আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত বিভক্ত - চার ভাগে;
১.নেগ্রিটো
২.অস্ট্রিক
৩.দ্রাবিড়
৪.ভোটচীনীয়।
বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে- অস্ট্রিক জাতি থেকে। "নিষাদ জাতি" কেও বলা হয় - অস্ট্রিক জাতিকে।
ইন্দোচীন থেকে বাংলায় প্রবেশ করে নেগ্রিটোদের উৎখাত করে অস্ট্রিক জাতি।