বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা.) - ০২.০৩.২০২৪ (80 টি প্রশ্ন )
- কম্পিউটার মেমোরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমোরির ধারণক্ষমতা বলে।

- ১০২৪ বাইট = ১ কিলোবাইট (KB)
- ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট (MB)
- ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
- ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
- ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
- সফটওয়্যার প্রধানত দুই প্রকারের হয়। 

সিস্টেম সফটওয়্যার:
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার এবং অন্যান্য সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে।
- উদাহরণ: অপারেটিং সিস্টেম (Windows, Linux)।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- এটি ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সহায়তা করে।
- উদাহরণ: Microsoft Word, Excel।

এই দুই প্রকার সফটওয়্যার একত্রে কম্পিউটার পরিচালনা এবং ব্যবহারকারীদের চাহিদা পূরণে সহায়ক হয়।
- বিপুল পরিমাণ তথ্য হতে সহজ কোনো তথ্য খুঁজে পেতে ডাটাবেজ ব্যবহার করা হয়।
- ডাটাবেজ হলো কোন নির্দিষ্ট বিষয়ের ওপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমারোহ।
- যেমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত রেকর্ডসমূহ।
- ডাটা, ফিল্ড, রেকর্ড, ডাটা টেবিল ইত্যাদি ডাটাবেজের উপাদান।
- মানুষ মনের ভাব প্রকাশের জন্য বর্ণ, ছবি ও শব্দ এই মিডিয়া বা মাধ্যম ব্যবহার করে আসছে।
- মাল্টিমিডিয়া হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের এই তিনটি মাধ্যমের সমন্বয়।
- মাল্টিমিডিয়া মূলত ট্রেক্সট, গ্রাফিক্স, অডিও, এনিমেশন এর সমন্বয়ে তৈরি বহুমাত্রিক মিডিয়া।
- মাইক্রোসফট ওয়ার্ডে নতুন তৈরি ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য ctrl + s কী চাপতে হয়।
- অতপর save as ডায়ালগ উউন্ডো আসলে save in বক্সে সুবিধাজনক ড্রাইভ ও ডিরেক্টরি নির্বাচনপূর্বক File name বক্সে ফাইলের উপযুক্ত নাম লিখে save বাটনে ক্লিক করতে হয়।
Auto Run হলো কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের সাথে যুক্ত এক ধরনের প্রোগ্রাম, যা কোন কম্পিউটারে CD, DVD বা Pen drive প্রবেশ করালে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় এবং সফটওয়‍্যারটি সেট আপ করার অনুমতি চায় বা CD, DVD বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে Auto Run প্রোগ্রামটি প্রথমে চালু হয়।
- বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন ভারতের গুজরাটের সুরাটে অবস্থিত।
- ১৫ তলা ভবনটি ৩৫ একর জমিজুড়ে বিস্তৃত এবং এতে ৯টি আয়তাকার কাঠামো রয়েছে।
- নতুন কর্পোরেট ভবনটির নাম 'সুরাট ডায়মন্ড বার্স'।
- বিশ্বের ১৭৫টি দেশের প্রায় ৪ হাজার ২০০ ব্যবসায়ী একসঙ্গে হীরা বেচা-কেনা করতে পারবে।
উল্লেখ্য, এর আগে বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন ছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন।
- ২০২৪ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সর্বোচ্চ রান সংগ্রহকারী তামিম ইকবাল।
- এই আসরে ফরচুন বরিশালের অধিনায়ক হয়ে ১৫ ম্যাচে ১২৭.১৩ স্ট্রাইকরেটে ৪৯২ রান করেন।
- শিরোপা জেতার পাশাপাশি তিনি টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন।
কোপা আমেরিকা ২০২৪:
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র।
- ৪৮তম আসর।
- অংশগ্রহণকারী দল: ১৬টি।
- অনুষ্ঠিত হয়: ২০ জুন - ১৪ জুলাই, ২০২৪। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বিশ্বের প্রথম প্রকাশ্যে ধুমপান মুক্ত দেশ ভুটান।
- ২০১০ সালে ভুটানের তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে প্রকাশ্যে ধুমপান করা বা তামাক বিক্রি করা আইনত অবৈধ।
- ধুমপান নিষিদ্ধে বিশ্বে প্রথম আইন তৈরি করেছে নিউজিল্যান্ড।
- ২০২৫ সাল নাগাদ নিউজিল্যান্ড ধুমপান মুক্ত দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।
- বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় এক-তৃতীয়াংশেরই রপ্তানি গন্তব্য হলো যুক্তরাষ্ট্র ও জার্মানি।
- শীর্ষ এই দুটি বাজারে আগের অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছিল।
- চলতি অর্থবছরের প্রথমার্ধেও রপ্তানি ইতিবাচক ধারায় ফেরেনি।
- কিন্তু শীর্ষ পাঁচ গন্তব্যের মধ্যে বাকি তিনটিতে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে।
- দেশ তিনটি হলো যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স।
- উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলটি এমআরটি-৬ নামে পরিচিত।
- এটির মোট স্টেশন সংখ্যা ১৭টি।
- মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে।
- ২৭ আগস্ট, ২০২১ সালে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের জন্য উদ্বোধন করা হয়।

