Solution
Correct Answer: Option A
টেলিভিশনে মূলত মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহৃত হয়, যার তরঙ্গ দৈর্ঘ্য 101m থেকে 103m. অধিক দূরত্বের যোগাযোগে মাইক্রোওয়েভ অত্যন্ত জনপ্রিয় মাধ্যম।
-এর মাধ্যমে ছবি ও শব্দ প্রেরণ করা হয়। তবে অপশনে মাইক্রোওয়েভ না থাকায় উত্তর হবে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ।
-রেডিও ওয়েভের মাধ্যমেও টেলিভিশন তরঙ্গ প্রচার করা হয়। এক্ষেত্রে শব্দ ফ্রিকুয়েন্সি মডুলেশন এবং ছবি এমপ্লিচিউড মডুলেশনের মাধ্যমে রেডিও ওয়েভ প্রেরণ করা হয়।