Solution
Correct Answer: Option C
- হাম মূলত একটি বায়ুবাহিত রোগ।
- হামে আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দিলে জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে এবং এটি ২ ঘন্টা বাতাসে ভেসে থাকতে পারে বা কোনও কিছুর পৃষ্ঠতলে লেগে থাকতে পারে।
- শিশু যদি আগ থেকে ভিটামিন ‘এ’র অভাবে ভোগে, তবে হাম হলে শিশু অন্ধ হয়ে যেতে পারে।
- তবে সঠিক সময়ে প্রতিষেধক টিকা দিলে হাম হওয়ার আশঙ্কা থাকে না।