Solution
Correct Answer: Option B
- কোষের ভেতর তড়িৎ প্রবাহের দিক কোষের ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে।
- এই পাতদ্বয়ের মধ্যকার বিভিন্ন উপাদান তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে।
- এই বাধাকেই কোষের অভ্যন্তরীণ রোধ (internal resistance) বলে।
- একে ' r' দ্বারা প্রকাশ করা হয়।
- একটি আদর্শ বিভব উৎসের অন্তঃস্থ রোধ শূণ্য; এটা যে কোন পরিমাণের বিদ্যুত সরবরাহ এবং শোষণ করতে পারে।