Solution
Correct Answer: Option A
আটলান্টিক মহাসাগরের (Atlantic Ocean) একটি বিশেষ অঞ্চলকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। স্থানীয় অধিবাসীরা এই অঞ্চলটিকে ‘ড্রেভিলস ট্রায়ঙ্গাল’ (Devil’s Triangle) বা ‘শয়তানের ত্রিভুজ’ বলে থাকেন। এলাকাটি আটলান্টিক মহাসাগরের তিন প্রান্ত দিয়ে সীমাবদ্ধ। বারমুডা ট্রায়াঙ্গলের তিনটি প্রান্তের একটি প্রান্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা (Florida) আরেক প্রান্ত পুয়ের্তো রিকো (Puerto Rico) এবং অন্য প্রান্তটি ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বারমুডা দ্বীপের সঙ্গে যুক্ত। এর মোট আয়তন একশ চোদ্দ লাখ বর্গ কিলোমিটার অর্থাত্ চুয়াল্লিশ লাখ বর্গ মাইল। এই বিশাল অঞ্চলে কত জাহাজ, বিমান নিরুদ্দেশ হয়েছে তার ইয়াত্তা নেই। কোনও জাহাজ এই অঞ্চলের গভীরে প্রবেশ করলেই সেটি আর বেতার তরঙ্গ পাঠাতে পারে না। ফলে বিচ্ছিন্ন হয়ে যায় উপকূলের সঙ্গে যোগাযোগ এবং দিক নির্ণয় করতে না পেরে রহস্য জনক ভাবে অদৃশ্য হয়ে যায়। তাই এই অঞ্চলটিকে রেডিও ডেড স্পটও (Radio Dead Spot) বলা হয় ।