বান্দা আচেহ কোথায় অবস্থিত?
A ইন্দোনেশিয়া
B থাইল্যান্ড
C ফিলিপাইন
D কম্বোডিয়া
Solution
Correct Answer: Option A
বান্দা আচেহ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর।
-এটি বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা প্রাপ্ত প্রদেশ।
-এটি সুমাত্রা দ্বীপে অবস্থিত এবং এর উচ্চতা 35 মিটার।
-শহরটি 61.36 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত।