বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট) - ০১.০৯.২০২৩ (80 টি প্রশ্ন )
- "Identical" এর প্রতিশব্দ হলো: exactly the same.

- Identical হচ্ছে পুরোপুরি একরূপ বা সম্পূর্ণ অভিন্ন।
- Exactly the same পুরোপুরি একরূপ, যা "identical" এর সাথে সঠিকভাবে মেলে।

অন্যদিকে,
- Familiar (পরিচিত)
- Recognizable (চিনতে পারা)
- Almost similar (প্রায় একইরকম)। 
- যেসব দম্পতি কোনো কারণে সন্তান জন্ম দিতে পারে না সেই দম্পতির স্ত্রীর ডিম্বাণু আলাদা করে স্বামীর শুক্রাণুর সাথে টেস্ট টিউবের মধ্যে রেখে নিষিক্ত করে স্ত্রীর জরায়ুতে স্থানান্তরিত করা হলে যে শিশু জন্মগ্রহণ করে তাকে টেস্টটিউব বেবী বলে।
- টেস্টটিউব বেবী পদ্ধতির জনক হলেন রবার্ট এডওয়ার্ডস।
- ১৯৭৮ সালে ইংল্যান্ড বিশ্বের প্রথম টেস্টটিউব বেবী লুইস ব্রাউনের জন্ম হয়।
- অন্তঃক্ষরা গ্রন্থি হতে নিঃসৃত যে জৈব রাসায়নিক পদার্থ উৎস হতে দুরবর্তী স্থানে পরিবাহিত হয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় দেহের নির্দিষ্ট শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করে এবং ক্রিয়া শেষে নিজে নিঃশেষ হয়ে যায়, তাকে হরমোন বলে।
- এটি মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে। রাসায়নিকভাবে এরা স্টেরয়েড, প্রোটিন, বা ফেনলধর্মী হয়ে থাকে।
- কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয় তৈলাক্ত পদার্থ (অসম্পৃক্ত এলকোহল)।
- মানব দেহের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে।
- এটি লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়।
- রক্তে তিন ধরনের লিপোপ্রোটিন দেখা যায়। যেমন: নিম্ন ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন (LDL), উচ্চ ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন (HDL) ও ট্রাই- গ্লিসারাইড (Tryglyceride)।
- LDL কে খারাপ কোলেস্টেরল বলা হয়। কারণ এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
- HDL কে ভালো কোলেস্টেরল বলা হয়। এটি হৃদরোগের ঝুঁকি কমায়।
- আর ট্রাই-গ্লিসারাইড চর্বি হিসেবে রক্তের প্লাজমায় অবস্থান করে।
- রক্তের লোহিত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম থ্যালাসেমিয়া।
- এ রোগে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি দেখা দেয়।
- এ রোগে আক্রান্ত ব্যক্তি সর্বদাই রক্তশূন্যতা ও অক্সিজেন স্বল্পতা অনুভব করে।
- এ রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে।
- সাগর, মহাসাগর, নদ-নদী, হ্রদ, ঝরনা, পুকুর, ডোবা, নালা, খাল-বিল, মেরুঅঞ্চল ও পর্বত চূড়ার বরফ, তুষার, কুয়াশা, ভূ-গর্ভস্ত পানি, জলীয় বাষ্প ইত্যাদি মিলে বারিমণ্ডল।
- পৃথিবীর পৃষ্ঠের আয়তনের প্রায় ৭১% পানি, বাকি ২৯% মাত্র স্থলভাগ।
- পৃথিবীর বুকে সঞ্চিত মোট পানির পরিমাণ হচ্ছে ১.৪ × ১০ ঘন কিলোমিটার।
- এ পানির ৯৭.৬২% রয়েছে সমুদ্রে, যা লবণাক্ত।
- মোট মিঠাপানির পরিমাণ সর্বমোট পানির ২.৩৮%।
- এর ২.০৮% মিঠাপানি মেরু অঞ্চলে বরফ হিসেবে আবদ্ধ থাকে।
- অবশিষ্ট ০.৩% পানি বাষ্প, মৃত্তিকাস্থ পানি, ভূ-গর্ভস্থ পানি ও স্থলভাগের জলাশয়ের পানি হিসেবে বর্তমান।
- মাত্র ০.০১% পানি মানুষের ব্যবহারযোগ্য স্বাদু পানি।
- স্বাদুপানির ৮০% বরফ, তুষার এবং হিমবাহ হিসেবে স্থায়ীভাবে অ্যান্টার্কটিকার, গ্রীনল্যান্ড ইত্যাদি অঞ্চলে জমা রয়েছে।
- ১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকার সেগুনবাগিচায় ভাড়া বাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘরের যাত্রা শুরু হয়।
- বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁওয়ে অবস্থিত।
- এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ২০১১ সালের ৪ মে এবং উদ্বোধন করা হয় ২০১৭ সালের ১৬ এপ্রিল ।
- ৪ জানুয়ারি, ১৯৭২ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গঠিত হয়।
- ৪ মার্চ, ১৯৭২ সালে ব্রিটিশ কালোডোনিয়ানের থেকে পাওয়া একটি বোয়িং ৭০৭ চার্টার্ড প্লেন দিয়ে ঢাকা-লন্ডন রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হয়।
- ৭ মার্চ চট্টগ্রাম ও সিলেট এবং ৯ মার্চ যশোরে একটি ফ্লাইটের মাধ্যমে অভ্যন্তরীণ কার্যক্রম শুরু হয়।
- বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা ৩টি। যথা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ৩০ অক্টোবর, ২০১৭ সালে ইউনেস্কোর আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি Memory of the world Register-এ অন্তর্ভুক্ত করতে ৭৮টি দলিলকে মনোনয়ন দেয়।
- এ তালিকায় ৪৮ নম্বরে ৭ মার্চ, ১৯৭১  সালে রেসকোর্স (সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ৭ মার্চ এর ঐতিহাসিক ভাষণকে Worlds Documentary Heritage এর অংশ হিসেবে Memory of the world Register অন্তর্ভুক্ত করে।
- ১৯৯৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৪২৭টি দলিল ও সংগ্রহ Memory of the world Register-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
- ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই একমাত্র ও প্রথম অলিখিত ভাষণ।
উল্লেখ্য, ১৯৯২ সালে ইউনেস্কো Memory of the world Register প্রোগ্রামটি চালু করে।
- জাতীয় সংসদের কেবল আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে।
- বাংলাদেশের সংবিধানের ৬৫ (১) ধারায় বলা হয়েছে- ‘জাতীয় সংসদ' নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে।
- বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৮৮.২৯ লক্ষ হেক্টর (২ কোটি ১৮ লক্ষ একর)।
- মোট ফসলি জমি : ১৬০.৫৭ লক্ষ হেক্টর। 
- এক ফসলি জমি : ২১.১০ লক্ষ হেক্টর
- দুই ফসলি জমি : ৪১.২৫ লক্ষ হেক্টর
- তিন ফসলি জমি : ১৮.৬৭ লক্ষ হেক্টর
- চার ফসলি জমি : ০.২৩ লক্ষ হেক্টর
- নিট ফসলি জমি : ৮১.২৬ লক্ষ হেক্টর
- মোট ফসলি জমি : ১৬০.৫৭ লক্ষ হেক্টর

সোর্সঃ সরকারি ওয়েব সাইট (সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩ এপ্রিল ২০২৪) 
 ১০ এপ্রিল, ১৯৭১ মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪ টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে, পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে।
- ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ- কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না। এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হত।
• পঞ্চবার্ষিকী পরিকল্পনা সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগের মূলভিত্তি। এ পরিকল্পনার মাধ্যমে দেশের উন্নয়নে সরকার বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করে। উন্নয়ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন।
 - বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
 - এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে।
 - ২৯ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২০২৫ মেয়াদে চূড়ান্ত অনুমোদন দেয়।
 - তবে এটির কার্যকাল ধরা হয়েছে  ২০২০ জুলাই থেকে জুন ২০২৫ পর্যন্ত।

 - উল্লেখ্য, বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় ১৯৭৩ সালে, যার মেয়াদ ১৯৭৩-১৯৭৮ সাল পর্যন্ত
- ভারতে বা বাংলায় মানুষের উদ্ভব হয়নি, আগমন হয়েছিল।
- প্রথমে আসে নেগ্রিটো সম্প্রদায়ের মানুষ। এরা প্রাগৈতিহাসিক যুগে স্থলপথে আফ্রিকা থেকে ভারতবর্ষে আসে।
- এরপর পর্যায়ক্রমে প্রোটো অস্ট্রালয়েড, অস্ট্রিক ও দ্রাবিড় জাতির আগমন ঘটে। দ্রাবিড় জাতি এসে অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে। দ্রাবিড় আগমনের সামসময়িককালে ভোটচীনীয় বা মঙ্গোলীয় জাতির আগমন ঘটে।
- অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গোলীয় জাতির সংমিশ্রণে গড়ে ওঠে (অস্ট্রিক) বাঙালি জাতি। যাদেরকে নিষাদ জাতিও বলা হয়।
- এরপর খ্রিষ্টপূর্ব ১৫০০ শতকে ভারতবর্ষে (বাংলায়) আর্যরা প্রবেশ করে এবং অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে।
- এভাবে আর্য ও অনার্য আদিম অধিবাসীদের সংমিশ্রণে এক নতুন সংকর জাতিগোষ্ঠীর উদ্ভব ঘটে। যারা পরবর্তীতে বাঙালি নামে পরিচিত হয়।
- তবে নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষের উপর আদি-অস্ট্রেলীয় প্রভাব বিদ্যমান।
- সোয়াচ অব নো গ্রাউন্ড (গঙ্গাখাত) গঙ্গা- ব্রহ্মপুত্র ব-দ্বীপের পশ্চিমে অবস্থিত বঙ্গোপসাগরের ভিতরে একটি গভীর খাদ।
- এটি সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কি.মি. দূরে অবস্থিত। এর গড় গভীরতা ১২০০ মিটার।
- উত্তর ইউরোপে অবস্থিত স্ক্যান্ডিনেভিয়ান ৫টি দেশ। যথা: ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।
- অন্যদিকে, যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
- পৃথিবীর গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ।
- রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ।
- এর উত্তর-পশ্চিম অংশ ইর্কুৎস্ক ওবলাস্ত এবং দক্ষিণ-পূর্ব অংশ বুরিয়াত প্রজাতন্ত্রে পড়েছে।
- হ্রদটির আয়তন প্রায় ৩১,৫০০ বর্গকিলোমিটার। 
- ১ থেকে ২২ জুলাই, ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার এর ব্রেটন উডস শহরে ‘ব্রেটন উডস সম্মেলন' এর মাধ্যমে International Monetary Fund (IMF) প্রতিষ্ঠিত হয়।
- তবে এটি ১৯৪৫ সালে একটি চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৭ সালে কার্যক্রম শুরু করে।
- সংস্থাটির সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত নিরপেক্ষ দেশকে বলা হয় বাফার স্টেট।
- ১ম ও ২য় বিশ্বযুদ্ধের বাফার স্টেট ছিল বেলজিয়াম।
- পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা।
- গ্রিক ভাষায় ‘মেসোপটেমীয়’ অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দে ইরাকের টাইগ্রিস (দজলা) ও ইউফ্রেটিস (ফোরাত) নদীর উর্বর তীরাঞ্চলে এ সভ্যতার বিকাশ ঘটে।
- আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত এ সভ্যতার অংশ ছিল।
- তবে এ সভ্যতার বেশিরভাগ অংশ ইরাকে অবস্থিত।
Key   :   Function
Ctrl + M : Add New Slide
Ctrl + S : Save
Ctrl + X : Cut
- টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান- প্রদানের প্রযুক্তিকে বলা হয় International Network (Internet)।
- প্রথম নেটওয়ার্ক হলো Advance Research Projects Agency Network (ARPANET), যা ১৯৬৯ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর চালু করে।
- ১৯৯৪ সালে ARPANET এর পরিবর্তে Internet শব্দটি ব্যবহৃত হয়।
- এনিমেশন এক ধরনের গ্রাফিক্স।
- এটি চলমান বা স্থির হতে পারে। আবার দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হতে পারে।
- এর সাথে অডিও, ভিডিও, টেক্সট গ্রাফিক্স ইত্যাদির সম্পর্ক রয়েছে।
- কম্পিউটারের ডেটা সংরক্ষণের মাধ্যম বা ধারককে Computer memory বলে।
- এটি প্রধানত দুই প্রকার। যথা: প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি।
- RAM ও ROM প্রধান মেমোরির অন্তর্ভুক্ত।
- Input device থেকে আগত সকল তথ্য প্রথমে RAM-এ জমা হয়। এর মাধ্যমে নতুন তথ্য পড়া, লেখা বা মুছা যায়। সাধারণত RAM নষ্ট হলে Beep sound দেয়।
- মৌলিক পাসওয়ার্ডের জন্য সংখ্যা, শব্দ ও চিহ্নের মিশ্রণ ব্যবহার করা হয়।
- কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান মেমরির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিই হলো ক্যাশ মেমোরি।
- কম্পিউটারের গতি নির্ভর করে ক্যাশ মেমোরির উপর। এটা অনেকটা র‍্যামের মতই কাজ করে।
- প্রসেসর যখন কোন কাজ করে তখন তথ্য ক্যাশ মেমোরিতে সংরক্ষিত থাকে।
- অর্থাৎ ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল ব্রাউজারের ক্যাশ মেমরিতে জমা হয়।
- কম্পিউটারে পাঠানো কমান্ড এবং ছোটখাটো তথ্য সংরক্ষণে এই মেমোরি ব্যবহৃত হয়।
- তাই প্রসেসরে ক্যাশ মেমরি যত বেশি হবে, তত গতিময় হবে কম্পিউটার।
- অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাচ তন্তু।
- দুটি ভিন্ন ঘনত্বের কাচের সমন্বয়ে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়।
- পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে এটি কাজ করে।
- টেলিফোন, টেলি প্রিন্টার, টেলিভিশন ইত্যাদির আলোক সিগনালকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পাঠানো হয়। এটির কারণে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করে।
- World Wide Web (WWW)-কে সংক্ষেপে ওয়েব বলা হয়।
- WWW হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা Web Page. এই Web Page পরিদর্শন করাকে Web Browsing বলে।
- ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের CERN এর ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স লি এটি উদ্ভাবন করেন।
- প্রথম Web browser - World Wide Web (WWW) ১৯৯০ সালে টিম বার্নার্স লি তৈরি করেন, যা পরবর্তীতে Nexus নামকরণ করা হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- যেসব কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে ক্রিয়া সম্পন্ন করে, সেসব কম্পিউটারকে ডিজিটাল কম্পিউটার বলে।
- মাইক্রোকম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার হচ্ছে ডিজিটাল কম্পিউটারের উদাহরণ।
- আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। গবেষণামূলক কাজ থেকে শুরু করে অফিস- আদালত, ব্যাংক, বীমা, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, খেলাধুলা, বিনোদন তথা গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র, এমনকি ব্যক্তিগত কাজেও ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হচ্ছে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0