গঠন অনুসারে অনুসর্গ দুই প্রকার। যথা- - বিভক্তিহীন অনুসর্গ, যেমন- বনাম, বাবদ, বরাবর, দরুন ইত্যাদি। - বিভক্তিযুক্ত অনুসর্গ, যেমন- ভেতরে, মাঝে, সামনে, থেকে, চেয়ে ইত্যাদি।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions