কোন জোড়াটি বেমানান?

A যক্ষ্মার জীবাণু : রবার্ট কচ

B হোমিওপ্যাথি: হ্যানিম্যান

C ব্যাকটেরিয়া : রবার্ট হুক

D এনাটমি : ভেসলিয়াস

Solution

Correct Answer: Option C

ব্যাকটেরিয়া হলো এক ধরনের ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব।
- গ্রিক শব্দ Bakterion থেকে ব্যাকটেরিয়া শব্দটির উৎপত্তি।
- ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক ১৬৭৫ সালে সর্বপ্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন।
- তিনি এর নাম দেন ক্ষুদ্র প্রাণী।
- তাঁকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়।
- ১৮২৯ সালে জার্মান বিজ্ঞানী এরেনবার্গ ব্যাকটেরিয়া নামকরণ করেন।
- ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর ব্যাকটেরিয়ার ওপর ব্যাপক গবেষণা এবং ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠিত করেন।
- জার্মান চিকিৎসক রবার্ট কচ অনেক পরীক্ষা-নিরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে, প্রাণীর বহু রোগের কারণ হলো ব্যাকটেরিয়া। তিনি যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এবং এ জন্য তাঁকে ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions