- ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি - ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার - ১ মিটার = ১০০ সেন্টিমিটার - ১ গজ = ০.৯১৪৪ মিটার - ১ মাইল = ১৬০৯ মিটার - ১ মাইল = ১.৬০৯ কিলোমিটার - ১ কিলোমিটার = ০.৬২১ মাইল - ১ কাঠা = ৭২০ বর্গফুট - ১ কাঠা = ১.৬৫ শতক - ১ লিটার =১০০০ মিলিলিটার।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
• মেশিনের ভাষা হলো কম্পিউটারের জন্য সবচেয়ে মৌলিক ভাষা। এটি কেবলমাত্র বাইনারী সংখ্যার সমন্বয়ে গঠিত।
• মেশিনের ভাষায় প্রোগ্রাম রচনা করা অত্যন্ত কঠিন এবং সময়সাপেক্ষ। এর কারণ হলো মেশিনের ভাষা মানুষের ভাষা থেকে অনেক ভিন্ন। • মেশিনের ভাষা বুঝতে এবং ব্যবহার করতে প্রোগ্রামারদেরকে অত্যন্ত দক্ষ হতে হয়।
- Vital Information Resources Under Seize (VIRUS) এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম (Software) যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যাবৃদ্ধি করে। - এই Program কিছু নির্দেশ বহন করে যা Computer এর CPU কর্তৃক গ্রহণ করে Computer-কে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। - ১৯৭১ সালে বব থমাস প্রথম Computer Virus তৈরী করেন আর ১৯৮৩ সালে ফ্রেডরিক কোহেন Virus নামকরণ করেন। - জনপ্রিয় কয়েকটি Virus হলো CIH, Creeper ও I love u প্রভৃতি।
- WiFi (ওয়াই-ফাই) একটি তার হীন সংযোগ প্রযুক্তি, যা ডিভাইসগুলোর মধ্যে ডেটা আদান-প্রদান করতে ওয়্যারলেস সিগন্যাল ব্যবহার করে। - এতে কোনো ধরনের শারীরিক তারের প্রয়োজন হয় না। - WiFi রাউটার এবং সংযুক্ত ডিভাইসগুলোর মধ্যে ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়।
অন্যদিকে: - অপটিক্যাল ফাইবার: এটি একটি ফাইবার অপটিক্যাল ক্যাবল যা উচ্চ গতির ইন্টারনেট সংযোগে ব্যবহৃত হয়, তবে এটি WiFi সংযোগের জন্য নয়। - তামার তার: এটি সাধারণত ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার করা হয়, যেমন DSL বা Ethernet সংযোগের ক্ষেত্রে, কিন্তু WiFi সংযোগের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
- Microsoft Edge একটি ব্রাউজার সফটওয়্যার, যা ওয়েব ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত হয়। - এটি ওয়েব পৃষ্ঠাগুলি দেখার জন্য ডিজাইন করা হয়েছে এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য বিভিন্ন ফিচার প্রদান করে।
অন্যদিকে, - WORD: একটি word processing সফটওয়্যার, যা ডকুমেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়। - PUBLISHER: একটি ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার, যা প্রিন্ট বা ডিজিটাল ম্যাগাজিন, ফ্লায়ার ইত্যাদি তৈরির জন্য ব্যবহৃত হয়। - AVRO: এটি একটি বাংলা টাইপিং সফটওয়্যার, যা বাংলা লেখার জন্য ব্যবহৃত হয়।
- Wireless Fidelity (Wi-Fi) হচ্ছে এক ধরনের জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি, যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোন ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে। - এর স্ট্যান্ডার্ড হলো- IEEE802.11
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- Mouse, Keyboard, ও Microphone—এই তিনটি ডিভাইস ডেটা বা নির্দেশনা কম্পিউটারে প্রবেশ করানোর জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ এগুলো Input Device। - Monitor কম্পিউটার থেকে তথ্য প্রদর্শন করে, অর্থাৎ এটি একটি Output Device, Input নয়। ====================
- কম্পিউটারে ব্যবহৃত যেসব Device ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাকে ইনপুট আউটপুট ডিভাইস বলে। Printer Scanner, Camera, VCR, VCP, VTR, TV, MODEM ও Touch Screen প্রভৃতি ইনপুট আউটপুট ডিভাইস।
- কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে ঐ কাজের তথ্য প্রদান করতে হয়। Computer-কে দেয়া এ তথ্যই হচ্ছে Input. Computer-কে তথ্য প্রদান করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে Input device বলে। কয়েকটি Input device হলো: Keyboard, Mouse, Scanner, OMR, OCR, MICR, Microphone, Light pen etc.
- Input থেকে প্রাপ্ত ফলাফলকে Output বলে। আর যে সকল যন্ত্রের সাহায্যে Input এর Output পাওয়া যায় তাকে Output device বলে। কয়েকটি Output device হলো- Projector, Monitor, Printer ও Speaker.
