বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ [ উপ-সহকারী প্রকৌশলী ] - ২৫.০৯.২০২১ (80 টি প্রশ্ন )
-২০২১ সালের ২৩ জুলাই ৮ আগস্ট জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয় ৩২ তম অলিম্পিক গেমস ।
-টোকিও অলিম্পিকের মাসকটের নাম মিরাইতোয়া।
-অলিম্পিকে পদকজয়ী দেশের সংখ্যা ৯৩ টি ।

পদক তালিকায় শীর্ষ দেশসমূহঃ
যুক্তরাস্ত্রঃ১১৪ টি
চীনঃ৮৮ টি (স্বর্ণ ৩৮ টি )
জাপানঃ৫৮ টি (স্বর্ণঃ২৭ টি)

combined
সাফ গেমস এর নাম ২০০৬ সালে এসএ গেমস (সাউথ এশিয়ান গেমস ) করা হয় । প্রতি ২ বছর অন্তর সাফ গেমস অনুষ্ঠিত হয় .১৯৮৪ সালে নেপালের কাঠমন্ডুতে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ।ঢাকার প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে ।
- ICAO এর পূর্ণরূপ হচ্ছে International Civil Aviation Organisation অর্থাৎ বেসামরিক বিমান চলাচল আন্তর্জাতিক সংস্থা।
- এটির সদরদপ্তর কানাডার মন্ট্রিয়াল শহরে অবস্থিত ।
- ১৯৪৭ সালের ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শিকাগো কোনভেনশন কার্যকরের মাধ্যমে ICAO গঠিত হয় ।
- ১৩ মে ১৯৪৭ এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। 
- ICAO এর বর্তমান মহাসচিব হুয়ান কার্লোস সালাজার ।তিনি ১ আগস্ট, ২০২১ তারিখে দায়িত্ব গ্রহণ করেন।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি ।

কম্পিউটার এবং কম্পিউটার প্রোগ্রামিং এ যে চার ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সে গুলো হল:
- ডেসিম্যাল (Decimal) বা দশমিক সংখ্যা পদ্ধতি
- বাইনারি (Binary) সংখ্যা পদ্ধতি
- অক্টাল (Octal) সংখ্যা পদ্ধতি
- হেক্সাডেসিম্যাল (Hexadecimal) সংখ্যা পদ্ধতি

 বাইনারি কোডেড ডেসিমাল (বিসিডি) হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বাইনারি কোড কে ৪ বিট করে 0 - 9 অক্ষরের দ্বারা প্রকাশ করা হয়। এই কোডের মান দেখতে দশমিক সংখ্যার মতো তাই একে Binary Coded Decimal ও বলা হয়; যদিও ডেসিমাল কোড ও বাইনারি কোডেড ডেসিমাল দেখতে একই রকম হলেও প্রকৃত মান ভিন্ন।
'জেনেটিকস' শব্দটি প্রথম প্রচলন করেন উইলিয়াম বেটসন ।
- তিনি ১৯০৫ সালে এটি প্রচলন করেন
- জিনতত্ত্বের জনক হচ্ছেন  গ্রেগর জোহান  মেন্ডেল
প্রতি ঘনমিলিলিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা ৫০০০ - ৯০০০। লোহিত রক্তকণিকার সংখ্যায় শ্বেত রক্তকণিকার সংখ্যা অনেক কম হয়। মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত ১ঃ৭০০। combined
-সৌদি রাজতন্ত্রে কখনো লিখিত সংবিধান ছিল না।
-তবে ১৯৯২ সালে তৎকালীন রাজা Basic Law of Government নামে একটি নথি প্রকাশ করেন।
-নথিটিতে সরকার কিভাবে পরিচালিত হবে এবং জনগণের অধিকার ও কর্তব্য দিক নির্দেশনা প্রদান করা হয়েছিল ।
comb
অরগানাইজেশন অফ আমেরিকান স্টেটস, বা OAS একটি আন্তর্জাতিক সংগঠন যা আমেরিকার মধ্যে তার সদস্য দেশগুলির মধ্যে সংহতি এবং সহযোগিতার উদ্দেশ্যে 30 এপ্রিল 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে সদর দফতর, OAS- এর 35 জন সদস্য রয়েছে.
ভুটানের ভাষা > দোজাংখা।
নেপালের ভাষা > নেপালি।
ঘানার ভাষা > ইংরেজি।
কম্বোডিয়ার ভাষা > খোমার।    