- ২৮ ডিসেম্বর, ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার মেট্রোরেল লাইন উদ্বোধন করেন।
- ৭ জুলাই, ২০২৩ সালে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে।
- ৪ নভেম্বর, ২০২৩ সালে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করা হয়।

- মেট্রোরেলের প্রথম মহিলা চালক মরিয়ম আফিজা।
- কমলাপুর পর্যন্ত পুরো প্রকল্পটি শেষ হবে ২০২৫ সালে।
- জাতিসংঘের যে কোন এক বা একাধিক দেশ কোন জোরালো প্রস্তাব আনলেও তার বিপক্ষে ভোট দিয়ে প্রস্তাবটি অচল করার ক্ষমতাই হচ্ছে ভেটো।
- আর এ ভেটো দেয়ার ক্ষমতা আছে কেবল নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য রাষ্ট্রের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং ফ্রান্স)।
- আর জাতিসংঘের এ পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ রাশিয়া।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস (এসভিআরএস) ২০২২ এর পূর্ণাঙ্গ প্রতিবেদন অনুযায়ী, দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ৬৩.৩ শতাংশ।
- এর আগের বছর এই হার ছিল ৬৫.৬ শতাংশ।
- এছাড়া, জরিপে দেখা গেছে যে, ২০২২ সালে প্রতি হাজার প্রজননক্ষম নারীর বিপরীতে গড়ে ২.২ জন সন্তানের জন্ম হয়েছে, যা ২০২১ সালে ছিল ২.৫ জন।
- অর্থাৎ, দেশের নারীরা গড়ে দুইয়ের অধিক সন্তান জন্ম দিয়ে থাকেন।

তথ্যসূত্র: দেশ রূপান্তর, ০২ ফেব্রুয়ারি ২০২৪।
- শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম বিমান বন্দর।
- এটির IATA কোড CGP এবং International Civil Aviation Organization (ICAO) এর Code VGEG.
- বিমানবন্দরটি ১৯৪০ এর দশকে ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়।
- দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় এটি চট্টগ্রামের এয়ারফিল্ড নামে পরিচিত ছিল।
- পূর্বে এটি এম এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত ছিল।
- পরে এটিকে ১৮ শতাব্দীর দরবেশ শাহ আমানত এর নামে নামকরণ করা হয়।
- ২০১৩ সালে ICAO এটিকে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি দেয়। 
- ১৯৭২ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা সর্বশেষ চাঁদে মানুষ পাঠায়।
- চাঁদের বুকে পা রাখা এ রকেটটির নাম ছিল 'অ্যাপোলো-১৭'।
- এতে রন এভান্স, কমান্ডার ইউজিন সারনান এবং ভূতত্ত্ববিদ হ্যারিসন স্মিট নামে ৩ জন নভোচারী ছিলেন।
- এলএনজি রফতানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
- ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ৯১.২ মিলিয়ন মেট্রিক টন এলএনজি রফতানি করেছে, যা ইউরোপের দেশগুলোর উচ্চ চাহিদার কারণে বেড়ে যায়।
- এর আগে এলএনজি রফতানিতে শীর্ষে ছিল কাতার এবং অস্ট্রেলিয়া।
- ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের এলএনজি রফতানি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা। (০৪ জানুয়ারি ২০২৪) 
জনশুমারি ও গৃহগণনা ২০২২ : চূড়ান্ত প্রতিবেদন

- ১৫ থেকে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।
- ২৭ জুলাই ২০২২ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
- এরপর ১৫ নভেম্বর ২০২৩ জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনের ‘ভলিউম-১’ প্রকাশ করা হয়।

