বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লি. (ট্রাফিক হেলপার) - ০৪.১০.২০২৪ (80 টি প্রশ্ন )
৮ কেজি চালের দাম ১৬৮ টাকা
১ কেজি চালের দাম ১৬৮/৮ টাকা
৫ কেজি চালের দাম (১৬৮ × ৫)/৮ টাকা
                        = ১০৫ টাকা 
প্রশ্নমতে,  3b + 7 = 37
⇒ 3b = 37 - 7
⇒ 3b = 30
⇒ b = 30 ÷ 3
⇒ b = 10

অতএব, b এর মান = 10
- সংখ্যাটি ২৩০০৫, এতে রয়েছে হাজারের স্থানে
- তাই সঠিক উত্তর হবে ৩০০০। 
১২টি কমলার ক্রয়মূল্য ১ টাকা
১টি কমলার ক্রয়মূল্য ১/১২ টাকা

৮টি কমলার বিক্রয়মূল্য ১ টাকা
১টি কমলার বিক্রয়মূল্য ১/৮ টাকা

লাভ = (১/৮) - (১/১২)
       = (৩ - ২)/২৪
        = ১/২৪

১/১২ টাকায় লাভ হয় = ১/২৪ টাকা
১ টাকায় লাভ হয় = (১/২৪)/(১/১২) টাকা
১০০ টাকায় লাভ হয় = (১২× ১০০)/২৪ = ৫০ টাকায়
৩ : ৫ এর দ্বিগুণানুপাত- 
⇒ ৩ : ৫২ = ৯ : ২৫
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ।
- অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ।
- সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি সূক্ষ্মকোণ ।
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (ভূমি x উচ্চতা)/২ বর্গ একক
                        = (৬ x ৪)/২ বর্গ মিটার 
                        = ১২ বর্গ মিটার 
১৫ = ৩ x ৫
২০ = ২ x ২ x ৫
২৫ = ৫ x ৫

নির্ণেয় ল.সা.গু = ৫ x ৩ x ৪ = ৩০০
- ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
- ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
- ১ মিটার = ১০০ সেন্টিমিটার
- ১ গজ = ০.৯১৪৪ মিটার
- ১ মাইল = ১৬০৯ মিটার
- ১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
- ১ কিলোমিটার = ০.৬২১ মাইল
- ১ কাঠা = ৭২০ বর্গফুট
১ কাঠা = ১.৬৫ শতক
- ১ লিটার =১০০০ মিলিলিটার। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
৮, ১৩, ২১, ৩৪ ............. এটি একটি ফিবোনাক্কি ধারা।
∴ পরের পদ = ২১ + ৩৪ = ৫৫
১৫% ক্ষতিতে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা

বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮৫ টাকা
বিক্রয়মূল্য ১৭০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৭০)/৮৫ = ২০০ টাকা
১০ জনে একটি কাজ করতে পারে ৬ দিনে
১ জনে একটি কাজ করতে পারে ৬ × ১০ দিনে
৩ জনে একটি কাজ করতে পারে (৬ × ১০)/৩ = ২০ দিনে
আমরা জানি, 
(a + b)2 = (a2 + b2) + 2ab 
বা, 2ab = (a + b)2 - (a2 + b2
বা, 2ab = (7)2 - 25 
বা, 2ab = 49 - 25 
∴ 2ab = 24

২০% বৃদ্ধিতে,
বর্তমান বেতন ১২০ টাকা হলে আগের বেতন ১০০ টাকা
বর্তমান বেতন ১ টাকা হলে আগের বেতন ১০০/১২০ টাকা  
বর্তমান বেতন ১৮০ টাকা হলে আগের বেতন (১০০ × ১৮০)/১২০ = ১৫০ টাকা

• মেশিনের ভাষা হলো কম্পিউটারের জন্য সবচেয়ে মৌলিক ভাষা। এটি কেবলমাত্র বাইনারী সংখ্যার সমন্বয়ে গঠিত।

• মেশিনের ভাষায় প্রোগ্রাম রচনা করা অত্যন্ত কঠিন এবং সময়সাপেক্ষ। এর কারণ হলো মেশিনের ভাষা মানুষের ভাষা থেকে অনেক ভিন্ন।
• মেশিনের ভাষা বুঝতে এবং ব্যবহার করতে প্রোগ্রামারদেরকে অত্যন্ত দক্ষ হতে হয়।
- Vital Information Resources Under Seize (VIRUS) এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম (Software) যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যাবৃদ্ধি করে।
- এই Program কিছু নির্দেশ বহন করে যা Computer এর CPU কর্তৃক গ্রহণ করে Computer-কে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে।
- ১৯৭১ সালে বব থমাস প্রথম Computer Virus তৈরী করেন আর ১৯৮৩ সালে ফ্রেডরিক কোহেন Virus নামকরণ করেন।
- জনপ্রিয় কয়েকটি Virus হলো CIH, Creeper ও I love u প্রভৃতি।
- WiFi (ওয়াই-ফাই) একটি তার হীন সংযোগ প্রযুক্তি, যা ডিভাইসগুলোর মধ্যে ডেটা আদান-প্রদান করতে ওয়্যারলেস সিগন্যাল ব্যবহার করে।
- এতে কোনো ধরনের শারীরিক তারের প্রয়োজন হয় না।
- WiFi রাউটার এবং সংযুক্ত ডিভাইসগুলোর মধ্যে ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়।