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কয়েকটি গুরুত্ব সীমারেখাঃ
সিগফ্রিড লাইন-জার্মানি ও ফ্রান্স
ওডারনিস লাইন-জার্মানি ও পোল্যান্ড
সনোরা লাইন-যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
ডুরানড লাইন- পাকিস্তান ও আফগানিস্তান

combined
'ছিয়াত্তরের মন্বন্তর' ( ইংরেজি: Bengal famine of 1770) বাংলার তথা ভারতের ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে ( খ্রি. ১৭৭০) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'ছিয়াত্তরের মন্বন্তর' বলা হয়।
এ পর্যন্ত বাংলাদেশে সাতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়। স্বাধিনতার পর বঙ্গবন্ধুর আমলে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহন করা হয়।
ড. মুহম্মদ এনামুল হক ১৯৫৬ সালের ১ ডিসেম্বর বাংলা একাডেমির প্রথম পরিচালক হিসেবে নিযুক্ত হন। দেশ স্বাধীন হওয়ার পর সরকার পরিচালিত কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডকে বাংলা একাডেমির সাথে একীভূত করে এর কাঠামোগত পরিবর্তন আনা হয় ও পরিচালকের মর্যাদা মহাপরিচালকে উন্নীত করা হয়। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক মযহারুল ইসলাম (২ জুন ১৯৭২-১২ আগস্ট ১৯৭৪)
বাংলাদেশ সেনাবাহিনী, ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের শান্তি রক্ষা অপারেশনের অংশ হিসাবে একাধিক দেশে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। 
১৯৮৮ সালে সর্বপ্রথম দুটি অপারেশনে অংশগ্রহণ করে,একটি হল ইরাক UNIIMOG এবং নামিবিয়া UNTAG। 
এই সময় তৎকালীন সরকার প্রধান ছিলেন, লেফটেনেন্ট জেনারেল হুসেন মুহাম্মদ এরশাদ এবং ১৯৮৮ সালে UNIIMOG সঙ্গে প্রথমবার এই পদক্ষেপ নেন


বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের মাননীয় স্পিকার। পঞ্চদশ সংশোধনীর পূর্বে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাতেন।

মাননীয় প্রধানমন্ত্রী, স্পীকার ও ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি।
টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল নিয়ে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মধুপুর বনাঞ্চল গঠিত।

১৯৭২ সালের সংবিধানে যে চারটি মৌলিক নীতি গ্রহণ করা হয়েছিল, সেই চারটি মূলনীতিই প্রকাশ করে জাতীয় প্রতীকের চারটি তারকা । 

উল্লেখ্য, চারটি মূলনীতি হলোঃ 
০১. জাতীয়তাবাদ;
০২. ধর্ম নিরপেক্ষতাবাদ; 
০৩. সমাজতন্ত্র;
০৪. গণতন্ত্র । 

আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম হল লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র । বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ ' নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দু ' পাশে দুটি করে মোট ৪ টি তারকা। এ মনোগ্রামটির ডিজাইনার হলেন এ.এন সাহা ।
বাংলাদেশকে স্বীকৃত দানকারী,
-প্রথম উত্তর আমেরিকার দেশঃ বার্বাডোস
-১৯৭২ সালের ২০ জানুয়ারি  বার্বাডোস বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
-মার্কিন যুক্তরাষ্ট্রের ৪ এপ্রিল,১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃত দিয়েছিল।
-১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ফ্রান্স ও কানাডা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ।

প্রথম সমাজতান্ত্রিক বা ইউরোপীয় দেশ-পূর্ব জার্মানি।
-১১ জানুয়ারি, ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি।
-১২ জানুয়ারি,১৯৭২ সালে পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয় ।
প্রথম দক্ষিণ আমেরিকার দেশ -ভেনেজুয়েলা ।
কাঁকন বিবি ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক বীরযোদ্ধা, বীরাঙ্গনা ও গুপ্তচর। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি পাকিস্তানি বাহিনীর বিপক্ষে মুক্তিবাহিনীর হয়ে ৫ নং সেক্টরের গুপ্তচরের কাজ করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরপ্রতীক খেতাব দেওয়ার ঘোষণা দেয়া হয়। তিনি মুক্তিবেটি নামে পরিচিত। তিনি খাসিয়া সম্প্রদায়ের এক পরিবারে জন্মগ্রহণ করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে মোট ৩৫ জন কে নিয়ে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় .১৯ জুন ১৯৬৮ সালে কুর্মিটলা সেনানিবাসে এই মামলা কার্যক্রম শুরু হয় .২২ ফ্রেব্রুয়ারি ১৯৬৯ সালে পাকিস্তান সরকার জনরোধের মুখে এই মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় ।







ধরি, বাগানের দৈর্ঘ্য x মি. এবং রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = x + ২+২ মি.

সুতরাং, (x + ৪) = ১৯৬

⇒ x + ৪ = ১৪

⇒ x = ১৪ - ৪

⇒ x = ১০

বাগানের ক্ষেত্রফল, x = ১০ = ১০০ বর্গ মিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = ১৯৬ - ১০০ = ৯৬ বর্গ মিটার

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0