Solution
Correct Answer: Option B
যে সকল পদার্থকে অসম চৌম্বক ক্ষেত্রে স্থাপন। করলে পদার্থটি অপেক্ষাকৃত দুর্বলতর অঞ্চল হতে সবলতর অঞ্চলের দিকে দুর্বলভাবে গতিশীল হয় তাদের প্যারাচৌম্বক পদার্থ বলে। এই সকল পদার্থ শক্তিশালী চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয়।
যেমন: অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, প্লাটিনাম, টিন ইত্যাদি কঠিন পদার্থ, কপার সালফেট, ফেরিক ক্লোরাইড প্রভৃতি যৌগ ও তাদের দ্রবণ এবং অক্সিজেন, বাতাস ইত্যাদি গ্যাসীয় পদার্থ প্যারাচৌম্বক পদার্থের উদাহরণ।
-প্যারাচৌম্বক পদার্থের ধর্মকে প্যারাচৌম্বকত্ব বলে।
-যে সকল পদার্থকে অসম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে পদার্থটি অপেক্ষাকৃত দুর্বলতর অঞ্চল হতে সবলতর অঞ্চলের দিকে তীবভাবে গতিশীল হয় তাকে ফেরোচৌম্বক পদার্থ বলে।
-ফেরোচৌম্বক চুম্বক দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়।
যেমন: লোহা, নিকেল, কোবাল্ট ইস্পাত প্রভৃতি ফেরোচৌম্বক পদার্থের উদাহরণ।
-যে সকল পদার্থকে অসম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে পদার্থটি অপেক্ষাকৃত সবলতর অঞ্চল হতে দুর্বলতর অঞ্চলের দিকে ক্ষীণভাবে গতিশীল হয় তাকে ডায়াচৌম্বক পদার্থ বলে।
-এ সকল পদার্থ শক্তিশালী চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়।
যেমন: তামা, রূপা, সোনা, বিসমাথ, পানি, পারদ ও হাইড্রোজেন ডায়াচৌম্বক পদার্থের উদাহরণ।