অন্যদিকে:
- অপটিক্যাল ফাইবার: এটি একটি ফাইবার অপটিক্যাল ক্যাবল যা উচ্চ গতির ইন্টারনেট সংযোগে ব্যবহৃত হয়, তবে এটি WiFi সংযোগের জন্য নয়।
- তামার তার: এটি সাধারণত ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার করা হয়, যেমন DSL বা Ethernet সংযোগের ক্ষেত্রে, কিন্তু WiFi সংযোগের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
- Microsoft Edge একটি ব্রাউজার সফটওয়্যার, যা ওয়েব ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত হয়।
- এটি ওয়েব পৃষ্ঠাগুলি দেখার জন্য ডিজাইন করা হয়েছে এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য বিভিন্ন ফিচার প্রদান করে।

অন্যদিকে,
- WORD: একটি word processing সফটওয়্যার, যা ডকুমেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়।
- PUBLISHER: একটি ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার, যা প্রিন্ট বা ডিজিটাল ম্যাগাজিন, ফ্লায়ার ইত্যাদি তৈরির জন্য ব্যবহৃত হয়।
- AVRO: এটি একটি বাংলা টাইপিং সফটওয়্যার, যা বাংলা লেখার জন্য ব্যবহৃত হয়।
- Wireless Fidelity (Wi-Fi) হচ্ছে এক ধরনের জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি, যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোন ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- এর স্ট্যান্ডার্ড হলো- IEEE802.11

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Mouse, Keyboard, ও Microphone—এই তিনটি ডিভাইস ডেটা বা নির্দেশনা কম্পিউটারে প্রবেশ করানোর জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ এগুলো Input Device।
- Monitor কম্পিউটার থেকে তথ্য প্রদর্শন করে, অর্থাৎ এটি একটি Output Device, Input নয়।
==================== 

- কম্পিউটারে ব্যবহৃত যেসব Device ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাকে ইনপুট আউটপুট ডিভাইস বলে। Printer Scanner, Camera, VCR, VCP, VTR, TV, MODEM ও Touch Screen প্রভৃতি ইনপুট আউটপুট ডিভাইস।

- কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে ঐ কাজের তথ্য প্রদান করতে হয়। Computer-কে দেয়া এ তথ্যই হচ্ছে Input. Computer-কে তথ্য প্রদান করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে Input device বলে। কয়েকটি Input device হলো: Keyboard, Mouse, Scanner, OMR, OCR, MICR, Microphone, Light pen etc.

- Input থেকে প্রাপ্ত ফলাফলকে Output বলে। আর যে সকল যন্ত্রের সাহায্যে Input এর Output পাওয়া যায় তাকে Output device বলে। কয়েকটি Output device হলো- Projector, Monitor, Printer ও Speaker.
- কিছু অধাতব মৌলের রাসায়নিক গুণাগুণ মোটামুটি অভিন্ন হলেও ভৌত ধর্মের মধ্যে বিভিন্নতা থাকে।
- এইসব পদার্থ বা মৌল গুলোকেই বহুরূপী মৌল বলে এবং মৌলের এই বৈশিষ্ট্যকে বলা হয় বহুরূপতা।
- কার্বন একটি বহুরূপী মৌল।
- কার্বনের দুটি বিশেষ রূপ হলো হীরক ও গ্রাফাইট।
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ ডিসেম্বর ২০১৯ সালে শুরু হয়েছিল।
- ৭ অক্টোবর ২০২৩ সালে টার্মিনালটি আংশিকভাবে উদ্বোধন করা হয়েছিল। 
- তৃতীয় টার্মিনাল ভবনের স্থপতি সিঙ্গাপুরের Rohani Baharin।

- বাংলাদেশে বর্তমান আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা ৩ টি । যথা -হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ,শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ।

- আর দেশে বর্তমানে অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা ৫ টি ।যথা -রাজশাহী ,যশোর , সৈয়দপুর (নীলফামারী),বরিশাল,কক্সবাজার ।

