ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো—
A পিল্লি
B ফ্লাজেলা
C শীথ
D ক্যাপসুলস
Solution
Correct Answer: Option B
- ফ্লাজেলা হলো সাইটোপ্লাজমের বহিঃস্তর থেকে সৃষ্টি হওয়া সুক্ষ্ম দীর্ঘ সুতার মতো একটি অংশ।
- এটি কোষঝিল্লি ও কোষপ্রাচীর ভেদ করে বাইরে প্রসারিত হয় যা ব্যাকটেরিয়ার চলনে সক্রিয় ভুমিকা পালন করে।