ফলিক এসিডের অন্য নাম কোনটি?

A ভিটামিন বি ১২

B ভিটামিন বি ৬

C ভিটামিন বি ১

D ভিটামিন বি ৯

Solution

Correct Answer: Option D

- ফলিক অ্যাসিড বা ভিটামিন বি নাইন বা ভিটামিন বিসি অথবা ফোলেট নামে মানবদেহে প্রাকৃতিকভাবে সৃষ্ট এর রূপভেদ হলো পানিতে দ্রবণীয় ভিটামিন বি নাইন এর রূপ। 
- এটি ডিএনএ গঠন বা সিন্থেসাইজেশন, কোষ বিভাজন এবং ডিএনএ মেরামত করতে সাহায্য করে।
- এটি ক্রমাগত কোষ বিভাজন এবং কোষের বৃদ্ধিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই গর্ভাবস্থায় এবং নবজাতকদের জন্য ফলিক অ্যাসিড জরুরী।
- লোহিত রক্তকণিকা তৈরীর কাজে এবং রক্তস্বল্পতা প্রতিরোধ করতে এই ভিটামিন শিশু ও পূর্ণ বয়স্ক উভয়েরই প্রয়োজন। 
- মাংস, বাদাম, সবুজ শাক-সবজি, কলিজা, মাছ ইত্যাদি এর ভালো উৎস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions