A বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
B বিশেষ্য ও অব্যয় এর বিভিন্ন প্রকৃতিকে
C সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
D অব্যয় এর বিভিন্ন প্রকৃতিকে
Solution
Correct Answer: Option A
- ক্রিয়াপদের সাথে কর্মের যোগসূত্রকারীই হল পুরুষ।
- বাংলা ভাষায় ব্যবহৃত বিশেষ্য এবং সর্বনাম পদ কোন না কোন পুরুষের অন্তর্গত।
- যে বিশেষ্য এবং সর্বনাম পদ দ্বারা কোন বক্তা, শ্রোতা অথবা অন্য কোন উদ্দিষ্ট ব্যক্তিকে বোঝায় তাকে বাংলা ব্যাকরণে পুরুষ বলে।
- অন্যভাবে বলা যায় ব্যক্তি বা বস্তু নির্দেশক সর্বনামকেই ব্যাকরণে পক্ষ বা পুরুষ বলে।
- বিশেষ্য বা সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে ব্যাকরণে পুরুষ বলে।