বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

A শশাঙ্ক

B মুর্শিদ কুলি খান

C সিরাজউদ্দৌলা

D আব্বাস আলী মীর্জা

Solution

Correct Answer: Option B

- বাংলায় নবাবী শাসনামলের প্রতিষ্ঠাতা হলেন মুর্শিদকুলি খান।
- তিনি ১৭০০ সালে বাংলার দিউয়ান হিসেবে নিযুক্ত হন এবং ১৭১৬ সালে নাজিম (সুবাদার) নিযুক্ত হন।
- মুঘল সাম্রাজ্যের শেষ দিকে তিনি স্বাধীনভাবে বাংলা শাসন করতে শুরু করেন।
- এর মাধ্যমে বাংলায় নবাবী শাসনামলের সূচনা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions