Solution
Correct Answer: Option B
- "This is the school" এর পরে যখন আমরা একটি relative clause ব্যবহার করি, তখন preposition "to" ব্যবহার করা আবশ্যক।
- "used to" ব্যবহার করা হয় অতীতে নিয়মিত করা কোনো কাজ বোঝাতে। এখানে স্কুলে যাওয়া অতীতের একটি নিয়মিত কাজ।
- পূর্ণ বাক্যটি হবে: "This is the school which I used to go to"