সবচেয়ে বেশি চা জন্মে কোন জেলায়?

A মৌলভীবাজারে

B পঞ্চগড়ে

C সিলেটে

D হবিগঞ্জে

Solution

Correct Answer: Option A

চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগান - ১৭০ টি।

✔ মৌলভীবাজার জেলায় অবস্থিত - ৯০ টি চা বাগান।
✔ হবিগঞ্জ জেলায় অবস্থিত - ২৫টি চা বাগান।
✔ সিলেট জেলায় অবস্থিত ১৯টি চা বাগান।
✔ চট্টগ্রাম জেলায় অবস্থিত ২২ টি চা বাগান।
✔ পঞ্চগড় জেলায় অবস্থিত ১০ টি চা বাগান।
✔ রাঙ্গামাটি জেলায় অবস্থিত ২ টি চা বাগান।
✔ ঠাকুরগাঁও জেলায় অবস্থিত ১ টি চা বাগান।
✔ খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবস্থিত ১ টি চা বাগান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions