শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোনটি ব্যবহৃত হয়?
A দাড়ি
B ড্যাশ
C সেমিকোলন
D কমা
Solution
Correct Answer: Option D
- সম্বোধন পদের শেষে কমা বসে।
- প্রত্যেক উক্তির পূর্বে সূচক বাক্যের শেষে কমা বসে।
- বড় রাশিকে স্পষ্ট করে বুঝানোর জন্য কমা বসে।
- শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমা বসে।
- বাড়ী বা রাস্তার নামের পরে কমা বসে।
- বাক্য পাঠকালে সুস্পষ্টত বা অর্থ-বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয় ।