প্রশাসনিক কাঠামো:
• আয়তন  ১,৪৭,৫৭০ (বর্গ কি.মি) ।
• বিভাগ : ৮টি 
• জেলা : ৬৪টি 
• সিটি কর্পোরেশন : ১২টি
• উপজেলা : ৪৯৫টি 
• মেট্রো থানা : ১০৫টি
• পৌরসভা : ৩২৭টি [বর্তমানে ৩৩০টি]
• সিটি ওয়ার্ড : ৪৬৫টি 
• পৌর ওয়ার্ড : ৩,০৭৫টি
ইউনিয়ন : ৪,৫৯৬টি 
• মৌজা : ৫৮,৮৪৬টি
• গ্রাম : ৯০,০৪৯টি 
• মহল্লা : ১৫,১৫৩টি ।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগ (অনুচ্ছেদ ৮-২৫) হলো রাষ্ট্রপরিচালনার মূলনীতি।
- এই ভাগের ৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে পরিগণিত হবে।
- দ্বিতীয় ভাগের ৯, ১০, ১১ ও ১২ নং অনুচ্ছেদে যথাক্রমে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও শোষণমুক্তি, গণতন্ত্র ও মানবাধিকার এবং ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা বর্ণিত হয়েছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ৩০ অক্টোবর, ২০১৭ সালে ইউনেস্কোর আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি Memory of the world Register-এ অন্তর্ভুক্ত করতে ৭৮টি দলিলকে মনোনয়ন দেয়।
- এ তালিকায় ৪৮ নম্বরে ৭ মার্চ, ১৯৭১  সালে রেসকোর্স (সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ৭ মার্চ এর ঐতিহাসিক ভাষণকে Worlds Documentary Heritage এর অংশ হিসেবে Memory of the world Register অন্তর্ভুক্ত করে।
- ১৯৯৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৪২৭টি দলিল ও সংগ্রহ Memory of the world Register-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
- ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই একমাত্র ও প্রথম অলিখিত ভাষণ।
উল্লেখ্য, ১৯৯২ সালে ইউনেস্কো Memory of the world Register প্রোগ্রামটি চালু করে।
Mishap (দুর্ঘটনা) অর্থ- accident (দুর্ঘটনা)।

Danger- বিপদ;
disease- রোগ;
theft- চুরি।
- প্রদত্ত বাক্যের শূন্যস্থানে energy বসালে বাক্যটির অর্থ যথাযথ হবে।
- কারণ, সে নির্জীব ব্যক্তির খুব কম শক্তি থাকে।
Off-spring (সন্তান সন্তুতি) অর্থ- children.
- Love (ভালবাসা) এবং affection (স্নেহ/ ভালোবাসা) শব্দদুটো সমার্থক হিসেবে ব্যবহৃত হয়।

অন্যদিকে
- false (মিথ্যা), true (সত্য);
- abundant (প্রাচুর্য), scarcity (অভাব);
- sharp (ধারালো), blunt (ভোঁতা)
- প্রভৃতি শব্দগুলো বিপরীতার্থক।
- সাহায্যকারী verb বিহীন past indefinite tense এর assertive sentence-কে interrogative sentence এ রূপান্তর করার নিয়ম: Did + sub + not + v₁ + বাকি অংশ + ?
- অর্থাৎ বাক্যটির সঠিক interrogative form: Did he not do it?
- Affirmative sentence-কে negative করতে বাক্যে অবস্থিত verb-কে এবং পরবর্তী adverb/adjective কে negative করতে হয়।
- প্রশ্নেপ্রদত্ত বাক্যটি negative form দুইভাবে করা যায়।
- Man is immortal or No man is immortal.
- দ্বিতীয় clause দ্বারা প্রথম clause এর ফলাফল বোঝাতে দ্বিতীয় clause এর শুরুতে so বসে।
- He is going to work in England, so he is learning English- সে ইংল্যান্ডে কাজের জন্য যাচ্ছে, সুতরাং সে ইংরেজি শিখছে।
- শুদ্ধ বাক্য: The traffic is unmanageable in Dhaka.
- Traffic শব্দটি uncountable noun হিসেবে ব্যবহৃত হয় বলে এদের plural বা এদের সাথে s বা es বসে না।
- Traffic এর পরে সর্বদা singular verb বসে।
- অপশন গুলোর মধ্যে একমাত্র ভুল বাক্যটি হচ্ছে It is quarter to past-eleven.
- বাক্যটি শুদ্ধ রূপ হচ্ছে- It is quarter past-eleven- এখন সোয়া এগারটা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বাক্যটি দুটি ভিন্ন তথ্য প্রকাশ করছে—প্রথমে বলা হচ্ছে Karim is tall (করিম লম্বা), এবং পরবর্তী অংশে বলা হচ্ছে Rahim is taller (রহিম আরও লম্বা)।
- দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে অথবা তুলনা বোঝাতে  conjunction হিসেবে but বসাতে হয়।
- সঠিক বাক্য: Karim is tall, but Rahim is taller.
- অর্থ: করিম লম্বা, কিন্তু রহিম আরও লম্বা।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0