সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন কীরূপ?
A পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির
B দেহ-কেন্দ্রিক ঘনকাকার
C সংঘবদ্ধ-ঘনকাকার
D সংঘবদ্ধ ষড়কৌণিক আকার
Solution
Correct Answer: Option A
সোডিয়াম ক্লোরাইড (NaCl) একটি স্ফটিকাকার আয়নিক বন্ধনবিশিষ্ট পদার্থ। একটি সোডিয়াম ক্লোরাইডের স্ফটিক পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনাকৃতির কেলাস গঠন করে। এই গঠনে একটি ঘনাকৃতির কেলাসের প্রতিটি কোণায় একটি পরমাণু থাকে এবং ঘনকের ৬টি তলের প্রতিটির মধ্যবিন্দুতে একটি করে পরমাণু থাকে।