- কিছু অধাতব মৌলের রাসায়নিক গুণাগুণ মোটামুটি অভিন্ন হলেও ভৌত ধর্মের মধ্যে বিভিন্নতা থাকে। - এইসব পদার্থ বা মৌল গুলোকেই বহুরূপী মৌল বলে এবং মৌলের এই বৈশিষ্ট্যকে বলা হয় বহুরূপতা। - কার্বন একটি বহুরূপী মৌল। - কার্বনের দুটি বিশেষ রূপ হলো হীরক ও গ্রাফাইট।
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ ডিসেম্বর ২০১৯ সালে শুরু হয়েছিল। - ৭ অক্টোবর ২০২৩ সালে টার্মিনালটি আংশিকভাবে উদ্বোধন করা হয়েছিল। - তৃতীয় টার্মিনাল ভবনের স্থপতি সিঙ্গাপুরের Rohani Baharin।
- বাংলাদেশে বর্তমান আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা ৩ টি । যথা -হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ,শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ।
- আর দেশে বর্তমানে অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা ৫ টি ।যথা -রাজশাহী ,যশোর , সৈয়দপুর (নীলফামারী),বরিশাল,কক্সবাজার ।
উল্লেখ্য আন্তর্জাতিক ৩ টি সহ অভ্যন্তরীণ বিমানবন্দর ৮ টি ।
- বিমানের প্রতীক 'বলাকা' এর ডিজাইনার হলেন পটুয়া কামরুল হাসান। - তিনি জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকেরও ডিজাইনার। - তাছাড়া তার বিখ্যাত চিত্রকর্মগুলো হলো- তিন কন্যা, রায়বেশে নৃত্য, নাইওর, বাংলার রূপ, প্যাঁচা, জেলে ইত্যাদি। - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জেনারেল ইয়াহিয়া খানের মুখের ছবি দিয়ে আঁকা 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' স্কেচটি তিনি অঙ্কন করেন।
- শ্রীলংকার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম ড. হরিনী অমরসুরাইয়া। - তার রাজনৈতিক দলের নাম ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)। - ২৫ সেপ্টেম্বর, ২০২৪ শ্রীলংকার ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। উল্লেখ্য সিরিমাভো বন্দরনায়েকে (প্রথম) এবং তার মেয়ে সিরিমাভা বন্দরনায়েকে কুমারতুঙ্গা (দ্বিতীয়) দেশটির নারী প্রধানমন্ত্রী ছিলেন।
- GSP (General System Preference) হলো এমন একটি সুবিধা যার আওতায় স্বল্পোন্নত দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে পণ্য রপ্তানিতে ৯৭ থেকে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। - যুক্তরাষ্ট্র ১৯৭৪ সাল থেকে বিভিন্ন দেশ ও পণ্যের ক্ষেত্রে জিএসপি সুবিধা বহাল রেখেছে। - আর বাংলাদেশ ১৯৭৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে এ সুবিধা পাচ্ছে। উল্লেখ্য তাজরিন ফ্যাশনসে আগুন এবং রানা প্লাজা ধসের পর কলকারখানায় কাজের পরিবেশ উন্নত না হওয়াসহ নানা কারণে ২০১৩ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক শিল্পে জিএসপি সুবিধা বালিত করে।
- ১৯৮২ সালে বাংলাদেশে পলিথিন বাজারজাত ও ব্যবহার শুরু হয়। - আর বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০০২ সালের ১ মার্চ বাংলাদেশ সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু নিষিদ্ধ করা হলেও তা কার্যকর ছিল না।। - পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ১ অক্টোবর, ২০২৪ সাল থেকে দেশের সকল সুপারসপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে।
- TCB এর পূর্ণরূপ হচ্ছে- Trading Corporation of Bangladesh. - এটি বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সংস্থা। স্বাধীনতার পর দেশে খাদ্য ঘাটতি মেটাতে ১৯৭২ এটি প্রতিষ্ঠিত হয়। - এর মূল উদ্দেশ্য হচ্ছে কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা।
অর্থনীতি সংক্রান্ত কিছু শব্দ সংক্ষেপ:
⇒ GDP: Gross Domestic Product ⇒ GNP: Gross National Product ⇒ GNH: Gross National Happiness ⇒ NNP: Net National Product ⇒ BTC: Bangladesh Tariff Commission ⇒ VGD: Vulnerable Group Development ⇒ VFG: Vulnerable Group Feeding ⇒ OMS: Open Market Sale ⇒ L.C: Letter of Credit ⇒ TCB: Trading Corporation of Bangladesh
- ১০-৩০ সেপ্টেম্বর, ২০২৪ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়। - অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর এ অধিবেশনে ভাষণ দেন। - ৭৯তম অধিবেশনে বির্তকের মূল প্রতিপাদ্য ছিল 'কাউকে পিছিয়ে রাখা নয়: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা'। - আর ক্যামেরুনের প্রধানমন্ত্রী ফিলেমন ইউনজি ইয়াং এ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- শেয়ার বাজার (stock market) হলো এমন একটি প্লাটফর্ম যেখানে স্টক একচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা হয়। একে পুঁজি বাজারও বলা হয়। - সাধারণত প্রাইমারি বাজার (Primary market) ও সেকেন্ডারি বাজার (secondary market) এ দুটির মাধ্যমে শেয়ার লেনদেন করা হয়ে থাকে। - একটি কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রস্তাব করে, সে বাজারকে প্রাথমিক বাজার বলে। - আর সেকেন্ডারি বাজার হলো একটি আর্থিক বাজার যেখানে প্রাথমিক বাজারের মাধ্যমে ইস্যুকৃত শেয়ার বার বার লেনদেন হয়।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।