বাংলাদেশ কোন দেশের সাথে Comprehensive Economic Z Partnership Agreement (CEPA) সাক্ষর করেছে?
Solution
Correct Answer: Option A
। দুটি দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর কৌশলগত উদ্যোগ। বাংলাদেশ ভারতের সঙ্গে প্রথমবারের মতো এই চুক্তি করছে।
। বাংলাদেশ ২০২৬ সালে LDC থেকে মুক্ত হবে। উন্নয়নশীল দেশ হওয়ার পর বাংলাদেশ আর শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা পাবে না। সেই সাথে SAFTA চুক্তিও অকেজো হয়ে যাবে। ফলে বাংলাদেশ ও ভারত যৌথভাবে CEPA চুক্তি স্বাক্ষর করছে। চুক্তি স্বাক্ষরিত হলে ভারতে বাংলাদেশের রপ্তানি ১৯০% বৃদ্ধি পাবে এবং দেশের জিডিপি ১.৭২% বৃদ্ধি পাবে।
। ২০২১-২২ অর্থবছরের ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১৪২০ কোটি ডলার।