'রোগী পথ্য সেবন করে' কোন বাচ্যের উদাহরণ?

A ভাববাচ্য

B কর্মবাচ্য

C কর্তৃবাচ্য

D একটিও না

Solution

Correct Answer: Option C

- বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে।
- বাচ্য প্রধানত তিন প্রকার।
- যথা: কর্তৃবাচ্য, কর্মবাচ্য ও ভাববাচ্য।

- যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে।
যেমন:
- বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন।
- আমার ভাত খাওয়া হয়েছে।
- শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে।

- বাক্যে কর্তার প্রাধান্য রক্ষিত হলে তাকে কর্তৃবাচ্য বলে।
যেমন: 
- ছাত্ররা বাংলা পড়ছে।
- শিক্ষক ছাত্রদের পড়ান।
- রোগী পথ্য সেবন করে

- যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে।

যেমন: 
- কোথায় থাকা হয়।
- রামের খাওয়া হয়েছে।
- আমাকে যেতে হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions