প্রথমবারের মতো লন্ডন একচেঞ্জে চালু হওয়া বাংলা টাকা বন্ডের নাম কী?
Solution
Correct Answer: Option C
বাংলা বন্ড হচ্ছে বিশ্বের প্রথম বাংলাদেশি টাকা ডিনমিনেটেড বন্ড। বাংলাদেশের বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহ দিতে বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী বেসরকারি খাতসংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সহায়তায় ১১ নভেম্বর, ২০১৯ তারিখে এ বন্ড চালু হয়। IFC এ বন্ড ইস্যু করবে। বাংলা বন্ডের আকার হবে ১০০ কোটি ডলার।