গুপ্ত রাজবংশের রাজধানী ছিল কোথায়?

A বিদিশা

B পাটালিপুত্র ও বিদিশা

C নবদ্বীপ

D কনৌজ

Solution

Correct Answer: Option B

» গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা - শ্রী গুপ্ত।
» গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা - প্রথম চন্দ্রগুপ্ত।
» গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা - সমুদ্রগুপ্ত (তাঁকে প্রাচীন ভারতের নেপোলিয়ন উপাধি দিয়েছেন ড. ভিনসেন স্মিথ) ।
» দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল - বিক্রমাদিত্য
» গুপ্ত সাম্রাজ্যের রাজধানী - পাটালিপুত্র।
» ২য় চন্দ্রগুপ্তের সময়ে ভারত বর্ষে আসেন - চীনা পরিব্রাজক ফা-হিয়ান।
» গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয় - হুন শক্তির হতে। (হুন হচ্ছে মধ্য এশিয়ার যাযাবর জাতি)
» গুপ্ত সাম্রাজ্যের পন্ডিতগণ হলে - আর্যভট্ট, কালীদাস, বিষ্ণুশর্মা, বরাহমিহির।
» অহ্নিক ও বার্ষিক গতি নির্ণয় করেন - আর্যভট্ট
» গণিত শূন্যের প্রচলন করেন - আর্যভট্ট
» আজন্তার গুহাচিত্র -গুপ্তযুগের সৃষ্টি।
» গুপ্ত যুগের কবি ছিলেন - কালিদাস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions