দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান তিনটি। এগুলো হলো:
• দুর্যোগ পূর্বপ্রস্তুতি
• দূর্যোগ প্রশমন
• দুর্যোগ প্রতিরোধ হলো।
• দুর্যোগ ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে সাড়াদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন।
আবার, দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ ছয়টি।
১) পূর্বপ্রস্তুতি
২) সাড়াদান
৩) পুনরুদ্ধার
৪) উন্নয়ন
৫) প্রতিরোধ
৬) প্রশমন