উল্লেখ্য আন্তর্জাতিক ৩ টি সহ অভ্যন্তরীণ বিমানবন্দর ৮ টি ।
- বিমানের প্রতীক 'বলাকা' এর ডিজাইনার হলেন পটুয়া কামরুল হাসান।
- তিনি জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকেরও ডিজাইনার।
- তাছাড়া তার বিখ্যাত চিত্রকর্মগুলো হলো- তিন কন্যা, রায়বেশে নৃত্য, নাইওর, বাংলার রূপ, প্যাঁচা, জেলে ইত্যাদি।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জেনারেল ইয়াহিয়া খানের মুখের ছবি দিয়ে আঁকা 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' স্কেচটি তিনি অঙ্কন করেন।
- শ্রীলংকার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম ড. হরিনী অমরসুরাইয়া।
- তার রাজনৈতিক দলের নাম ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)।
- ২৫ সেপ্টেম্বর, ২০২৪ শ্রীলংকার ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
উল্লেখ্য সিরিমাভো বন্দরনায়েকে (প্রথম) এবং তার মেয়ে সিরিমাভা বন্দরনায়েকে কুমারতুঙ্গা (দ্বিতীয়) দেশটির নারী প্রধানমন্ত্রী ছিলেন।
- GSP (General System Preference) হলো এমন একটি সুবিধা যার আওতায় স্বল্পোন্নত দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে পণ্য রপ্তানিতে ৯৭ থেকে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়।
- যুক্তরাষ্ট্র ১৯৭৪ সাল থেকে বিভিন্ন দেশ ও পণ্যের ক্ষেত্রে জিএসপি সুবিধা বহাল রেখেছে।
- আর বাংলাদেশ ১৯৭৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে এ সুবিধা পাচ্ছে।
উল্লেখ্য তাজরিন ফ্যাশনসে আগুন এবং রানা প্লাজা ধসের পর কলকারখানায় কাজের পরিবেশ উন্নত না হওয়াসহ নানা কারণে ২০১৩ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক শিল্পে জিএসপি সুবিধা বালিত করে।
- সাঙ্গু গ্যাসক্ষেত্রটি ১৯৯৪ সালে আবিষ্কৃত হয়।
- ১৯৯৬ সালে এর উৎপাদন শুরু হয়।
- এটি বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র।

- গ্যাসক্ষেত্রটি ২০১৪ সালে বন্ধ করে দেওয়া হয়, কারণ গ্যাস উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।

- এটি বঙ্গোপসাগরে চট্টগ্রামের সিলিমপুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
- প্রথমে Cairn Energy এবং পরে Santos কোম্পানি এটি পরিচালনা করেছিল।
- ১৯৮২ সালে বাংলাদেশে পলিথিন বাজারজাত ও ব্যবহার শুরু হয়।
- আর বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০০২ সালের ১ মার্চ বাংলাদেশ সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু নিষিদ্ধ করা হলেও তা কার্যকর ছিল না।।
- পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ১ অক্টোবর, ২০২৪ সাল থেকে দেশের সকল সুপারসপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে।
- TCB এর পূর্ণরূপ হচ্ছে- Trading Corporation of Bangladesh.
- এটি বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সংস্থা। স্বাধীনতার পর দেশে খাদ্য ঘাটতি মেটাতে ১৯৭২ এটি প্রতিষ্ঠিত হয়।
- এর মূল উদ্দেশ্য হচ্ছে কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা।

অর্থনীতি সংক্রান্ত কিছু শব্দ সংক্ষেপ:

GDP: Gross Domestic Product
GNP: Gross National Product
GNH: Gross National Happiness
NNP: Net National Product
BTC: Bangladesh Tariff Commission
VGD: Vulnerable Group Development
VFG: Vulnerable Group Feeding
OMS: Open Market Sale
L.C: Letter of Credit
TCB: Trading Corporation of Bangladesh


- ১০-৩০ সেপ্টেম্বর, ২০২৪ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর এ অধিবেশনে ভাষণ দেন।
- ৭৯তম অধিবেশনে বির্তকের মূল প্রতিপাদ্য ছিল 'কাউকে পিছিয়ে রাখা নয়: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা'।
- আর ক্যামেরুনের প্রধানমন্ত্রী ফিলেমন ইউনজি ইয়াং এ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- শেয়ার বাজার (stock market) হলো এমন একটি প্লাটফর্ম যেখানে স্টক একচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা হয়। একে পুঁজি বাজারও বলা হয়।
- সাধারণত প্রাইমারি বাজার (Primary market) ও সেকেন্ডারি বাজার (secondary market) এ দুটির মাধ্যমে শেয়ার লেনদেন করা হয়ে থাকে।
- একটি কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রস্তাব করে, সে বাজারকে প্রাথমিক বাজার বলে।
- আর সেকেন্ডারি বাজার হলো একটি আর্থিক বাজার যেখানে প্রাথমিক বাজারের মাধ্যমে ইস্যুকৃত শেয়ার বার বার লেনদেন হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0