সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত?
A নওগাঁ
B বগুড়া
C নরসিংদী
D কুমিল্লা
Solution
Correct Answer: Option A
- সোমপুর বিহার বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলায় অবস্থিত।
- এ বিহারটি পাল বংশের ২য় রাজা ধর্মপাল দেব (৭৮১-৮২১) নির্মাণ করেন।
- ৮৭৯ সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল বিহারটি আবিষ্কার করেন এবং ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের স্বীকৃতি প্রদান করে।