনে।
- NATOএর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস (বেলজিয়াম)।
আফগানিস্তানের শেষ রাজা মোহাম্মদ জহির শাহ ১৯৩৩ সালে ক্ষমতা লাভ করেন এবং ১৯৭৩ সালে এক সামরিক অঅভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটে।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী।
- এখানে বঙ্গবন্ধু ও সেনাবাহিনীর কিছু সদস্য পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন-এ মর্মে অভিযোগ এনে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ১৯৬৮ সালের ৩ জানুয়ারিতে।
- এ মামলার মোট আসামী ছিলেন বঙ্গবন্ধুসহ ৩৫ জন।
- বঙ্গবন্ধু ছিলেন ১ নম্বর আসামী এবং লেফটেন্যান্ট আব্দুর রউফ ছিলেন ৩৫ নং আসামী। উল্লেখ্য, এ মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।





দেওয়া আছে,
দৈর্ঘ্য = 50 মি.
প্রস্থ = 40 মি.
রাস্তার চওড়া = 3 মি.

যেহেতু, রাস্তাগুলি মাঠের ঠিক মাঝ দিয়ে যায়, তাই প্রতিটি রাস্তার দৈর্ঘ্য হবে মাঠের পুরো প্রস্থ বা দৈর্ঘ্যের সমান।

প্রথম রাস্তার ক্ষেত্রফল = 50 মি. × 3 মি. = 150 বর্গমিটার

দ্বিতীয় রাস্তার ক্ষেত্রফল = 40 মি. × 3 মি. = 120 বর্গমিটার

মোট ক্ষেত্রফল = 150 + 120 = 270 বর্গমিটার

কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে: দুই রাস্তা যেখানে একে অপরকে ছেদ করেছে, সেই অংশটি আমরা দুইবার গণনা করেছি। আমাদের এই অতিরিক্ত অংশটি বাদ দিতে হবে।

অতিরিক্ত গণনা করা অংশের ক্ষেত্রফল = 3 মি. × 3 মি. = 9 বর্গমিটার

সুতরাং, রাস্তা দুটির প্রকৃত মোট ক্ষেত্রফল = 270 - 9 = 261 বর্গমিটার

অতএব, রাস্তা দুটির মোট ক্ষেত্রফল 261 বর্গমিটার।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
একটি চতুর্ভুজ আঁকতে হলে ৫টি নিরপেক্ষ উপাত্ত জানা প্রয়োজন এবং ৫ ভাবে চতুর্ভুজ অঙ্গন সম্ভব।
১. চারটি বাহু ও একটি কোণ ⇒ মোট পাঁচটি
২. চারটি বাহু ও একটি কর্ণ ⇒ মোট পাঁচটি
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ ⇒ মোট পাঁচটি
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ ⇒ মোট পাঁচটি
৫. দুইটি বাহু ও তিনটি কোণ  ⇒ মোট পাঁচটি

একটি বাহু ও ৪টি কোণ দ্বারা চতুর্ভুজ অংকন করা সম্ভব নয়। 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0