'মোরগের ডাক' কে এক কথায় কী বলে?
A মোরব্বা
B কেকা
C কুহু
D শকুনিবাদ
Solution
Correct Answer: Option D
- ঘোড়ার ডাক - হ্রেষা
- ময়ূরের ডাক - কেকা
- কোকিলের ডাক - কুহু
- সিংহের ডাক - নাদ
- হাতির ডাক - বৃংহণ বা বৃংহিত
- কুকুরের ডাক - বুক্কন
- পাখির ডাক - কূজন
- মোরগের ডাক - শকুনিবাদ।