ক্রায়োজনিক্স পদ্ধতিতে সর্বোচ্চ তাপমাত্রা কত?
Solution
Correct Answer: Option C
- ক্রায়োজনিক্স হলো এক ধরনের হিমশীতলকরণ পদ্ধতি।
- এ পদ্ধতিতে প্রচলিত পদ্ধতি অপেক্ষা অনেক বেশি সুবিধা দেখা যায়।
- ১৫০°c বা তার নিচের তাপমাত্রায় হিমশীতল করা হলো ক্রায়োজনিক্স।
- এ তাপমাত্রায় হিলিয়াম ব্যতীত পরিচিত অন্য সকল মৌল জমে কঠিন অবস্থায় পৌঁছে।
- এ তাপমাত্রায় খাদ্য, ফলমূল, সবজি প্রভৃতি প্রক্রিয়াজাত করা যায়।
- এক্ষেত্রে তরল নাইট্রোজেন বা হিলিয়াম ব্যবহার করা হয়।
- চিকিৎসাশাস্ত্রে ক্রায়োজনিক্স পদ্ধতি ব্যবহার অধিক সুবিধাজনক।
- পার্কিনসন রোগ, টিউমার, স্ফসিল জাতীয় রোগ, চোখের ছানি অপারেশন প্রভৃতি ক্ষেত্রে ক্রায়োর শল্য চিকিৎসা প্রয়োগ করা যায়।