বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. (বিভিন্ন পদ) - ২৮.০১.২০২৩ (79 টি প্রশ্ন )
0.15=15/100=3/20
15+5x = 20+4x
⇒5x-4x = 20-15
⇒x = 5
cosecθ = √2
⇒cosecθ = cosec45º
⇒ θ = 45º
ঘনবস্তুর উপরিভাগকে তল বলে। যেমন ইট একটি ঘনবস্তু যার ৬টি তল আছে।
রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নেই,
4x=4 or, x = 1
আমরা জানি, I=Pnr/100
⇒n= I × 100/p×r = 273 × 100/ 650 × 7
= 6 years
3x2-7x-6
=3x2-9x+2x-6
=3x(x-3)+2(x-3)
=(x-3)(3x+2)
দেওয়া আছে, a2 + b2 = ab
∴ a3+b3 = (a+b)(a2-ab+b2)
=(a+b)(a2+b-ab)
=(a+b)(ab-ab)
=(a+b).0
=0

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেওয়া আছে,
a+b =7
ab= 12

তাহলে, 
a = 4, b = 3 হলে a+b = 7
এবং, ab = 12 হবে।

∴a-b = 4-3 = 1
দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ৪ টি কোণ তৈরি হয়
যেহেতু একটি সরলরেখায় শুধু দুটি বিন্দু থাকে তাই দুটি বিন্দু দিয়ে কেবল একটি সরলরেখাই অংকন করা সম্ভব। 
মনে করি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, x এর ১২ % = ৯৬ 
⇒ x × ১২/১০০ = ৯৬
⇒ x = ৯৬× ১০০/১২
⇒ x = ৮০০
৩৫% = ৩৫/১০০ = ০.৩৫
মনে করি, নির্ণেয় অংশ = x
প্রশ্নমতে, 50 এর x% = 30
⇒ 50 × x/100 = 30
⇒ x/2 = 30 ⇒ x = 60
ট্রেনটির বেন = ৬০ কিমি/গন্টা
                 = ৬০ × ৫/১৮ মি./সে।
ট্রেনটি ৫০/৩ মিটার যায় ১ সেকেন্ডে
ট্রেনটি ১ মিটার যায় ১×৩/৫০ সেকেন্ডে
∴ট্রেনটি ১০০ মিটার যায় ১×৩×১০০/৫০ সেকেন্ডে = ৬ সেকেন্ডে
১৫ জন লক কাজটি করে ৩ ঘণ্টায় 
১ জন লক কাজটি করে ৩ × ১৫ ঘণ্টায়
∴৫ জন লক কাজটি করে ৩ × ১৫/৫ঘণ্টায় = ৯ ঘণ্টায়   
দেওয়া আছে, ১ টি কলমের দাম ১০ টাকা
∴৩ টি কলমের দাম =৩০ টাকা
এবং, ১০ টি খামের দাম ৩ টাকা 
তাহলে ৩ টি কলম ও ১০ টি খামের মোট দাম = ৩০+৩ = ৩৩ টাকা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
০.৫ × ০.০০০৫ = ০.০০০২৫
Abbreviation এর ক্ষেত্রে প্রথমে consonant থাকা সত্ত্বেও উচ্চারণ vowel এর মতো হলে an বসে। REF: An M.A, an FRCS, an LLB etc.
কোনো কিছু অধিক পচন্দনীয় অর্থে preferable এর পরে preposition হিসেবে to বসে। Milk is preferable to tea- থেকে দুধ বেশী পছন্দনীয়।
'Feel at home' স্বাচ্ছন্দবোধ করা) phrase-টির অর্থ - Free and easy.
'In no time' (তৎক্ষণাৎ) idiom-টির অর্থ- very quickly

সাধারণত preposition এর পরে pronoun এর

objective form বসে।


subjective:They

objective:Them

possive adjective:Their




Comparative degree এর structure অনুযায়ী শূন্যস্থানে taller বসবে। Comparative degree এর structure: sub + verb + adjective 4.7 comparative form + বাকি অংশ।
যে word দুটি sentence/clause কে যুক্ত করতে ব্যবহৃত হয় তাকে conjunction বলে। যেমন: or, and but, yet, though because ইত্যাদি।
প্রদত্ত বাক্যে hard শব্দটি adverb হিসেবে ব্যবহৃত। হয়েছে। কারণ, hard শব্দটি বাক্যের verb works' কে modify করেছে।
খুব বেশি পরিমাণ অর্থ বোঝাতে as much as এবং as many as দুটোই ব্যবহৃত হয়। তবে, অর্থ, ওজন এবং দূরত্ব নির্দেশ করলে as much as এবং নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করলে as many as বসে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যে part of speech দ্বারা noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা নির্দেশ করে তাকে adjective বলে। অপশনগুলোর মধ্যে clever শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়। যেমন: Sakib is a clever boy. Briefly শব্দটি adverb হিসেবে এবং simplicity এবং importance শব্দদুটি noun হিসেবে ব্যবহৃত হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0