বাংলাদেশের সংবিধান অনুযায়ী ''কোর্ট অব্ রেকর্ড'' হিসাবে গণ্য—
Solution
Correct Answer: Option D
সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশ ‘সুপ্রিম কোর্ট’ নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে তা গঠিত হবে।
আর ১০৮ ধারা অনুযায়ী, সুপ্রিম কোর্ট একটি ‘কোর্ট অব্ রেকর্ড’ হবে এবং এর অবমাননার জন্য তদন্তের আদেশদান বা দণ্ডাদেশদানের ক্ষমতাসহ আইন-সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকবেন।